আজকে আমরা এমন একটি ট্যাবলেট নিয়ে কথা বলব যে ট্যাবলেটের কথা হয়তো আপনারা আগে শুনেছেন। এটা এতটাই কার্যকরী ঔষধ যে মানব সেবায় প্রতিনিয়ত এই ট্যাবলেট ব্যবহার করা হয়। Furocef 500 ট্যাবলেট এর মূল উপাদান হচ্ছে সেরক্সিম এক্সেটিল। রেনেটা লিমিটেড Furocef 500 ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। আমরা আজকের এই আর্টিকেল থেকে জানার চেষ্টা করব একটি ট্যাবলেট সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্য যা আমাদের ভবিষ্যতে অবশ্যই কাজে আসবে।
আমরা প্রতিনিয়ত অনলাইনের মাধ্যমে কতই না সময় নষ্ট করি কিন্তু আমরা একটু গভীরভাবে চিন্তা করি না এই সময় যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে সেটা আমাদের জন্য কতটা ভালো। আজকের সময়টুকু অবশ্যই আপনাদের কাজে লাগবে তার কারণ হচ্ছে বর্তমান যুগে অসুস্থ হওয়ার প্রবণতা আগের থেকে অনেক বেশি তাই আমাদের যদি ঔষধ সম্পর্কে জ্ঞান থাকে তাহলে নিজের অথবা নিজের পরিবারের কাজে অবশ্যই আমরা এই জ্ঞান লাগাতে পারব। তাহলে চলুন ছোট্ট আর্টিকেল থেকে অনেক কিছু জানা যাক।
Furocef 500 কি কাজ করে
কাজের কথা যদি বলতে হয় এক কথায় উত্তর দিতে পারি এবং সেটা হচ্ছে সংবেদনশীল ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট মানব শরীরের সকল ধরনের সংক্রমণ চিকিৎসায় ব্যবহার করা হয় Furocef 500 ট্যাবলেট। উত্তরটি অনেকের কাছেই বোধগম্য হবে এবং অনেকেই এই উত্তর আবার বুঝতে পারবেন না তাই সহজে কিছু রোগের কথা উল্লেখ করব যেগুলো আপনারা চেনেন এর বাইরে ও প্রায় ১০০ রোগের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে অত্যন্ত গুরুত্বপূর্ণ Furocef 500 ট্যাবলেট। মূলত টনসিলাইটিস এবং ফ্যারেনজাইটিস আমাদের গলার বা উচ্চ শ্বাসনালীর এক ধরনের সমস্যা এবং এখানে যদি এই ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই এই ঔষধ ব্যবহার করবেন একজন চিকিৎসক ডাক্তারের জন্য। শ্বাসতন্ত্রের নিম্নাংশের বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধে এই ঔষধ ব্যবহার করা হয় তার মধ্যে রয়েছে নিউমোনিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইনফ্লুয়েন্সি ইত্যাদি।
ব্রংকাইটিস রোগ অনেকের কাছে অপরিচিত আবার অনেকের কাছে অত্যন্ত পরিচিত এই ব্রংকাইটিস রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য এবং ব্রংকাইটিস রোগের ব্যাকটেরিয়ার সংক্রমণ নির্মূলের জন্য ব্যবহার করা হয় Furocef 500 ট্যাবলেট। অস্থি এবং অস্থিসন্ধের বিভিন্ন ধরনের সংক্রমণ নিরাময়ের জন্য এই ঔষধ ব্যবহার করা হয়। মানব শরীরে হওয়ার রোগ গুলোর মধ্যে এই রোগ গুলো অত্যন্ত জটিল তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সতর্কতার সঙ্গে চিকিৎসা সেবা গ্রহণ করার অনুরোধ থাকছে। যদিও এই রোগের খারাপ দিকগুলো বাইরে থেকে বোঝা যায় না তাই অবশ্যই অনুরোধ থাকছে দেরি না করে সঠিক চিকিৎসকের কাছে সঠিক সময়ে চলে যান চিকিৎসা নেওয়ার জন্য।
Furocef 500 ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম
আজকে যারা আমাদের এই আর্টিকেল পড়বেন তারা শিখে নিতে পারবেন Furocef 500 ট্যাবলেট খাবার সঠিক নিয়ম যা আপনাকে অনেক কিছু করতে সাহায্য করবে। মূলত ফ্যারেনজাইটিস এবং টনসিলাইটিস এই ধরনের রোগীদের ক্ষেত্রে ২৫০ মিলিগ্রাম দিনে দুইবার সময়সীমা হতে পারে ৫ থেকে ১০ দিন। ক্রনিক ব্রংকাইটিস এই রোগের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য ২৫০ মিলিগ্রাম থেকে ৫০০ মিলিগ্রাম দিনে দুইবার রোগীদের শারীরিক পরিস্থিতির ওপর সময়সীমা দশ দিন পর্যন্ত হতে পারে। মূত্রনালীর অযটের সংক্রমণ নিরাময়ের জন্য ২৫০ মিলিগ্রাম করে দিনে দুইবার সময়সীমা হতে পারে সাত থেকে দশ দিন। এইভাবে বিভিন্ন রোগের ক্ষেত্রে প্রায় একই মাত্রা নির্ধারণ করা হয়েছে তবে কিছু কিছু ক্ষেত্রে সর্বোচ্চ মাত্রা দিনে ১০০০ মিলিগ্রাম হতে পারে।
Furocef 500 ট্যাবলেট এর দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া
আমরা এই ট্যাবলেট এর পার্শ্বপ্রতিক্রিয়া খোজার চেষ্টা করেছি এবং সে পার্শ্ব প্রতিক্রিয়ার গুলোর মধ্যে খুবই সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া পাওয়া গেছে যেমন পেটের বিভিন্ন ধরনের সমস্যা এবং ত্বকে এলার্জি করিয়াকশন। রেনেটা লিমিটেড এর Furocef 500 ট্যাবলেট এর বর্তমান দাম হচ্ছে ৪৫.১৭ টাকা।