বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড এই সিরাপ তৈরিতে ব্যবহার করেছে মেট্রোনিডাজল। এখানে ২০০ মিলিগ্রাম/৫ মিলি একটি সিরাপ বাজারে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে। বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেডের Filmet syrup সম্পর্কে আজকে জানার চেষ্টা করব বিস্তার ভাবে। সাধারণত একটি ঔষধের ব্যবহার শুধুমাত্র এককভাবে করা হয় না বিভিন্নভাবে একটি ওষুধের ব্যবহার করা হয়ে থাকে। আমরা এই ওষুধের ফার্মাকোলজি থেকে যা জানতে পেরেছি সেখান থেকে বলতে হয় যে মেট্রোনিডাজল এমন জাতীয় একটি ব্যাকটেরিয়া বিরোধী ঔষধ যা চিকিৎসা ক্ষেত্রে বিভিন্নভাবে ব্যবহার করা হয়।
আমাদের শরীরে বিভিন্নভাবে বিভিন্ন ধরনের এনারবিক জীবাণু আক্রান্ত করে এবং এই অনারবিক জীবাণু দ্বারা সংক্রমিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানে মেট্রোনিডাজল অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। কোন কোন রোগের বিরুদ্ধে মূলত Filmet syrup ঔষধ কার্যকরী ভূমিকা পালন করে এবং এর সঠিক ব্যবহার সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনাকে আমাদের সম্পূর্ণ আর্টিকেল পড়তে হবে।
Filmet syrup কি কাজ করে
যদি কাজের কথা বলতে হয় তাহলে অ্যানারবিক ব্যাকটেরিয়াজনিত বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধে এই ঔষধ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। সাধারণত যারা সরাসরি ট্যাবলেট খেতে পারেন না তাদের জন্য সিরাপ ফরমেট রয়েছে তারা এই সিরাপ ফরমেট খেতে পারে। এনারবিক জীবাণু দ্বারা সংক্রমিত অস্ত্র পাচার পরবর্তী বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে এছাড়াও বিভিন্ন ধরনের অষ্টপ্রচার পরবর্তী ক্ষদের সংক্রমণ চিকিৎসা এটা ব্যবহার করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি এখানেই শেষ নয় আরো কিছু গুরুত্বপূর্ণ সমস্যা যেমন এনারবিক জীবাণু দ্বারা সংক্রমিত পায়ের ঘা এবং প্রেসার সোর্স চিকিৎসা এটা ব্যবহার করা হয়।
আপনারা হয়তো অনেকেই জানেন না দাঁতের তীব্র সংক্রমণ বা দাঁতের তীব্র ব্যথার জন্য এই ঔষধ ব্যবহার করা হয়। নিজের অভিজ্ঞতা থেকে বলছি যখন প্রথমবার দাঁতের ব্যথার জন্য এই ঔষধ খাওয়ার পরামর্শ ডাক্তার দেন তখন কেন জানিনা মনের মধ্যে সন্দেহ জাগে কিন্তু তারপরে যখন সঠিক তথ্য জানি তখন অবশ্যই এটা সম্পর্কে বুঝতে পারি যে ডাক্তার সঠিক চিকিৎসা দিয়েছে। এছাড়াও অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত সিউডোমেমব্রেনাস কোলাইটিস সমস্যার সমাধানের জন্য এই ঔষধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ। এই বিষয়গুলো যদি আমরা এখানে উল্লেখ না করতাম তাহলে হয়তো আপনারা কখনোই জানতেন না আপনারা শুধু জানতেন মেট্রোনিডাজল ঔষধ পেট খারাপ হলে ব্যবহার করতে হয়। চলুন এই ওষুধের সঠিক ব্যবহার সম্পর্কে অবগত হয়।
Filmet syrup ব্যবহারের নিয়ম ও মাত্রা
যদি ব্যবহারের কথা বলা হয় তাহলে সিরাপ শুধুমাত্র যে বাচ্চাদের খেতে ব্যবহার করতে হবে এমন না এর পাশাপাশি বয়স্কদের ক্ষেত্রেও এই সিরাপ ব্যবহার করা যেতে পারে। এনারবিক ইনফেকশন এর ক্ষেত্রে বাচ্চা যারা আছে তাদের বয়স যদি ১ থেকে ১০ বছরের মধ্যে হয় তাহলে 7.5 মিলিগ্রাম প্রতি কেজিতে তিনবার খাওয়াতে হবে।
এছাড়াও সার্জারির ২৪ ঘন্টা পরবে ৪০০ মিলিগ্রাম করে দিনে তিনবার এবং চিকিৎসা সময়কাল থাকবে সাত দিন প্রাপ্তবয়স্ক ও 10 বছরের উপরে বাচ্চাদের জন্য।
এনারবিক ইনফেকশন প্রাপ্তবয়স্ক বা ১০ বছর ওপরে শিশুদের জন্য প্রারম্ভিক অবস্থায় ৮০০ মিলিগ্রাম এবং পরবর্তীতে 400 মিলিগ্রাম করে তিনবার। এই চিকিৎসার সময়কাল থাকতে পারে সর্বোচ্চ সাত দিন।
তীব্র দাঁতের সংক্রমণের ক্ষেত্রে যাদের প্রাপ্তবয়স্ক হয়েছে এবং যাদের বয়স দশ বছরের ওপরে আছে ২০০ মিলিগ্রাম করে তিনবার চিকিৎসার সময়কাল সর্বোচ্চ তিন থেকে সাত দিন।
Filmet syrup দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া
পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে হয় তাহলে অবশ্যই অতিরিক্ত ওষুধ সেবনের ফলে যে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। চিকিৎসা সময় চলমান অবস্থায় ধাতব স্বাদ অনুভূত হতে পারে। অনেকের ক্ষেত্রে শরীরে বিভিন্ন ধরনের চুলকানির সৃষ্টি হতে পারে। ৬০ এমএল এর বোতলের দাম ৩৫ টাকা এবং ১০০ এম এল এর বোতলের দাম ৪৫ টাকা।