Deslor 5mg এর কাজ কি ডেসলর ৫ এম জি

ওরিয়ন ফারমা লিমিটেড এর Deslor 5mg ট্যাবলেট এর সঙ্গে আজকে আপনাদের পরিচয় করিয়ে দেবো। আজকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করব এই ট্যাবলেটের সঠিক কার্যকারিতা তাই প্রথম থেকেই আমরা ট্যাবলেটের খুঁটিনাটি বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। ওরিয়ন ফারমার লিমিটেড এর ডেজলোরাটিডিন উপাদানের মাধ্যমে এই ক্যাপসুল তৈরি করা হয়েছে। এই ক্যাপসুল এর গুনাগুন সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আপনাকে থাকতে হবে।

এই একই উপাদানের মাধ্যমে বেশ কয়েকটি কোম্পানি ঔষধ তৈরি করেছে তবে আমরা আজকে শুধুমাত্র এই কোম্পানির Deslor 5mg ঔষধ নিয়ে কথা বলব। এই ওষুধ সেবনের ফলে কি কি উপকারিতা আপনি পেতে পারেন এর পাশাপাশি এই ঔষধ খাওয়ার সঠিক নিয়ম এবং পরিমাপ সম্পর্কে জানতে হলে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আশা করছি আপনার মূল্যবান সময় নষ্ট হবে না এবং আপনি আমাদের এখান থেকে অনেক কিছু জানতে পারবেন।

Deslor 5mg কি কাজ করে

যদি কেউ প্রশ্ন করে থাকে Deslor 5mg ট্যাবলেটের কাজ কি তাহলে সে প্রশ্নের উত্তরে বেশ কয়েকটি কাজের কথা বলা যেতে পারে। এরমধ্যে সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস অন্যতম। এখন যারা সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটের সম্পর্কে কিছুই জানেন না তাদের সহজ ভাষাতে বোঝাতে হবে চলুন আরো সহজ ভাষাতে বোঝানোর চেষ্টা করে এগুলো কি। মূলত হাঁচিড় নাক দিয়ে পানি পড়া, নাক চুলকানি, নাক বন্ধ হয়ে যাওয়া এগুলো হচ্ছে এলার্জিক রাইনাইটিস। এই সমস্যাগুলো কারো কারো সিজন আলাদা হয় অর্থাৎ শীতের সময় একটু বেশি হয় গরমের সময় থাকে না আবার কারো কারো বারো মাস থাকে এই দুই ধরনের রোগীদের ক্ষেত্রেই এই সমস্যার সমাধানের জন্য Deslor 5mg ক্যাপসুল এর ব্যবহার করা হয়।

এছাড়াও আমরা আরো জানতে পারি বিভিন্ন চোখের সমস্যা যেমন চোখের চুলকানি চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়ার মতন বিভিন্ন সমস্যার সমাধানের এই ঔষধ ব্যবহার করা হয়। এমনকি তালু চুলকানি এবং কাশি নিরাময়ের জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে বলুন তো আমাদের এই আর্টিকেল না পড়লে আপনি কি এই ওষুধের এত উপকারীতা সম্পর্কে অবগত হতেন? আমার মনে হয় কখনোই হতে পারতেন না তাই অবশ্যই সব সময় আমাদের সঙ্গে থাকুন যাতে করে আমরা আপনাদের নতুন নতুন আপডেট এবং নতুন নতুন তথ্য দিতে পারি ।

Deslor 5mg খাওয়ার সঠিক পরিমাপ

ওষুধ খাওয়ার অবশ্যই সঠিক মাত্রা আছে এবং সেই সঠিক মাত্রার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো শিশুদের মাত্রা। পেডিয়াট্রিক ড্রপস এর হিসাব করলে ছয় মাস থেকে ১১ মাস বয়সের শিশুদের জন্য ২ মিলি ড্রপস দিনে একবার খাওয়ানো যেতে পারে। অনেকের ক্ষেত্রে এক থেকে দুই বছর বয়সী শিশুদের এই ধরনের সমস্যা হয় তাদের জন্য ২.৫ মিলি ড্রপস দিনে একবার খাওয়াতে হবে।

সিরাপ ফরমেট একটু বয়স্ক শিশুদের জন্য যেখানে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য ২.৫ মিলি দিনে একবার খাওয়াতে হবে। তাদের বয়স ৬ থেকে ১১ বছরের মধ্যে তাদের জন্য ৫ মিলি দিনে একবার এবং যারা প্রাপ্তবয়স্ক বা 12 বছরের উপরে তাদের জন্য 10 মিলি করে দিনে একবার খাওয়াতে হবে।

Deslor 5mg দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে মাথা ব্যথা এবং বমি বমি ভাব অন্যতম । অনেকের ক্ষেত্রে গলবিলের প্রদাহর সৃষ্টি হতে পারে অনেকের ক্ষেত্রে বদহজ তৈরি হতে পারে অনেকের ক্ষেত্রে মাংস বেশীর ব্যথা অনুভূত হতে পারে। এই সমস্যাগুলো অনুভূত হলে অবশ্যই ওষুধ খাওয়া বন্ধ করে দিন এবং আপনার চিকিৎসকের কাছে গিয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জেনে নিন। ওরিয়ন ফারমা লিমিটেডের Deslor 5mg ট্যাবলেটের বর্তমান দাম ৫ টাকা।