সাধারণত মেরুদন্ডী প্রাণীদের দেহে যকৃত থাকে। আমরা মানুষ মেরুদন্ডী প্রাণী তাই অবশ্যই আমাদের শরীরেও এই যোগকৃত আছে যেটাকে আমরা লিভার বলে থাকি। কিন্তু এই লিভার সাধারণত আমাদের শরীরের অভ্যন্তরে থাকে তাই আমরা এটাকে সরাসরি দেখতে পাই না। আবে কৌতুহলবশত যদি কেউ জানতে চায় মানুষের লিভার কেমন হয় তাহলে কোন উদাহরণের মাধ্যমে আপনি সেটা বোঝাতে পারবেন। মনে করুন আপনার সন্তান আপনার কাছে জানতে চাইছে মানুষের লিভার দেখে কেমন হয় তাহলে সেই প্রশ্নের উত্তরে আপনি তাকে সরাসরি কোন জিনিসের মাধ্যমে বোঝাতে পারবেন।
অন্যান্য মেরুদন্ডী বানিয়ে দেওয়া এই যকৃত আছে যেটাকে আমরা সচরাচর আঞ্চলিক ভাষায় কলিজা বলে থাকে। মনে করুন গরুর কলিজা যেটা খেতে অত্যন্ত সুস্বাদু সেই কলিজাই সাধারণত একটি লিভার এখন যদি আপনার ছেলে আপনাকে জিজ্ঞাসা করে তাহলে আপনি গরু বা খাসির কলিজার মাধ্যমে তাকে উদাহরণ দিতে পারেন। তবে অবশ্যই মানুষের কলিজার আকৃতি বা লিভারের আকৃতি সেটা থেকে একবারে ব্যাতিক্রম এবং সেটা আলাদা। আমরা শুধু উদাহরণ হিসেবে আপনাদের সামনে এই জিনিসটা তুলে ধরলাম আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন।
মানুষের লিভারের ছবি
আমাদের লিভার আমাদের শরীরের কোন স্থানে অবস্থান করে সেটা আমরা বাইরে থেকে কিছুই বুঝতে পারি না যদি আমরা একটি উদাহরণের মাধ্যমে সেই জিনিসটা কাউকে বোঝায় তাহলে অবশ্যই সে বুঝবে। আজকে আমরা আপনাদের জন্য কিছু অ্যানিমেশন ছবি নিয়ে এসেছি যে ছবিগুলো দেখার পরে আপনারা মানুষের শরীরে অভ্যন্তরে যে অঙ্গগুলো রয়েছে সেই অঙ্গগুলো সম্পর্কে ভালো একটি ধারণা পাবেন।
বিশেষ করে যারা মেডিকেল বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন তাদের এই বিষয়গুলো জানা অত্যন্ত জরুরী ব্যাপার এবং মানুষের লিভারের অবস্থান কোথায় এবং সেটা কেমন অবস্থানে থাকে তার আকৃতি কেমন সে সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনারা আমাদের এই ছবিগুলো সংগ্রহ করুন। এই ছবিগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন www.google.com এই লিখবে আবার করে। অবশ্যই এই ছবিগুলো আপনাদের জন্য উপকারী হবে।
মানুষের কলিজার ছবি
সাধারণত লিভার আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ কিন্তু সেই লিভার আমাদের শরীরে কোথায় থাকে সেটা জানার কৌতূহল অনেকের থাকে। অনেকের প্রশ্ন করে থাকেন মানুষের লিভার আর কলিজা এক কিনা। সাধারণত কলিজা শব্দটা আমরা ব্যবহার করে থাকি আমাদের গৃহপালিত পশু পাখিদের ক্ষেত্রে অর্থাৎ এই মেরুদন্ডী প্রাণীদের যে লিভার আছে সেটা অত্যন্ত সুস্বাদু একটি খাবার এবং সেটাকে আমরা কলিজা বলে থাকি আমাদের সুবিধার জন্য।
তবে পশু পাখির যে কলিজা আর মানুষের যে লিভার সেটা একই অঙ্গ তবে আপনি যদি মানুষের কলিজা বলেন তাহলে সেটা জিনিসটা হয়তো ভালো দেখাবে না। তাই আমরা চেষ্টা করব আমাদের অঙ্গে কে লিভার বা যকৃত নামে ডাকতে এবং পশু পাখির যে লিভার আছে সেটাকে চাইলে আমরা কলিজা বলে রাখতে পারি।
লিভারের বিভিন্ন সমস্যা
এবারের সমস্যা সমাধানের জন্য অবশ্যই আমাদের সবার প্রথমে লিভারের সমস্যা সম্পর্কে ধারণা নিতে হবে। যদি আপনি মনে করেন লিভারের সমস্যা না হয় তাহলে সেটা ভুল আবার লিভারের সমস্যা না হওয়ার ফলেও যদি আপনি মনে করেন লিভারের সমস্যা হয়েছে সেটাও ভুল। লিভারের যদি কোন সমস্যা হয় তাহলে স্বাভাবিকভাবে সেটা আপনার পাঁচজন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করবে যার কারণে বদ হজম এবং পায়খানার বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে।
এছাড়াও লিভারের সমস্যা থাকলে অনেকের খেতে বমি বমি ভাব বা খাওয়ার হজম হওয়া অথবা খেতে কষ্ট হওয়ার মতন সমস্যা দেখা দিতে। যেকোনো ধরনের সমস্যা আমাদের শরীরে আসলে প্রাথমিক অবস্থাতে যদি আমরা সেটা বুঝতে পারি তাহলে সেই চিকিৎসা ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পুরোপুরি সুস্থ হওয়া যায়। কিন্তু আমরা এতটাই ব্যস্ত থাকি যে আমাদের শরীরের প্রতি খেয়াল রাখার সময় আমাদের নেই।