পেটে পানি আসলে করণীয়

আমাদের শরীরে কত ধরনের অসুখ-বিসুখ আছে সেটা আমরা গুনে শেষ করতে পারবো না। যাদের কপাল ভালো তারা অসুখ ছাড়াই পৃথিবীতে জীবন যাপন করতে পারে কিন্তু যাদের কপালে একটু খারাপ তাদের শরীরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অসুখ হতে পারে। অসুস্থ হলে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহ তাআলাকে স্মরণ করা এবং তার উপর ভরসা রাখা। আপনারা যদি সঠিক সময় আল্লাহ তায়ালাকে স্মরণ করতে পারেন এবং তার কাছে দোয়াপ্রার্থী হন তাহলে অবশ্যই সুস্থ হতে তিনি আপনাকে সাহায্য করবে।

পেটে পানি জমা একটি সমস্যা এবং এই সমস্যাই অনেক মানুষই পড়েছেন। সাধারণত পেটে যদি পানি জমে তাহলে সেটা বড় ধরনের একটি সমস্যা তবে যদি প্রাথমিক পর্যায়ে সেটা ধরা পড়ে তাহলে কোন চিন্তার কারণ নেই। পেটে পানি জমা বলতে বোঝানো হয়েছে পেটের বিভিন্ন অংশে অপ্রয়োজনীয় পানি জমে থাকা। আমরা যে পানিখেয়ে থাকি সেই পানি বোঝানো হয়নি অর্থাৎ আমরা যে পানি খায় সে পানিগুলো হজম হয়ে যায় কিন্তু বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় পানি শরীরের বিভিন্ন অঙ্গে আটকে থাকতে পারে বা মাংসপেশীর মধ্যে জমা বেঁধে থাকতে পারে এগুলোকে মূলত বোঝানো হয়েছে।

পেটে পানি হলে প্রাথমিক লক্ষণ

যদি কারো পেটে পানি জমে তাহলে প্রাথমিক লক্ষণ গুলো বুঝতে পারা অত্যন্ত জরুরী। যে সঠিকভাবে প্রাথমিক লক্ষণ বুঝতে পারবে সে সঠিকভাবে সুস্থ হতে পারবেন। যদি কেউ প্রাথমিক লক্ষণগুলো বুঝতে না পারে তাহলে সে সুস্থ হতে পারবে না।পেটে পানি জমে সবার প্রথমে পেটে ব্যথা সৃষ্টি হবে। ব্যথাটা এতটাই জটিল যে রোগী অনেক সময় ব্যথা সহ্য করতে পারবে না ব্যথার কারণে ছটফট করবে। এটা পানি জমার আরো কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ এর মধ্যে একটি হচ্ছে খাবারের প্রতি আগ্রহ কমে যাওয়া। এই অবস্থাতে যখন খাবার খাবে তখন অল্প খাবার খেয়েই পেট ভরে যাবে এবং অনেকের ক্ষেত্রে বদহজম তৈরি হতে পারে।

যেটাই খাচ্ছেন না কেন বদহজম তৈরি হচ্ছে আবার অনেকের ক্ষেত্রে বমি হয় অর্থাৎ খাবার পরে বমি হয় তাছাড়া এমনিতেই মনে হয়। এ ধরনের সমস্যাগুলো যদি একইসঙ্গে দেখা যায় তাহলে ধরে নেওয়া যেতে পারে যে পেটে পানি হয়েছে যার কারণে এরকম হচ্ছে। হঠাৎ করে এরকম খাওয়া কমে গেলে স্বাভাবিকভাবে সেই ব্যক্তির ওজন কমে যেতে পারে।পেটে পানি হলে আরো কিছু লক্ষণ দেখা যায় যেমন অনিয়মিত পায়খানা। সারা জীবনে যে নিয়মে আপনি পায়খানা করতেন তার সম্পূর্ণ উল্টোটা এই সময় হতে পারে এছাড়াও কোন কোন সময় হঠাৎ করে কোষ্ঠকাঠিন্য আবার কোন কোন সময় হঠাৎ করে ডায়রিয়া হবে। সবকিছু একেবারে এলোমেলো হয়ে যাবে।

পেটে পানি হলে কি করবেন

পেটে পানি হলে কি করবেন এ প্রশ্নের উত্তরে আমরা বলতে চাই পেটে পানি হলে অবশ্যই চিকিৎসা চালাতে হবে। এখানে বাড়িতে বসে যত থাকবেন তত পেটের পানি বেড়ে যাবে এবং আপনি যত আজেবাজে চিকিৎসা করবেন সেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। সবার প্রথমে আপনাকে নিশ্চিতভাবে বুঝতে হবে পেটে পানি কোথায় জমেছে এর জন্য অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনি যদি নিশ্চিত হতে পারেন পেটে পানি জমেছে তাহলে অবশ্যই চেষ্টা করুন সেগুলো অপসারণ করার ব্যবস্থা করতে এর জন্য অবশেষে চিকিৎসক আপনাকে সাহায্য করবে। যাদের পেটে একবার পানি যাবে তার ওই স্থানে বারবার পালিয়ে যাবার সম্ভাবনা থাকে তাই এখানে অবশ্যই দীর্ঘমেয়াদী চিকিৎসা করতে হবে এর জন্য যদি ঔষধ খাওয়া লাগে সেটা খেতে হবে।

পেটে পানি হলে চিকিৎসা

পেটের পানের চিকিৎসায় সাধারণত বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে এই পানি অপসারণ করা হয়। এই পদ্ধতিতে সঠিকভাবে যদি পেটের পানি অপসারণ করা যায় তাহলে এর পরবর্তীতে কিছু ঔষধের মাধ্যমে সেই সমস্যা থেকে পুরোপুরি সুস্থ হওয়া যায়।