সাধারণত কাশির সঙ্গে রক্ত বের হয়ে আসা আগে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হেমোপটাইসিস বলে। অনেকের ক্ষেত্রে সাংঘাতিক রোগের কারণে হতে পারে আবার অনেকের ক্ষেত্রে একেবারে স্বাভাবিক কারণে হতে পারে। আজকে আমরা জানার চেষ্টা করব কাশির সঙ্গে রক্ত আসার বিশেষ কিছু কারণ এবং আমরা এর বিষয়ে খুটিনাটি আরও তদন্ত করার চেষ্টা করব এই আর্টিকেলের মাধ্যমে।সাধারণত আমারও জীবনে এমন কয়েকবার হয়েছে সেখানে কফের সঙ্গে রক্ত বের হয়েছে। স্বাভাবিকভাবে এটা অনেক দুশ্চিন্তার কারণ কিন্তু আপনি যখন জানবেন প্রফেশন সঙ্গে রক্ত বের হওয়ার সাধারণ কিছু কারণ আছে তাহলে অবশ্যই আপনি সেই দুশ্চিন্তা আর করবেন না। অনেকেই মনে করেন কাশির সঙ্গে রক্ত বের হওয়া মানেই ক্যান্সারের লক্ষণ কিন্তু এটা একেবারেই ভুল ধারণা।
আমাদের শ্বাস-প্রশ্বাসে যেই অঙ্গটি ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ফুসফুস এবং এই ফুসফুসের বিভিন্ন ধরনের সমস্যা আমাদের শরীরের বড় ধরনের সমস্যা। তবে স্বাভাবিকভাবে কাশির সঙ্গে রক্ত বের হওয়ার প্রধান কারণ হচ্ছে ফুসফুস অথবা শ্বাসনালীর যে কোন জায়গাতে সামান্য আঘাত বা সামান্য চাপ খাওয়ার কারণে সেখানে রক্ত বের হওয়া।মনে করুন আপনার খুব কাশি হয়েছে এবং ঠান্ডা লাগার কারণে এই কাশি হয়েছে যার কারণে গলা ব্যথা এবং ঘনঘন কাশি হচ্ছে। এতে করে আপনি যখন জোরে জোরে কাটবেন তখন আপনার গলার শ্বাসনালী গুলোর উপর চাপ পড়বে এবং সেখানে হালকা ফেটে রক্ত বের হতে পারে। এবং আপনার কাশিগুলো যখন উঠে আসবে তখন সে রক্তগুলো তার সঙ্গে উঠে আসতে পারে তাই এখানে ভয়ের কোন কারণ নেই। রক্তগুলো বের হতে হতে শেষ হয়ে যাবে এবং কাশি ভালো হয়ে যাওয়ার পর এর কোন আর সমস্যা থাকবে না।
কফের সাথে হালকা রক্ত আসার কারন কি
তবে কফের সঙ্গে যদি নিয়মিত রক্ত আসতে থাকে এবং তার পরিমাণ বেশি হতে থাকে তাহলে সেটা দুশ্চিন্তার কারণ। মূলত কফের সঙ্গে নিয়মিত রক্ত আসা প্রধান কারণ হচ্ছে যক্ষা হওয়া। যক্ষা হলে রক্ষা নাই এই কথাটির বর্তমানে কোন ভিত্তি নাই তবে যক্ষার সঠিক চিকিৎসা যদি আপনি না করতে পারেন সঠিক সময় তাহলে সে যক্ষা ক্যান্সারের রূপ নিতে পারে।তাহলে বিষয়টা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে একই দাঁড়ালো অর্থাৎ যক্ষা হলে আপনাকে চিকিৎসা করতে হবে তা না হলে কিন্তু আবার যক্ষা হলে কোন রক্ষা নেই এটা সত্যি হয়ে যাবে। মূলত ফুসফুসে বিভিন্ন ধরনের সমস্যার কারণে কাশির সঙ্গে রক্ত আসতে পারে তবে এ বিষয়ে দুশ্চিন্তা না করে আগে জানতে হবে কি কারণে এটা হচ্ছে। এটা যদি সাধারণ কারণে হয় তাহলে দুশ্চিন্তা করার কোন কারণ নেই সময়ের সঙ্গে সঙ্গে এটা ঠিক হয়ে যাবে তবে বড় কোনো কারণে হলে অবশ্যই চিকিৎসা গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে।
কাশির সাথে রক্ত আসার চিকিৎসা
কাশির সঙ্গে রক্ত আসা সাধারণ চিকিৎসা হিসেবে আপনি গরম পানি দিয়ে গড়গড়ি করা বা গরম পানি পান করার অভ্যাস গড়ে তুলতে পারেন। এর পাশাপাশি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কিছু এন্টিবায়োটিক সেবন করতে পারেন যার কারণে আপনার নিতে হওয়া বিভিন্ন ধরনের ক্ষত ভিতর থেকে সুস্থ হয়ে যাবে। এছাড়াও যদি যক্ষ্মার কারণে কাশি হয় বা বড় কোন রোগের কারণে কাশি হয় আপনাকে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং প্রায় ছয় মাসের মতো চিকিৎসা একনাগারে করতে হবে এটা থেকে মুক্তি পাওয়ার জন্য।
ফুসফুস ভালো রাখার উপায়
ফুসফুস ভালো রাখার উপায় এর মধ্যে সুস্থ জীবন যাপন হচ্ছে অন্যতম। সচেতন নাগরিকেরা সুস্থ জীবন যাপনের জন্য নিয়মিত ভালো খাবার খান এবং নিয়মিত শারীরিক পরিশ্রম করেন। নিজের পরিবারকে সময় দেন এবং সময় পেলে বাইরে বেড়াতে যান। ভরে ওঠার অভ্যাস আপনার ফুসফুস কে ভালো রাখতে অনেক বেশি সাহায্য করবে এর পাশাপাশি ধূমপান একেবারে বর্জন করতে হবে যদি কেউ নিজের ফুসফুসকে ভালো রাখতে চায় তাহলে।