Tinabil 20 এর কাজ কি টিলেট ২০ এম জি ট্যাবলেট

নাক দিয়ে পানি পড়া বা নাক বন্ধ হয়ে যাওয়া এবং হাঁচি হওয়া এই ধরনের প্রবণতা অত্যন্ত বিরক্তি করে একটি অভিজ্ঞতা। এটা কারো থেকে শুনে আমি বলছি না এই অভিজ্ঞতা আমার প্রায়ই হয় তার কারণ হচ্ছে আমার এই ধরনের সমস্যা আছে। আমার সিজনাল এলার্জিক রাইনাইটিস নয় আমার রয়েছে পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস। আজকে আমরা এমন একটি ট্যাবলেট নিয়ে কথা বলতে চলেছি যেটা ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেড বাজারজাতকরণ করছে।

ইনসেপ্টা ফার্মাসিটিক্যালস লিমিটেডের Tinabil 20 ট্যাবলেটের মূল উপাদান হচ্ছে বিলাস্টিন। সাধারণত কোন কোন রোগের উপসর্গের জন্য Tinabil 20 ট্যাবলেট নির্দেশিত করা হয় সেটা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি সঠিক ভাবে জানতে পারেন তাহলে এই ঔষধ সম্পর্কে অনেক কিছুই আপনার জানা হয়ে গেল এবং সেই কাজটি আরো বেশি সহজ করতে আমরা সবসময় আপনাদের পাশে আছি। চলুন ধাপে ধাপে এই ওষুধের সঠিক দিকনির্দেশনা কার্যকারিতা এবং মাত্রা ও সেবন বিধি সম্পর্কে অবগত হই।

Tinabil 20 কি কাজ করে

এলার্জি ক্রয় নাইটিস অথবা এলার্জির বিভিন্ন ধরনের সমস্যা যদি কারো থেকে থাকে তাহলে এই ধরনের সমস্যার সমাধানে বিভিন্ন মাত্রায় ঔষধ ব্যবহার করা হয়। সাধারণত বিলাসটিন একটি নন সিডেটিভ ও হিস্টামিন এর বিপক্ষে দীর্ঘক্ষণ কার্যকরী এন্টিহিস্টামিন। এখানে যার পেরিফেরাল H1 রিসেপ্টরের সাথে নির্দিষ্টভাবে যুক্ত হওয়ার প্রবণতা রয়েছে। কিন্তু মাস্কারানিক রিসেপ্টরের সাথে যুক্ত হওয়ার কোন প্রবণতা নেই। এই ঘুম থাকার কারণে মূলত এই ঔষধ এলার্জির বিভিন্ন সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী হিসেবে কাজ করে।

এলার্জির কারণে গায়ের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের গোল গোল চাকা বের হতে পারে অনেকের। এটাকে সাধারণত আরটিকারিয়া উপসর্গ বলা হয়ে থাকে। এই উপসর্গ নিয়ে যদি একজন শরণাপন্ন হন তাহলে অবশ্যই চিকিৎসক তার সঠিক রোগ নির্ণয় করার চেষ্টা করবে। এবং চিকিৎসক যদি বুঝতে পারেন এগুলো হচ্ছে আর্টিকারী আর উপসর্গ তখন অবশ্যই অন্যান্য ঔষধের পাশাপাশি থাকে Tinabil 20 ঔষধ খাওয়ার পরামর্শ দিবেন সেই চিকিৎস। আশা করছি ওষুধের সঠিক কার্যকারিতা সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারলেন এর বাইরে এই ওষুধের কোন ব্যবহার আমরা খুঁজে পাইনি। পরবর্তীতে অবশ্যই যদি গণত তথ্য আমরা জানতে পারি তাহলে সেটা এখানে সংযুক্ত করা হবে।

Tinabil 20 খাওয়ার সঠিক নিয়ম

সঠিক মাত্রায় ওষুধ সেবন না করলে সেটা আপনার শরীরের জন্য কোন উপকারী বয়ে আনে না। আমরা যে ট্যাবলেট এর কথা উল্লেখ করেছি সেটা যদি প্রাপ্তবয়স্ক ও কিশোরদের অর্থাৎ 12 বছর বয়সী শিশুদের জন্য এলার্জিক রাইনাইটিস এর ক্ষেত্রে ব্যবহার করা হয় তাহলে বিভিন্ন জনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের মাত্রা নির্ধারণ করতে হবে। এখানে প্রতিদিন এলার্জির বিভিন্ন সমস্যা বা এলার্জির রাইনাইটিস উপসর্গ থাকলে এবং মূত্রাশয় এবং এলার্জিক আরো বিভিন্ন সমস্যা থাকলে প্রতিদিন ২০ মিলিগ্রাম ট্যাবলেট নির্দেশিত রয়েছে।

এছাড়াও সর্বাধিক প্রস্তাবিত দৈনিক মালটা হতে পারে 20 মিলিগ্রাম। যতই গুরুতর রোগ হোক না কেন আমরা যা নির্দেশনা সংগ্রহ করতে পেরেছি সেই নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সর্বোচ্চ ২০ মিলিগ্রাম ব্লাস্টিং ট্যাবলেট খাওয়ার নির্দেশনা রয়েছে। এর বেশি খেলে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এই ঔষধ ছয় থেকে ১১ বছর শিশুদের জন্য ব্যবহার করা যাবে এবং দুই থেকে ১১ বছর শিশুদের জন্যও ব্যবহার করা যাবে তবে এক্ষেত্রে অনুরোধ থাকবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক মাত্রা নির্ধারণ করে নিবেন।

Tinabil 20 দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

এই ওষুধের দামের কথা বলতে গেলে বর্তমানে ইনসেপ্ট টা ফার্মাসিটিক্যালস লিমিটেডের Tinabil 20 এর দাম ১৫ টাকা। পার্শ্ব প্রতিক্রিয়া গুলোর মধ্যে স্বাভাবিক পার্শ্ব প্রতিক্রিয়া যেটা আমরা সকলেই চিনি কিন্তু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে মাথাব্যথা, অবসাদগ্রস্ত হওয়া ইত্যাদি। একটি ঔষধ আপনার জন্য উপকারী হতে পারে আবার সেই ঔষধ আপনার জন্য ক্ষতির কারণ হতে পারে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সঠিক চিকিৎসা গ্রহণ করুন।