অত্যন্ত গুরুত্বপূর্ণ Cinaron plus ট্যাবলেটের পরিচিতি সম্পর্কে প্রথমে জানা যাক। এখানে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এই পণ্য তৈরি করছে এবং এই পণ্য তৈরিতে তারা দুটি উপাদান ব্যবহার করেছে। প্রথম উপাদানের নাম হচ্ছে সিনারিজিন এবং দ্বিতীয় উপাদানের নাম হচ্ছে ডাইমেনহাইড্রিনেট। এই দুইটি উপাদানের সমন্বয়ে Cinaron plus ট্যাবলেট তৈরি করা হয়েছে যেটা আগের ট্যাবলেট এর পরের ভার্সন। সাধারণত এখানে যথাক্রমে ২০ মিলিগ্রাম এবং ৪০ মিলিগ্রাম উপাদান পাওয়া যাবে।
এই ট্যাবলেটের সঠিক নির্দেশনা অর্থাৎ ট্যাবলেট কিভাবে কাজ করে এবং কোন উপসর্গের বিরুদ্ধে এই ট্যাবলেট নির্দেশ করা যেতে পারে সে সম্পর্কে আজকে জানবো। এছাড়াও সঠিক পরিমাপে ঔষধ খাওয়ার নিয়ম সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের এই আর্টিকেল আপনাকে পড়তে হবে।
Cinaron plus ওষুধের সঠিক নির্দেশনা
মস্তিষ্কের রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটিত অসুবিধা সমূহ নিরাময়ের জন্য এটা ব্যবহার করা হয়। যদি একটু গভীরভাবে চিন্তা করেন মস্তিষ্কে অতি ক্ষুদ্র ক্ষুদ্র রক্তনালী রয়েছে এবং প্রত্যেকটি রক্তনালি আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মস্তিষ্কের রক্তনালীর নায়িকার সংকোচন ও প্রতিবন্ধকতার জন্য সৃষ্ট বিভিন্ন ধরনের সমস্যা, কানে ভো মোঃ শব্দ, অনেকের ক্ষেত্রে মাথা ব্যথা বা অনিদ্রা, অনেকের ক্ষেত্রে স্মৃতিশক্তি লোপ পাওয়ার মত যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে সেগুলোর বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে Cinaron plus ট্যাবলেট।
এগুলো ছিল সাধারণ উপসর্গ এই উপসর্গগুলো যদি কারো থেকে থাকে তাহলে ধারণা করা হয় তার মস্তিষ্কে রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত হচ্ছে এবং এই রক্ত সঞ্চালনে বাধাগ্রস্ত এরাতেই মূলত এই Cinaron plus ট্যাবলেটের ব্যবহার করা হয়। এর পাশাপাশি আরো কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে যেমন অমনোযোগী হওয়া এবং বয়স বৃদ্ধ জনিত বিভিন্ন ধরনের সমস্যা। এই সমস্যা গুলো যদি একজন রোগীর হয়ে থাকে তাহলে অবশ্যই জরুরী ভিত্তিতে ডাক্তার দেখানো উচিত।
আরেকটু গুরুত্বপূর্ণ সমস্যা আছে যেমন পেরিফেরার রক্ত সঞ্চালনের বিঘ্ন ঘটিত অসুবিধাসমূহ নিরাময়ের জন্য এই ঔষধ ব্যবহার করা হয়। এগুলো কোন ধরনের রোগ এমন যদি কেউ প্রশ্ন করেন তাহলে সে উত্তরে বলা হবে মাংসপেশে তীব্র অনৈচ্ছিক আক্ষেপ এবং রক্তনালিকার বিভিন্ন ধরনের সংকুচিত হওয়ার ফলে সৃষ্ট উপসর্গ গুলোর বিরুদ্ধে লড়াইয়ের জন্য। এদের মধ্যে রয়েছে রাত্রি কালীন খিচুনি, হাত ও পায়ের তালু ঠান্ডা হয়ে যাওয়া, অবসন্নতা, ভেরিকোস সৃষ্টি হওয়া। ভারসাম্যহীনতা সৃষ্টির উপসর্গ যদি দেখা দেয় তাদের ক্ষেত্রেও Cinaron plus ট্যাবলেটের ব্যবহার করেন চিকিৎসকেরা। সাধারণত এই উপসর্গের মধ্যে রয়েছে মাথা ঘোরা থেকে শুরু করে কানে কম শোনা। কানে অস্বস্তিকর শব্দ শোনা, ভ্রবণে বিভিন্ন ধরনের অস্বস্তি।
Cinaron plus খাওয়ার সঠিক মাত্রা ও নিয়ম
অবশ্যই আপনাকে জানতে হবে এই ওষুধ সেবনে সঠিক মাত্রা এবং নিয়ম আপনি যদি সেটা না জানেন তাহলে আপনার সমস্যা অনিবার্য।। এখানে আমরা জানতে পেরেছি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে একটি ট্যাবলেট দৈনিক তিনবার খাবারের পরে খেতে হবে। এছাড়াও 18 বছর বয়সের কম বয়সী শিশু এবং কিশোর যারা রয়েছে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে ঔষধ দেয়া যাবে কিনা। আমরা যতটুকু জানতে পেরেছি আঠারো বয়সের নিচে এই ঔষধ দেওয়ার কোন নিয়ম নেই।
Cinaron plus দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া
সতর্ক হলে অবশ্য কোন সমস্যা হওয়ার কথা না তারপরও যদি অনেকের ওষুধ খাওয়াকালিন অবস্থায় মাথা ব্যথা বা তলপেটে ব্যথা হতে পারে তাহলে তৎক্ষণিক চিকিৎসকের কাছে যেতে হবে। এছাড়া অনেকের ক্ষেত্রে ওজন বৃদ্ধি হঠাৎ করে আবার অনেকের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্য হওয়া বুকের আটশাটো হওয়া বা জন্ডিস এই ধরনের সমস্যা দেখা দেয় তাদের জন্য অবশ্যই এই ঔষধ ব্যবহার করতে হবে.কারো কারো ক্ষেত্রে অস্বাভাবিক উত্তেজনা বা অস্থিরতা এবং চর্মের তীব্র প্রদাহ তৈরি হতে পারে। স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের Cinaron plus ট্যাবলেট এর বর্তমান দাম দুই টাকা।