নখের রোগ ও চিকিৎসা

অনেকের ক্ষেত্রে নখের রোগ অত্যন্ত জটিল সমস্যা তৈরি করে। স্বাভাবিকভাবে যাদের এই সমস্যা একবার শুরু হয় তাদের প্রায়ই এই ধরনের সমস্যা দেখা দেয়। একজন মানুষের শরীরে নখের কোন কোন রোগ হতে পারে এবং সেগুলো প্রতিকার করার জন্য কি করা উচিত সে সম্পর্কে আজকের আর্টিকেল থেকে আপনাদের সঙ্গে আলোচনা করা হবে। আপনারা যারা নখের বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে জানতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের এই আর্টিকেল থেকে নখের বিভিন্ন ধরনের রোগ সম্পর্কে অবগত হতে পারবেন ছবি সহকারে। আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন।

নখের ফাঙ্গাল ইনফেকশন

নখের সব থেকে বড় সমস্যা হচ্ছে কুনির সমস্যা। সাধারণত নখের কোনার দিকে বিভিন্ন ধরনের ইনফেকশনের কারণে সাধারণত এই সমস্যা হয়। কি সমস্যা হওয়ার কারণে সেই স্থানে লাল হয়ে যেতে পারে এবং পুজ অথবা তরল পদার্থ জমে ফুলে উঠতে পারে। অনেক সময় দেখা যায় যে সেখান থেকে রক্তপাত হতে পারে অথবা সাদা ও হলুদ জনের পুঁজ বের হয়ে আসতে পারে। এগুলো হচ্ছে এক ধরনের সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করতে হবে সব সময় যেন নখ শুকনো রাখা যায় এবং প্রয়োজন হলে হালকা কুসুম লবণ পানিতে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখতে হবে। যারা নিয়মিত জুতা পড়েন তারা অবশ্যই ঢিলেঢালা জুতা পড়বেন। ব্যথার জন্য প্যারাসিটামল ও আই প্রোফেন খাওয়া যেতে পারে। এরপরও যদি সমস্যা সমাধান না হয় চিকিৎসকের কাছে যেতে হবে।অনেকের ক্ষেত্রে ফেক আসে নখ একটি জটিল সমস্যা। আমরা যদি নিজেদের হাত এবং পায়ের নখের দিকে খেয়াল করি তাহলে দেখব এই নখের রং হালকা গোলাপী কালারের হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকের নখের রং একেবারেই ফ্যাকাসে হয়। দেখে মনে হয় পুরাতন প্লাস্টিকের মাধ্যমে এই নখ তৈরি করা হয়েছে। এ ধরনের সমস্যা দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি ব্যাপার তার কারণ হচ্ছে এটা হচ্ছে অপুষ্টি ও লিভার রোগের লক্ষণ তাই আপনাকে এর জন্য ভালো মানের চিকিৎসা করাতে হবে।

নখ হলুদ হয়ে যাওয়া অন্যতম একটি সমস্যা। সাধারণত নখের ফাঙ্গাল ইনফেকশন বা ছত্রাকের আক্রমণের কারণে মূলত নখ হলুদ হয়ে যায় এবং নখের কোনা হলুদ হওয়া থেকে শুরু হয় প্রথমে এর প্রবণতা। এমতাবস্থায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ফাংগাল ইনফেকশন দূর করার জন্য ঔষধ ব্যবহার করতে হবে।নখের সমস্যার মধ্যে আরেকটি বড় সমস্যা হচ্ছে নখের আশেপাশে মাংস লাল হয়ে ফুলে যাওয়া। সাধারণত নখের আশেপাশের চামড়া ইনফেকশন হলে এমনটা হতে পারে এবং ঘন ঘন সাবান পানির কাজ করলে মূলত এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। যখন এই ধরনের সমস্যা দেখা দেবে তখন অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যারা সাধারণত অতিরিক্ত ডিটারজেন্ট এবং সাবান ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই সমস্যা দীর্ঘদিন থাকতে পারে তাই চেষ্টা করতে হবে এই ব্যবহারগুলো কমিয়ে আনতে।

নখের সামনের দিকে ভেঙে যাওয়ার রোগ অনেক বড় সমস্যা নির্দেশ করে। সাধারণত যাদের থাইরয়েডের সমস্যা আছে অথবা যাদের রক্তশূন্যতার সমস্যা আছে তারা বিভিন্ন সময় কোন ধরনের আঘাত ছাড়াই নখ ফেটে যাওয়ার এই প্রবণতা দেখতে পারেন। এ সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের কাছে গিয়ে সঠিক কোন কারণে সমস্যা তৈরি হয়েছে সেগুলো যারা জরুরি ব্যাপার।

নখের রোগের চিকিৎসা

নখের চিকিৎসায় বর্তমানে অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি বের হয়েছে। সাধারণত যারা নখের বিভিন্ন ধরনের সমস্যায় কষ্ট করছেন তারা এই ধরনের অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা নিতে পারেন। আমাদের ক্ষেত্রে সব থেকে বেশি সমস্যা হয় অবহেলার কারণে অর্থাৎ আমরা এই সমস্যাগুলোকে একেবারে অবহেলা করি যখন বড় ধরনের কোন সমস্যা হয় তখনই কেবলমাত্র চিকিৎসকের কাছে যায় যার কারণে সঠিক চিকিৎসা পেতে ভুল হয়।