হেপাটাইটিস বি কেন হয়

হেপাটাইটিস বি ভাইরাস অত্যন্ত সাংঘাতিক একটি ভাইরাস। এটা মানব দেহের মধ্যে অবস্থান করে এবং দেহের বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে। বিশেষ করে দীর্ঘদিন ধরে এই ভাইরাসে যারা আক্রান্ত হন তাদের লিভার সিরোসিস নামক রোগ থেকে শুরু করে লিভার ড্যামেজ হওয়ার মতন বড় সমস্যা তৈরি হতে পারে। তবে এই সাংঘাতিক রোগ সম্পর্কে আমরা একেবারে অজানা বিশেষ করে বাংলাদেশের সমাজে এই রোগ নিয়ে কোন আলোচনা হয় না। আমরা সাধারণত একেবারেই কমন রোগগুলো নিয়ে জানি কিন্তু যেগুলো বড় ধরনের রোগ এবং প্রত্যেকের হতে পারে একেবারেই স্বাভাবিক কারণে সেই সচেতনতা আমাদের মাঝে নেই।

আমরা যদি পাঠাইটিস বি ভাইরাস আক্রান্ত হওয়ার কারণগুলো জানি তাহলে হয়তো বুঝতে পারবো কতটা সহজভাবে এই ভাইরাস আমাদের শরীরে ঢুকতে পারে। এবং এটাও সত্য যে আমরা প্রতিদিনের কর্মকাণ্ডে কোন না কোন এমন একটি কাজ করেই থাকি যার মাধ্যমে হেপাটাইটিস বি আমাদের শরীরে প্রবেশ করতে পারে যদি কিনা আমাদের আশেপাশে থাকা কোন ব্যক্তির হেপাটাইটিস থাকে। চলুন কারণগুলো জানি এবং নিজের সচেতনতা বৃদ্ধি করে নিজের স্বার্থে।

হেপাটাইটিস বি হওয়ার কারণ

হেপাটাইটিস বি সাধারণত রক্তের মাধ্যমে এবং শরীর থেকে নিঃসৃত হওয়া বিভিন্ন ধরনের তরলের মাধ্যমে এক দেহ থেকে অন্য দেহে ছড়াতে পারে। যদি আলাদাভাবে কারণের কথা আমি বলতে চাই তাহলে সবার প্রথমে যে কারনের কথা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে রক্তের মাধ্যমে। বিভিন্ন কারণে কারো রক্ত প্রয়োজন পড়তে পারে সেই রক্ত যদি হেপাটাইটিস বি মুক্ত না হয় তাহলে স্বাভাবিকভাবেই যার শরীরের রক্ত প্রবেশ করছে সে হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হবে। তাই রক্ত নেওয়ার সময় সর্বোচ্চ সতর্কতা এবং প্রত্যেকটি টেস্ট করানোর পরে রক্ত নেওয়া উচিত।

হেপাটাইটিস বি অন্যের ব্যবহৃত বিভিন্ন জিনিসের মাধ্যমে ছড়াতে পারে। মনে করুন একজন ব্যক্তি হেপাটাইটিস বি রোগে আক্রান্ত হয়েছেন তাহলে সেই ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন মনে করুন ব্লেড গ্লাস অথবা খাবার থাল এই জিনিসগুলোর মাধ্যমেও এটা পরিবারের অন্য সদস্যের কাছে ছড়িয়ে যেতে পারে। তার কারণ হচ্ছে এগুলোতে শরীরের তরল মিশতে পারে এবং মুখেরে লালা ঠেকতে পারে যার কারণে হেপাটাইটিস বি ছড়াতে পারে।

হেপাটাইটিস বি ছড়াতে পারে অ নিরাপদ শিরিঞ্জের মাধ্যমে। বর্তমানে সব থেকে বেশি যার মাধ্যমে হেপাটাইটিস বি ছড়িয়ে পড়ছে সেটা হচ্ছে মাদক এর শিরিঞ্জ ব্যবহারের মাধ্যমে। যদি কারো শরীরে হেপাটাইটিস বি থাকে তাহলে সে যদি অন্য কারো সঙ্গে সেদিন্জের মাধ্যমে শরীরে মাদক সেবন করে এবং একই সিরিঞ্জ ব্যবহার করে তাহলে সেটা হেপাটাইটিস বি ভাইরাস বহন করবে।এছাড়াও হেপাটাইটিস বিভাইরাস ছড়ানোর আরেকটি মুখ্য কারণ হচ্ছে অ নিরাপদ যৌন সম্পর্ক। যারা সাধারণত অনিরপথ যৌন সম্পর্কে যুক্ত হয়ে আছে তাদের এই বিষয়ে সতর্ক থাকা উচিত এবং কোন ভাবেই এই বিষয়গুলো অবহেলা করা উচিত নয়।

হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধ

উপরের কারণগুলো আপনারা অবশ্যই জানাবেন এখন জানবেন এটা কিভাবে প্রতিরোধ করব। তার ভেতরে হেপাটাইটিস বি আছে সেটা তো আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনি নিজে থেকে যদি সতর্ক থাকেন তাহলে আপনি বেঁচে যাবেন। যেমন মনে করুন সিরিজ ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনি চেক করে দেবেন আপনার ক্ষেত্রে নতুন সিরিজ ব্যবহার হচ্ছে কিনা।এর পাশাপাশি আমরা সেলুনে মাঝেমধ্যে যাই সেই সেলুনে যে জিনিসগুলো ব্যবহার হচ্ছে সেগুলো যথাযথ পরিষ্কার করা হচ্ছে কিনা এবং নতুন ব্লেড প্রত্যেকের ক্ষেত্রে ব্যবহার করছে কিনা সে বিষয়ে নিশ্চয়তা গ্রহণ করতে হবে।নিজের যে সঙ্গে আছে তার হেপাটাইটিস বি আই আছে কিনা সেটা পরীক্ষা করিয়ে নিবেন। যদি সেটা করানো সম্ভব না হয় তাহলে সে ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিরাপদ যৌন সম্পর্ক তৈরি করতে হবে একেবারে রিক্সমুক্ত থাকতে হলে।