একটি ঔষধ সম্পর্কে যখন নতুন নতুন জ্ঞান আহরণ করতে পারে তখন অনেক ভালো লাগে। আজকে lasix 40mg ট্যাবলেট সম্পর্কে আমার পূর্বের কোন ধারণা ছিল না কিন্তু শুধুমাত্র আপনাদের জানানোর লক্ষ্যই আমি এই ট্যাবলেট সম্পর্কে অনেক জ্ঞান সংগ্রহ করার চেষ্টা করেছি। এতে করে আমি যেমন উপকৃত হয়েছি তেমন আপনাদেরও উপকৃত করার চেষ্টা করছি। সাইনোভিয়া ফার্মা পি এল সি এর তৈরি করা lasix 40mg ট্যাবলেট এর মূল উপাদান হচ্ছে ফিউরোসেমাইড।
এই ঔষধ মূলত কি কাজ করে অথবা কোন কোন রোগের উপসর্গ রোগীর শরীরে থাকলে ডাক্তারেরা এই ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবেন সে সম্পর্কে জানার আগ্রহ সকলেরই রয়েছে। এর থার্মোকলজি থেকে আমরা জানতে পেরেছি সাধারণত একটি মনসল্পোনাইল ডায়োরেটিক ঔষধ হচ্ছে এটা। এটি একটি কার্যকরী ডায়াবেটিক যা কম গ্লোমেরুরাল ফিলট্রেশন রেট এর ক্ষেত্রে কার্যকরী। চলুন সকলে মিলে জানার চেষ্টা করি এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ।
lasix 40mg কি কাজ করে
দীর্ঘমেয়াদী হৃদযন্ত্রের অকার্যকারিতায় এই ঔষধ ব্যবহার করা হয়। সাধারণত এই রোগে যারা আক্রান্ত হন তাদের অনেক কষ্ট হয় এবং দীর্ঘদিন ধরে এ রোগে আক্রান্ত থাকা অবস্থায় শরীরে বিভিন্ন স্থানে পানি জ্বলতে পারে। এই রোগের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে lasix 40mg ঔষধ। এছাড়াও তীব্র কংজেকটিভ কার্ডিয়াক ফেইলর অর্থাৎ ঠিক একই রোগ রেড যন্ত্রের কার্যকারিতার কারণে শরীরে পানি জমা হলে এটা অবশ্যই ব্যবহার করতে হবে।
দীর্ঘমেয়াদি কিডনি রোগের কারণে যে ধরনের রোগীদের শরীরের বিভিন্ন অংশে পানি জমা দেখা দেয় তাদের চিকিৎসার জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করা হয় এই ট্যাবলেট। অনেকের ক্ষেত্রে তীব্র কিডনি ফেইলর অর্থাৎ কিডনিতে বিভিন্ন ধরনের সমস্যা হলে অথবা গর্ভ অবস্থায় বা শরীর পুড়ে যাওয়ার কারণে হতে পারে এই ধরনের কারণে শরীরে পানি জমা হলে এই ঔষধ ব্যবহার করা হয়।
এছাড়া আমরা যতটুকু জানতে পেরেছি উচ্চ রক্তচাপ জনিত সংকটে সহায়ক চিকিৎসা হিসাবে এটা ব্যবহার করা হয়। এছাড়াও যকৃতের রোগের ফলে শরীরে পানি জমা হলে। সহজ ভাষায় বলতে চাই সাধারণত বিভিন্ন রোগের কারণে শরীরের বিভিন্ন অংশে যদি পানি জমা হয় তাহলে এই ঔষধ অত্যন্ত কার্যকরী ভাবে আপনি ব্যবহার করতে পারেন। তবে যেহেতু জটিল রোগের জন্য এটা ব্যবহার করা হয় সেহেতু অবশ্যই খেয়াল রাখতে হবে যেন কোনভাবেই এই ঔষধের মাধ্যমে ভুল চিকিৎসা না হয়। বলছি কিসের কারণে যে কোন ধরনের সাংঘাতিক সমস্যা তৈরি হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।
lasix 40mg খাওয়ার সঠিক নিয়ম
এই ঔষধ খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বলতে গেলে অনেক লিখতে হবে তবে আমরা চেষ্টা করব আপনাদের সহজে বিষয়টি বুঝিয়ে দিতে। প্রাপ্ত বয়স্ক রোগীদের ক্ষেত্রে এই ঔষধ ব্যবহারের জন্য দৈনিক মাত্রা হতে পারে 40 মিলিগ্রাম। আস্তে আস্তে পরবর্তীতে কমিয়ে 20 মিলিগ্রাম পর্যন্ত আনা যেতে পারে। কিছু কিছু রোগের ক্ষেত্রে প্রতিদিন ৮০ মিলিগ্রাম ব্যবহার করা যেতে পারে সর্বোচ্চ ১২০ মিলিগ্রাম পর্যন্ত তবে এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী করতে হবে।
শিশু ও নবজাতকের ক্ষেত্রে অবশ্যই শারীরিক ওজন এবং শারীরিক সক্ষমতার উপর নির্ভর করে ওষুধের মাত্রা নির্ধারণ করতে হয় তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া এখানে এই বিষয়ে কোনো পরামর্শ আমরা দিতে পারছি না। উচ্চ রক্তচাপের সহযোগী চিকিৎসার ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা হতে পারে ৮০ মিলিগ্রাম প্রতিদিন বিভক্ত মাত্রায়। এখানেও বয়স বৃদ্ধ মানুষের জন্য যে মাত্রা নির্ধারণ করা হবে সেটা তার শারীরিক পরিস্থিতির উপর নির্ভর করে নির্ধারণ করতে হবে।
lasix 40mg দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া
পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ইউরিক এসিডের নিঃসরণের বাধা এবং তীব্র গেটে বাতের সৃষ্টি করে। সাইনোভিয়া ফার্মা পি এল সি এর lasix 40mg ট্যাবলেটের বর্তমানে দাম শুধুমাত্র ১ টাকা।