মলদ্বারে ক্যান্সার এর লক্ষণ

ক্যান্সার অত্যন্ত সাংঘাতিক একটি রোগ এবং এই ক্যান্সার আমাদের শরীরে যে কোন জায়গা বা যে কোন অঙ্গতে হতে পারে। এটা এতটাই সাংঘাতিক রোগ যে ভেতরে আস্তে আস্তে তার প্রভাব বিস্তার করতে থাকে কিন্তু বাইরে সেটা বোঝা যায় না। একটি গবেষণা থেকে দেখা গেছে যে পৃথিবীতে যে কয় ধরনের ক্যান্সার আছে তার প্রত্যেকটি ক্যান্সার ই যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে তাহলে বর্তমান চিকিৎসাতে ৯০% সুস্থ হওয়ার সম্ভাবনা আছে।

অত্যন্ত দুঃখজনক হলেও এটা সত্যি বিজ্ঞান এত উন্নত হওয়ার পরেও এখন পর্যন্ত ক্যান্সারের সরাসরি কোন ঔষধ আবিষ্কার করতে পারেনি। সাধারণত পায়ুপথে ক্যান্সার বা মলদ্বারে ক্যান্সার অত্যন্ত কষ্টদায়ক একটি অভিজ্ঞতা। এখান থেকে যারা বেঁচে ফিরে আসতে পেরেছেন তাদের সঙ্গে যদি কখনো আপনার আলোচনা হয় তাহলে দেখবেন তাদের কষ্টের গল্প কত বড়। যেই লক্ষণ গুলোর মাধ্যমে আপনি এই মলদ্বারের ক্যান্সার কে চিহ্নিত করতে পারবেন সেই লক্ষণগুলো সম্পর্কে এখন আমরা একটি দিকনির্দেশনা দেব আপনাদের।

মলদ্বারের ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এর মধ্যে একটি হচ্ছে মলদ্বার থেকে রক্তক্ষরণ। বিশেষ করে যখন পায়খানা হয় তখন পায়খানার সঙ্গে রক্ত বের হওয়া এবং প্রচন্ড পরিমাণে ব্যাথা ও যন্ত্রণা হওয়া মলদ্বারে ক্যান্সারের অন্যতম লক্ষণ। তবে এটা যদি আরো আগে থেকে বোঝা যায় অর্থাৎ যখন হালকা রক্ত বের হচ্ছে বা হালকা যন্ত্রণা হচ্ছে তখন বোঝা গেলে সব থেকে ভালো।

অনেক সময় মলদ্বার থেকে চুলকানি বা নিষ্কাশন হতে পারে এছাড়াও মলদ্বারের কাছে একটি পিত্ত বা ফলা অনুভূতি হতে পারে। অনেক রোগীর তলপেটে প্রচন্ড ব্যথা অনুভূত হতে পারে এই সমস্যার কারণে। এগুলো হচ্ছে প্রাথমিক লক্ষণ এর সঙ্গে আরও কিছু লক্ষণ আছে যেগুলো আমাদের একসঙ্গে চিহ্নিত করতে হবে তাহলে আমরা নিশ্চিতভাবে বলতে পারি সেটা মলদ্বারের ক্যান্সারের লক্ষণ।

যেমন মনে করুন মলদ্বারে ক্যান্সারের আরো কিছু লক্ষণের মধ্যে একটি লক্ষণ হচ্ছে রক্তশূন্যতা। এখানে রক্তশূন্যতা কেন হচ্ছে সেটা আমরা সকলে হয়তো আন্দাজ করতে পারছি তার কারণ হচ্ছে মলদ্বার দিয়ে এত পরিমানে তাজা রক্ত বের হয়ে যায় যে সেটা পূরণ করা সম্ভব হয় না বিশেষ করে এই অবস্থাতে রোগীর শারীরিক অবস্থা অত্যন্ত দুর্বল থাকে এবং রোগীর খাওয়ার প্রতি আগ্রহ কমে যায় যার কারণে রক্ত উৎপাদনও কমে যায়।

এই উপসর্গ গুলোর পাশাপাশি হঠাৎ করে রোগের ওজন কমে যাওয়া এবং চেহারা ফ্যাকাসে হয়ে যাওয়ার মতন সমস্যা অন্যতম উপসর্গ তাই এগুলোকে কখনোই আমরা অবহেলা করবো না এবং যখন সম্ভব হবে এগুলোর বিরুদ্ধে চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করব।

পায়ুপথে টিউমার এর লক্ষণ

পায়ুপথে টিউমার অর্থাৎ পাইলসের কথা বোঝানো হয়েছে পাইলসের বিভিন্ন ধরনের লক্ষণ এর মধ্যে একটি লক্ষণ হচ্ছে মলত্যাগের সময় রক্ত বের হওয়া। এছাড়াও প্রচন্ড জ্বালা এবং ব্যথা অনুভূত হতে পারে মলদ্বারে। যাদের এই সমস্যা অতিরিক্ত আছে তাদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে রক্ত পড়ার কারণে রক্তশূন্যতা দেখা দিতে পারে। এছাড়া মলদ্বারের আশেপাশে ফোলা ফোলা ভাব মলদ্বারের টিউমারের অন্যতম লক্ষণ। তাই আমরা যারা এই লক্ষণগুলো দেখতে পাব তারা অবশ্যই বাড়িতে বসে না থেকে চিকিৎসকের শরণাপন্ন হব বিভিন্ন ধরনের পরামর্শ নেওয়ার জন্য।

মলদ্বারে ব্যথা কিসের লক্ষণ

মলদ্বারের ব্যথা কিসের লক্ষণ এই প্রসঙ্গে আমরা বলতে পারি যে মলদ্বারের ব্যথা বিভিন্ন লক্ষণ বহন করে। সাধারণত এটা হতে পারে কোষ্ঠকাঠিন্যর কারণে। যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে তাদের জন্য মলদ্বারে ব্যথা হওয়া স্বাভাবিক ব্যাপার। তবে মলদ্বারে ব্যথা হওয়ার সাধারণ কারণ ব্যতীত কিছু গুরুত্বপূর্ণ কারণে হতে পারে যেমন মনে করুন পাইলস। অনেকের ক্ষেত্রে মলদ্বারে টিউমারের কারনেও মলদ্বারে ব্যথা হতে পারে এবং মলদ্বারে ব্যথা হওয়ার সর্বোচ্চ কারণ হতে পারে মলদ্বারের ক্যান্সার। সবমিলিয়ে যেকোনো ধরনের ব্যাথাকেই অবহেলা করা যাবে না আপনাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে।