আমরা সব সময় চেষ্টা করি আপনাদের জন্য সঠিক তথ্য নিয়ে আসতে যাতে করে ঔষধ সম্পর্কে অন্তত ভুল বোঝাবুঝি না হয়। এই ভুল বোঝা উচিত তখনই দূর হবে যখনি আমরা সকলে সচেতন হব এবং সঠিক তথ্য জানবো। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিটিক্যালস লিমিটেডের এই Edysta 2.5mg ট্যাবলেটের বিভিন্ন তথ্য। আমরা জানার চেষ্টা করব এই ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা সম্পর্কে । বর্তমানে বাজারে এই একই কোম্পানির চার ধরনের এই ট্যাবলেট পাওয়া যায়।
আজকে আমরা কথা বলব ২.৫ মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে পাশাপাশি বাজারে আপনারা পেয়ে যাবেন ৫ মিলিগ্রাম এবং ১০ মিলিগ্রাম ও ২০ মিলিগ্রামের ট্যাবলেট। কোন ট্যাবলেট কার জন্য প্রয়োজন সেটা চিকিৎসক ভালো বলতে পারবে । এই ঔষধ কতটুকু খেতে হবে তার সঠিক দিকনির্দেশনা সহ ওষুধের পার্শ্ব প্রতীকে আপনারা পেয়ে যাবেন আমাদের এই আর্টিকেলে তাই আশা করছি শেষ পর্যন্ত আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন।
ইডিস্টা ২.৫ মিলিগ্রাম ট্যাবলেট এর কাজ কি
এখানে যে মূল উপাদান ব্যবহার করা হয়েছে সেই উপাদান সাধারণত আমাদের শরীরের বিভিন্ন অংশের মসৃণ পেশীর বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। মুসলিম পেশিকে প্রশমিত করে এবং ওই পেশির বিভিন্ন স্থানে রক্ত সরবরাহে অত্যন্ত ভালো ভূমিকা রাখে যার ফলে আমরা বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে পারি। যেমন মনে করুন প্রোস্টেট ও মূত্রথলির মসৃণ পেশীতে যদি কোন ধরনের সমস্যা থাকে তাহলে এই ঔষধ সেখানকার পেশীগুলোকে মসৃণ এবং প্রশমিত করে এবং রক্ত চলাচল বৃদ্ধি করে যার ফলে অনেক সমস্যার সমাধান হয়। মূত্রনালীতে রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং মধ্যথলির মুখ পুরোপুরি খুলে যায় যার ফলে মুত্র নির্গমন সহজ হয় এবং বৃদ্ধি পায়।
এর পাশাপাশি কিছু রোগের বিরুদ্ধে এটা কার্যকরী ভূমিকা পালন করে যেমন ইরেকটাল ডিসফাংশন। ডিরেক্টর ডিসফাংশন এমন একটি সমস্যা যেটা দীর্ঘদিন ধরে প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে অত্যন্ত জটিল এবং অত্যন্ত বিরক্তি করে একটা সমস্যা। যারা এ রোগে আক্রান্ত তারা সত্যিই অনেক কষ্টে আছেন এবং এই কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য অবশ্যই দীর্ঘমেয়াদি চিকিৎসা করতে হবে এবং দীর্ঘমেয়াদী চিকিৎসায় চিকিৎসকরা অন্যান্য ওষুধের সঙ্গে অবশ্যই Edysta 2.5mg ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবেন একজন রোগীকে। এছাড়াও বিনাইন প্রস্তেেটিক হাইপারগ্লাসিয়া এই রোগের চিকিৎসার জন্য এই ঔষধ ব্যবহার করা হয় অথবা উপরে উল্লেখিত দুটি রোগের একই সঙ্গে যদি চিকিৎসা করা হয় সেই ক্ষেত্রেও Edysta 2.5mg ট্যাবলেট এর ব্যবহার হচ্ছে।
Edysta 2.5mg ট্যাবলেট খাওয়ার নিয়ম
সাধারণত প্রত্যেকটি ওষুধের রয়েছে আলাদা আলাদা খাওয়ার নিয়ম যেমন মনে করুন ডিসফাংশন বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই প্রারম্ভিক মাত্রা হতে পারে ১০ মিলিগ্রাম। তবে ১০ মিলিগ্রাম দিয়ে শুরু করেছে বলে যে শুধুমাত্র ১০ মিলিগ্রাম ওষুধ খেয়ে যেতে হবে এমন নাই রোগীদের শারীরিক সুস্থতা এবং শরীরের ওজনের ওপর নির্ভর করে এর মাত্রা ২০ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে আবার কমিয়ে ৫ মিলিগ্রাম পর্যন্ত করা যেতে পারে। তাই সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনোভাবেই নিজে থেকে ওষুধ খাওয়া যাবেনা । আরেকটি বিষয় অবশ্যই এই ওষুধের কার্যকারিতা ছত্রিশ ঘন্টা পর্যন্ত শরীরে থাকে তাই দিনে একবারের বেশি এই ঔষধ খাওয়া ঠিক হবে না। অন্যান্য চিকিৎসার ক্ষেত্রেও আমরা লক্ষ্য করেছি সর্বনিম্ন পাঁচ মিলিগ্রাম এবং সর্বোচ্চ 20 মিলিগ্রাম পর্যন্ত একদিনে এই ঔষধ খাওয়া যাবে।
Edysta 2.5mg দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া
এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলতে হয় প্রত্যেকটি ওষুধের নাই এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তার মধ্যে মাথা ব্যথা বা শরীরের বিভিন্ন স্থানে ব্যথার সৃষ্টি হতে পারে। খুদা মন্দা থেকে শুরু করে পেটের ব্যথা হতে পারে। নাকের বিভিন্ন ধরনের প্রদাহন বা নাক বন্ধ হয়ে যাওয়ার মতন প্রবণতা শ্রবণশক্তি লোপ পাওয়ার মতন ঘটনাও ঘটতে পারে। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিটিক্যালস লিমিটেডের Edysta 2.5mg ট্যাবলেটের বর্তমান মূল্য ১০ টাকা।