Serum IGE test কেন করা হয়

আপনারা সকলে অবগত আছেন যে বিভিন্ন ধরনের মেডিকেল বিষয়ক নানা তথ্য আমরা আমাদের এই ওয়েবসাইটে আপলোড করি। ছোটবেলা থেকেই চিকিৎসা খাতে নানা অনিয়ম চোখের সামনে দেখেছি যার কারণে নিজের প্রিয় জন এবং নিজের আত্মীয়-স্বজনের ওপর অনেক ভুল চিকিৎসা হতে আমি নিজেই দেখেছি। গ্রামের দিকে এমনিতে লোকজন কম বোঝে তারপর আবার ভুল চিকিৎসা হলে অনেকেই অনেক ধরনের ক্ষতি সম্মুখীন হতে পারেন। তবে মূল দোষ হচ্ছে জনসাধারণের তার কারণ হচ্ছে তারা সঠিক তথ্য না জেনেই অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে আর সেই জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মূলত আমরা এই কাজগুলো করে থাকি।

Serum IGE test সাধারণত মানব শরীরের এলার্জির পরিমাণ নির্ধারণের একটি টেস্ট। যারা বহুদিন ধরে এলার্জির সমস্যা নিয়ে কষ্ট করছেন এবং চিকিৎসকের কাছে যাওয়ার পরেও সাধারণ চিকিৎসায় তার কোন সমাধান খুঁজে পাচ্ছেন না তাদের জন্য উপযুক্ত পরীক্ষা হচ্ছে এই Serum IGE test । আপনি যদি সঠিক মাত্রায় এই টেস্ট করাতে পারেন তাহলে সেটা আপনার জন্য খুবই ভালো। আশা করছি আমাদের এই আর্টিকেল থেকে আপনারা এই বিষয়ে অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন যে তথ্যগুলো আপনাদের কাছে এতদিন অজানা ছিল।

Serum IGE test কিভাবে করে

এখানে এই টেস্ট করতে মূলত খুব বেশি কষ্ট আপনাকে করতে হবে না। অবশ্যই যিনি রোগী তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই টেস্ট করাবেন অন্যথায় এমন পরিস্থিতি হতে পারে যেখানে আপনার টেস্ট করানোর কোন প্রয়োজন নেই তারপরেও আপনি এটা করাচ্ছেন। ডাক্তারের পরামর্শ অনুযায়ী টেস্ট করানোর জন্য আপনাকে প্যাথলজিক্যাল ল্যাবে উপস্থিত হতে হবে। এবং ল্যাবে উপস্থিত থাকা কর্মীদের মাধ্যমে আপনি আপনার রক্তের স্যাম্পল তাদের দিতে পারেন এর মাধ্যমে তারা টেস্ট করিয়ে নেবেন। এখানে পূর্বে কোনো প্রস্তুতির প্রয়োজন নেই আপনি যে কোন সময় ব্লাড স্যাম্পল দিতে পারেন এবং স্যাম্পল দেওয়ার একদিন থেকে দুই দিনের মধ্যেই আপনাকে টেস্টার রিপোর্ট প্রদান করা হবে।

Serum IGE test কত টাকা খরচ

টাকা আমাদের কাছে অনেক বড় ব্যাপার মূলত আমরা টাকার জন্যই সবকিছু করি আবার সেই টাকা কামানোর জন্যই আবার টাকাকে নষ্ট করি। কিন্তু আমরা টাকা কামাতে গিয়ে শরীরের দিকে একটুও লক্ষ্য করি না যারা লক্ষ্য করেন তারা সচেতন নাগরিক। অনেকে জানতে চেয়েছেন এই টেস্ট করানোর ক্ষেত্রে খরচের ব্যাপারে। আপনাদের জানিয়ে রাখি ছোটখাটো জায়গাতে এই টেস্ট করানো হয় না এই টেস্ট করতে হলে আপনাকে বড় প্যাথলজিকাল ল্যাবে যেতে হবে। বেসরকারি প্যাথলজি গুলিতে এই টেস্ট করানোর খরচ হতে পারে ১৫০০ থেকে ১৮০০ টাকার মত। আশা করছি এই বিষয়ে বিস্তর তথ্য আপনারা জানতে পারলেন।

Serum IGE test এর মান বেশি হলে করণীয়

চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনারা যদি টেস্ট করানোর পরে ফলাফল অতিরিক্ত দেখেন তাহলে স্বাভাবিকভাবে অনেক চিন্তা হতে পারে। তবে আমি বলব চিন্তার কোন কারণ নেই এলার্জির কারণে অনেক কষ্ট হলেও এলার্জি নিরাময়ের বহু উপায় আছে। সবার প্রথমে চিকিৎসকের কাছে যেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে অবশ্যই তিনি রোগীদেরকে ঔষধ খেতে বলবেন। এর পাশাপাশি রোগীরা যেই কাজটা ভালোভাবে করতে পারে সেটা হচ্ছে কিছু অভ্যাসের পরিবর্তন যার মাধ্যমে প্রাকৃতিকভাবেই শরীরে এলার্জির পরিমাণ কমতে শুরু করে।

সবার প্রথমে একটি কাজ করা যায় সেটা হচ্ছে যে খাবারগুলো খেলে এলার্জি হয় রোগীকে সেই খাবারগুলো একেবারেই পরিহার করতে হবে। ধুলাবালি আছে এমন জায়গা পরিহার করতে হবে এবং চেষ্টা করতে হবে সব সময় ধুলাবালি মুক্ত পরিবেশে থাকতে। বাইরে যখন বের হবে তখন অবশ্যই রোগীকে মাছ ব্যবহার করতে হবে শরীরে এলার্জির পরিমাণ কমানোর জন্য। সব সময় সুতির কাপড় পড়ার চেষ্টা করতে হবে যদিও এটা একেবারে সম্ভব নয় তারপরেও আপনি যতটা ভালোভাবে এই কাজগুলো করতে পারবেন ততটাই প্রাকৃতিক নিয়মে আপনার শরীরে অ্যালার্জি কমতে থাকবে।