Provair 10 এর কাজ কি

সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব এই ওষুধের সঠিক পরিচিতি সম্পর্কে। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিটিক্যালস লিমিটেডের এই পণ্যটি কিভাবে মানব শরীরে কার্যকরী ভূমিকা রাখবে সে সম্পর্কে জানার চেষ্টা করব। সাধারণত এই ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়েছে মন্টিলুকাস্ট সোডিয়াম। এই মন্টিলুকাস্ট সোডিয়াম আপনি কিভাবে ব্যবহার করতে পারেন এবং কোন কোন রোগের বিরুদ্ধে এই ওষুধটি কার্যকরী ভূমিকা পালন করে সে সম্পর্কে জানতে হলে আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকতে হবে।

অন্যান্য কোম্পানির মতো এই কোম্পানির ঔষধের বেশ কয়েক ধরনের বাজারে পাওয়া যাচ্ছে তার মধ্যে চার মিলিগ্রাম এবং পাঁচ মিলিগ্রামের ট্যাবলেট অন্যতম। এছাড়াও বাচ্চাদের খাওয়ানোর জন্য সিরাপ ফরম্যাট পাওয়া যাবে এবং এর পাশাপাশি পাউডার ফরমেট পাওয়া যাবে। তাহলে চলুন জানার চেষ্টা করি এই ট্যাবলেটের দিকনির্দেশনা এবং এর পাশাপাশি সঠিক সেবন মাত্রা।

Provair 10 কি কাজ করে

যদি দিকনির্দেশনা সম্পর্কে বলতে চাই তাহলে মন্টিলুকাস্ট মুখে সেবনযোগ্য একটি এমন ঔষধ যেটা এজমার আক্রমণ প্রতিরোধে এবং এজমার ক্রনিক চিকিৎসায় ব্যবহার করা হয়। ডাক্তারের কাছে যখন রোগীরা যায় তখন সবার প্রথমে ডাক্তারেরা চেষ্টা করে সেই রোগীর সঠিক রোগ নির্ণয় করতে। সঠিক রোগ নির্ণয় সম্পন্ন হলে অবশ্যই ডাক্তাররা চেষ্টা করে সেই রোগ অনুযায়ী চিকিৎসা দিতে। শরীরে যদি এজমার আক্রমণের কোন উপসর্গ লক্ষ্য পাওয়া যায় বা অ্যাজমার ক্রনিক চিকিৎসা প্রয়োজন আছে এমন মনে হয় তাহলে অবশ্যই Provair 10 ট্যাবলেট খাওয়ার অনুমতি দিতে পারেন।

এ ছাড়াও ব্যায়াম জনিত শ্বাসনালী সংকোচন ও প্রতিরোধে এই ঔষধ অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এলার্জিক রাইনাইটিস এর উপসর্গ নিরাময় এই ঔষধ ব্যবহার করা হয়। এলার্জি প্রাইমাইটিস এর মধ্যে কিছু রয়েছে মৌসুমী এলার্জির রাইনাইটিস এবং কিছু রয়েছে পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস। সবমিলে আপনারা যখন এই ধরনের সমস্যা ফেস করবেন তখন অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ঔষধ খাওয়ার চেষ্টা করবেন। সঠিক পরিমাণে ওষুধ খাওয়ার জন্য অবশ্যই আমাদের পরবর্তী অংশটুকু লক্ষ্য করুন।

Provair 10 খাওয়ার সঠিক নিয়ম ও মাত্রা

বিভিন্ন রোগের ক্ষেত্রে এই ঔষধের ব্যবহার বিভিন্নভাবে দেখা যায় আমরা যতটুকু জানতে পেরেছি প্রাপ্তবয়স্ক শিশু কিশোরদের জন্য হাঁপানি বা মৌসুমী এলার্জিক রেনাইটিসের ক্ষেত্রে Provair 10 মিলিগ্রাম প্রতিদিন একবার ব্যবহার করতে হবে। আশা করছি এখানে এই ওষুধের সঠিক ব্যবহার সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে। যদি একই ধরনের রোগের জন্য শিশুদের ক্ষেত্রে এই ঔষধ ব্যবহার করা হয় তাহলে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে।

৬ থেকে ১৪ বছরের শিশুদের জন্য পাঁচ মিলিগ্রাম এবং দুই থেকে চার বছরে শিশুদের জন্য চার মিলিগ্রাম ঔষধ ব্যবহার করা যাবে। যাদের বয়স আরোই কম অর্থাৎ ৬ মাস থেকে দুই বছরের মধ্যে তাদের জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে এছাড়াও আরো অন্যান্য বিভিন্ন ধরনের চিকিৎসায় দিনে সর্বোচ্চ ১০ মিলিগ্রাম পর্যন্ত নিয়মিত Provair 10 ঔষধ ব্যবহার করা যেতে পারে।

Provair 10 দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

দীর্ঘদিন আপনি এই ওষুধ ব্যবহার করতে পারেন তবে যখনই এই ওষুধের ওভার ডোজ আপনার শরীরে পড়বে তখনই বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমরা সকলেই অবগত আছি কিন্তু অস্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে স্নায়বিক যন্ত্রণা। এছাড়া অনেকের ক্ষেত্রে দুশ্চিন্তা অনেকের ক্ষেত্রে দুর্বলতা দেখা দিতে পারে।

এছাড়াও দেখা যায় যে হতাশা বা মাথা ঘোরা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া রক্তক্ষরণ বিরক্তিভাব এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এছাড়াও এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘুমের সমস্যা বা মাংসপেশির বেদনা অস্বাভাবিক অনুভূতি এই ধরনের সমস্যা তৈরি হতে পারে। বর্তমানে ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিটিক্যালস লিমিটেডের Provair 10 ট্যাবলেটের দাম ১৭.৫০ টাকা।