টিউমার আমাদের শরীরের মধ্যে ভেড়ে ওঠা অনিয়ন্ত্রিত মাংসপিণ্ড। এটা সাধারণত অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধির মাধ্যমে ঘটে থাকে। এটা আমাদের শরীরের অভ্যন্তরে বেড়ে ওঠে এবং আমাদের শরীরের ওপর সম্পূর্ণ নির্ভরশীল থাকে। কিন্তু সব থেকে খারাপ ব্যাপার হল এই টিউমারের অভ্যন্তরে যে কোষগুলো থাকে সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক কোষ এবং সেই কোষের মধ্যে ক্যান্সারের জীবাণু থাকে।
এখন পর্যন্ত মানব শরীরে যে টিউমার গুলো আবিষ্কৃত হয়েছে তার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সারের ভাইরাস বহন করে এমন টিউমার আবিষ্কৃত হয়েছে। তবে এমন টিউমার অনেক আছে যে টিউমার গুলো ক্যান্সারের ভাইরাস বহন করে না যেগুলো মানুষের থাকলেও কোনো সমস্যা হয় না যেমন লাইপোমা টিউমার। তবে যদি টিউমার হয় তাহলে সেখানে ব্যথা হবে কিনা এরকম প্রশ্ন অনেকে করে থাকেন তাদের প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি অবশ্যই টিউমার হলে ব্যাথা হবে।
মানব শরীরে বিভিন্ন অঙ্গে টিউমার হতে পারে হতে পারে সেটা গুরুতর টিউমার হতে পারে সেটা একেবারে স্বাভাবিক উমা তবে যে কোন ধরনের টিউমার এই ব্যথা হওয়া স্বাভাবিক ব্যাপার। আমরা যদি লাইপোমা টিউমারের কথা বলি সে ক্ষেত্রেও হালকা হালকা হতে পারে। আপনারা যদি খেয়াল করেন তাহলে এই টিউমার গুলো বেশিরভাগ ক্ষেত্রেই চামড়ার নিচে এবং মাংসপেশির ওপরে অর্থাৎ চামড়া ও মাংসের মাঝখানে নরম অংশে তৈরি হয় যেখানে চর্বির অবস্থান।
এরকম আরো অন্যান্য টিউমার যদি থাকে শরীরের উপরের অংশে তাহলে সেখান থেকে বোঝা যায় যে এগুলো হালকা হালকা ব্যথার সৃষ্টি করছে। তবে শরীরের অভ্যন্তরে যে টিউমার গুলো থাকে বিশেষ করে ব্রেন টিউমার থেকে শুরু করে পেটের বিভিন্ন অংশের টিউমার তাহলে সেই ক্ষেত্রে ব্যথার পরিমাণটা একটু বেশি হয়। তার কারণ হচ্ছে শরীরের অভ্যন্তরে যে টিউমার গুলো রয়েছে সেগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবং তাদের অবস্থা অনেক শক্তিশালী হয় যার কারণে তারা শরীরে অনেক বড় ক্ষতি করতে পারে।
টিউমার হলে করণীয়
টিউমার হলে সবার প্রথমে যে জিনিসটা আপনাকে নিশ্চিত করতে হবে সেটা হচ্ছে সঠিক চিকিৎসা। টিউমার হলে আমরা অনেক ক্ষেত্রে সঠিক চিকিৎসার চেষ্টা করি না আমরা হোমিও ঔষধ অথবা কবিরাজে ওষুধের ব্যবস্থা করার চেষ্টা করি যার কারণে এটিএম আর আস্তে আস্তে আরো বেশি বৃদ্ধি পায়। টিউমার যদি সনাক্ত হয় তাহলে সব থেকে ভালো ব্যবস্থা হচ্ছে সেটা অপসারণ করা।
এর জন্য যদি অপারেশন করা লাগে তাহলে দ্রুত অপারেশন সেরে ফেলতে হবে। আপনাদের জানিয়ে রাখি মানব শরীরে যে ক্যান্সার গুলো হয় তাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সারের জন্য দায়ী থাকে টিউমার। অবশ্যই টিউমারের উপসর্গ গুলো আমরা জানবো তার কারণ হচ্ছে টিউমারের উপসর্গ যদি আমরা বুঝতে না পারি তাহলে বুঝতে পারবো না টিউমার হয়েছে কিনা।
টিউমার অপারেশন খরচ
বিভিন্ন ধরনের টিউমারের অপারেশনের ক্ষেত্রে খরচ বিভিন্ন হতে পারে। বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে এমন কিছু নতুন নতুন জিনিস আবিষ্কার হয়েছে যেগুলো টিউমার চিকিৎসায় অনেক যুগান্তর হয়েছে। ক্যান্সারের ভাইরাস বহন করে এমন টিউমার এর চিকিৎসায় বর্তমানে চিকিৎসকের এমন একটি পদ্ধতি ব্যবহার করছেন যেখানে তাপমাত্রা অনেক কমিয়ে আনা হয় এবং কমন ফলে সেই স্থানের টিউমারের কোষগুলো মৃত্যুবরণ করে এবং তার ফলে টিউমারকে অপসারণ করা হয়।
এভাবে নানা নতুন চিকিৎসা আবিষ্কৃত হয়েছে তবে ত্বকের ওপরে যে টিউমার গুলো দেখা যায় যেমন লাইপোমা অথবা ছোটখাটো অন্যটির গুলো অপসারণ করতে একেবারে খরচ হয় না সামান্য কিছু খরচ হতে পারে ওষুধের জন্য। তবে যদি শরীরের অভ্যন্তরে হয়ে থাকে তাহলে টিউমার ভেদে 20 হাজার টাকা থেকে ৬০০০০ টাকার মতো খরচ হতে পারে বিভিন্ন অপারেশনের জন্য। তবে যদি ক্যান্সার হয় তাহলে সে ক্ষেত্রে কত টাকা খরচ হবে সেটা কেউ বলতে পারবে না।