সাধারণত নিয়মিত ওষুধ সেবনের ক্ষেত্রে একটা বিষয় আমাদের সবসময় মাথায় আনতে হয় ওষুধ সম্পর্কে খুঁটিনাটি অনেক তথ্য। একজন রোগী একটি ওষুধ দীর্ঘদিন ধরে কেন খাবেন এবং সেই ওষুধের কি উপকারিতা তিনি পাবেন সে সম্পর্কে জ্ঞান রাখার প্রয়োজন রয়েছে। এছাড়াও ঔষধ খাওয়া সঠিক হচ্ছে কিনা সে সম্পর্কেও জানতে হবে এতে করে সে সঠিক সতর্কতা অবলম্বন করবে এবং আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হবে। আজকে আমরা কথা বলতে এসেছি রেনেটা লিমিটেডের মন্টিলুকাস্ট সোডিয়াম ট্যাবলেট নিয়ে।
রেনাটা লিমিটেডের Odmon 10 ট্যাবলেট তৈরিতে ব্যবহার করা হয়েছে মন্টিলুকাস্ট সোডিয়াম। শুধুমাত্র ১০ মিলিগ্রামের ট্যাবলেট বাজারে পাওয়া যাচ্ছে এটা ভুল ধারণা এর পাশাপাশি চার মিলিগ্রাম এর ট্যাবলেট এবং পাঁচ মিলিগ্রাম এর ট্যাবলেটও বাজারে পাওয়া যাচ্ছে। আজকে আমরা যে মূল বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রেনেটা লিমিটেড এর Odmon 10 ট্যাবলেট সাধারণত কেন চিকিৎসকেরা রোগীদের খেতে বলবেন সেই সম্পর্কে। কোন কোন সমস্যা হলে এই ট্যাবলেট খাওয়া যাবে এবং কেন এটা আপনার খাওয়া যাবে না ট্যাবলেটের উপকারিতা এবং অপকারিতা এই সকল কিছুই আলোচনা করা হবে আমাদের এই আর্টিকেলে।
Odmon 10 ট্যাবলেট কি কাজ করে
সাধারণত প্রত্যেকটি ট্যাবলেটের আলাদা আলাদা গুণ রয়েছে আজকের এই মন্টিলুকাস্ট সোডিয়াম উপাদানের মাধ্যমে তৈরি করা ট্যাবলেট সবার প্রথমে ব্যবহার করা হয় এজমার আক্রমণ প্রতিরোধে এবং অ্যাজমার ক্রনিক চিকিৎসায়। যাদের বাড়িতে অ্যাজমার রোগী আছে তারাই কেবল বলতে পারবেন সেই রোগীর কতটা কষ্ট হয়। আর এখানে উপস্থিত অ্যাজমার রোগী যদি কেউ থাকেন তাহলে তারা নিজের মুখে বলতে পারেন তার কষ্টের কথা এটা অত্যন্ত কষ্টদায়ক একটি সমস্যা। এই সমস্যায় অবশ্যই দীর্ঘদিন চিকিৎসা করতে হয় এবং দীর্ঘদিন চিকিৎসার মধ্যেও রয়েছে কিছু তফাৎ। দীর্ঘদিন চিকিৎসার জন্য ব্যবহার করা হয় Odmon 10 ট্যাবলেট।
ব্যাম জনিত শ্বাসনালী সংকোচন ও প্রতিরোধ চিকিৎসায় ব্যবহার করা হয় Odmon 10 ট্যাবলেট। এলার্জিক রায়ানাইটিস উপসর্গ যদি কোন রোগের শরীরে দেখা দেয় তাহলে অবশ্যই তাকে চিকিৎসা গ্রহণ করতে হবে তার কারণ হচ্ছে এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পায়। এগুলো অত্যন্ত বিরক্তিকর একটি সমস্যা গুরুতর সমস্যা না হলেও এই এলার্জিক রাইনাইটিস আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে গুরুতর রোগে রূপান্তর হতে পারে। যদি এমন কোন রোগই চিকিৎসকরা পান তাহলে এলার্জি রাইনাইটিসের চিকিৎসায় Odmon 10 ঔষধ নির্দেশিত। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে এটা নিশ্চিত হতে হবে কোন রোগে আপনি আক্রান্ত হয়েছেন তারপরেই তার পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের ঔষধ খেতে হবে এটাই মূলত সঠিক রাস্তা।
Odmon 10 ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম
মন্টিলুকাস্ট সোডিয়াম অনেকের কাছে অত্যন্ত পরিচিত ঔষধ অনেকেই নিয়মিত এই ঔষধ সেবন করেন। এই ঔষধ সেবনের সাধারণত কি নিয়ম আছে এবং একজন রোগী কতটুকু ঔষধ খেতে পারবেন তার সঠিক তথ্য আমাদের কাছে রয়েছে আশা করছি আপনারা আমাদের সঙ্গে থেকে সেই তথ্য জানতে পারবেন। প্রাপ্তবয়স্ক ও কিশোর কিশোরীদের হাঁপানি ও মৌসুমি এলার্জি রায়নাইটিস রয়েছে এমন কোন রোগীদের ক্ষেত্রে মন্টিলুকাস্ট সোডিয়াম ১০ মিলিগ্রাম ট্যাবলেট প্রতিদিন একবার করে খেতে হবে। কথা প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে প্রতিদিন একটি করে Odmon 10 ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এর পাশাপাশি শিশুদের ক্ষেত্রেও এই চিকিৎসা ব্যবহার করা হয় তবে শিশুদের জন্য সবথেকে ভালো উপায় হচ্ছে উপস্থিত চিকিৎসকের মাধ্যমে মাত্রা নির্ধারণ করে নেওয়া।
Odmon 10 ট্যাবলেট এর দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া
বিভিন্ন ধরনের ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বিভিন্ন ধরনের তবে যে এই ওষুধ খাবে তাকে এই বিষয়গুলো বুঝতে হবে তার শরীরের পরিবর্তনের বিষয়টি। সাধারণত ডায়রিয়া অথবা পরিবার তন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া হিসাবে ঊর্ধ্ব-শাসতন্ত্রের সংক্রমণ অথবা মাথা ব্যথা হতে পারে। গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে এমন একটি পরিস্থিতিতে রোগী আত্মহত্যার প্রবণতা হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ নিন যে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়ায়।