ব্যাকট্রোসিন অয়েনমেন্ট এর কাজ কি Bacitracin

মানুষের শরীরে বিভিন্ন ধরনের বাসা বাঁধে এবং প্রতিনিয়তই নতুন নতুন রোগ জন্ম নিচ্ছে আমাদের শরীরে। কিছু এমন রোগ আছে যেগুলো সহজেই নিরাময় যোগ্য আবার কিছু এমন রোগ আছে যেগুলো সহজে নিরাময় করা যায় না এর জন্য ওষুধ তৈরিতে অনেক সময় দিতে হয়। তবে সব থেকে বড় ব্যাপার হলো সৃষ্টিকর্তা আমাদের তৈরি করেছেন এবং আমাদের শরীরে রোগ দিয়েছেন আবার সেই সৃষ্টিকর্তায় রোগ নিরাময়ের জন্য সবকিছু এই পৃথিবীর মধ্যে রেখেছে।

ওষুধ তৈরিতে যে উপাদান গুলো ব্যবহার হয় প্রত্যেকটি আমাদের প্রকৃতি থেকে পাওয়া আর এই প্রকৃতি আমাদের জন্য অনেক বড় একটি উপহার। আমাদের ত্বকের বিভিন্ন ধরনের সমস্যা বা বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধের জন্য বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অয়েন্টমেন্ট আমরা ব্যবহার করি আজকে ঠিক তেমনি একটি অয়েন্টমেন্ট এর বিভিন্ন তথ্য আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য। এটা সাধারণত স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি অয়েন্টমেন্ট যার নাম ব্যাকট্রোসিন অয়েন্টমেন্ট। এখানে ২% মিউপিরসিন ব্যবহার করা হয়েছে। আজকের আর্টিকেল থেকে আমরা এই অয়েন্টমেন্ট এর বিশেষ ব্যবহার সম্পর্কে জানার চেষ্টা করব এবং জানার চেষ্টা করব এর সঠিক পরিমাপ কি হতে পারে।

ব্যাকট্রোসিন অয়েনমেন্ট কি কাজ করে

উপরের অংশে আমরা স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের ব্যাকট্রোসিন অয়েনমেন্ট সম্পর্কে অনেক তথ্যই জেনেছি। এখানে আমরা এই অয়েন্টমেন্ট এর কিছু কার্যকারিতা সম্পর্কে জানব। আমরা যতটুকু জানতে পেরেছি এই অয়েনমেন্টে যে উপাদান ব্যবহার করা হয়েছে সেই উপাদান সাধারণত প্রাকৃতিকগতভাবে উৎপাদিত ও প্রাকৃতি থেকে পাওয়া একটি অ্যান্টিবায়োটিক। সাধারণত এন্টিবায়োটিক গোলক প্রকৃতি থেকে পাওয়া যায় এবং এই আই অ্যান্টিবায়োটিক আমাদের শরীরের জন্য কতটা যে উপকারী সেটা আমরা কল্পনাও করতে পারি না।

এখানে এই অয়েন্টমেন্ট এর কার্যকারিতা সম্পর্কে বলা হয়েছে যে ত্বকের বিভিন্ন ধরনের সংক্রমণ প্রতিরোধে এই ঔষধ ব্যবহার করা হয়। ত্বকের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে এবং গ্রাম নেগেটিভ জীবাণুর বিরুদ্ধে ত্বকের বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে এই ঔষধ ব্যবহার করা হয়। মনে করুন আপনার ত্বকে কোথাও ক্ষত হয়েছে সেখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমনের সম্ভাবনা আছে আপনাকে অবশ্যই সেখানে ব্যাকট্রোসিন অয়েনমেন্ট ব্যবহার করতে হবে। আরে কি সহজ উদাহরণ দিচ্ছি এখন বেশিরভাগ মেয়েদের সিজারিয়ান ডেলিভারি হয় এবং সেই সিজারিয়ান ডেলিভারির পরে অপারেশন করার এই স্থানে আপনাকে এই অয়েনমেন্টের ব্যবহার করতে হবে। যার ফলে উপরের অংশ থেকে কোন ধরনের ইনফেকশন কোন ধরনের সংক্রমণ যাতে না ছাড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

ব্যাকট্রোসিন অয়েনমেন্ট ব্যবহার করার সঠিক নিয়ম

ব্যবহার করার সঠিক নিয়ম নতুনভাবে বলার কিছু নেই যেহেতু এটা একটি অয়েনমেন্ট সেহেতু এটা ব্যবহার সম্পর্কে আলাদাভাবে বলার কিছু নেই। তবে সবার প্রথমে যে কাজটি আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার এই অয়েন্টমেন্ট এর প্রয়োজন আছে কিনা সেটা নিশ্চিত করার জন্য একজন চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। অনেক কিছু বাইরে থেকে দেখতে একই রকম মনে হলে গভীরভাবে সেই জিনিসটা ভাবলে বা দেখলে আলাদা হতেও পারে এবং এই কাজটি করতে পারে একজন চিকিৎসক সবথেকে ভালো। যদি প্রয়োজন পড়ে তালে আক্রান্ত স্থানে সকাল এবং সন্ধ্যাতে খুব অল্প পরিমাণ অয়েনমেন্ট এপ্লাই করতে পারেন। এবং এর ব্যবহার সর্বোচ্চ ১০ দিন পর্যন্ত করা যেতে পারে। দুই মাস থেকে ১৬ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে এই অয়েনমেন্ট এর ব্যবহারের কোন রেকর্ড আমরা পাইনি।

ব্যাকট্রোসিন অয়েনমেন্ট এর দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে আক্রান্ত স্থানে অতিরিক্ত অয়েনমেন্টের ব্যবহারের ফলে জ্বালাপোড়ার সৃষ্টি হতে পারে অনেকের ক্ষেত্রে যন্ত্রনা দায়ক ব্যথা হতে পারে। এছাড়া চুলকানি হতে পারে অনেকের স্থানটি ফুলে যেতে পারে। তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের ব্যাকট্রোসিন ওয়েনমেন্ট ১০ গ্রাম এর বর্তমান দাম ১৪০.৪২ টাকা।