Depram 25 এর কাজ কি ডিপ্রান এইচ

আমরা শুরুতে একটি বিষয় জানাই আমাদের এই আর্টিকেল পড়লে আপনি কি জানতে পারবেন সে বিষয়ে। আপনি যেটাই জানেন না কেন এতটা সহজ এবং এতটা নিজের ভাষাতে জানতে পারবেন যেটা অন্য কোথাও পাবেন না এটা নিশ্চিত করছি। এর পাশাপাশি আজকের Depram 25 ট্যাবলেট কি কাজ করে সেটাও জানতে পারবেন। আমরা চেষ্টা করব খুঁটিনাটি বিষয় সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরতে যাতে করে আপনাদের কোন ধরনের সমস্যা না হয়।

মূলত স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এই ট্যাবলেট নিয়ে আছে কথা বলছি যেখানে ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়েছে ইমিপ্রামিন হাইড্রোক্লোরাইড। আজকে আমরা যেই ট্যাবলেট নিয়ে কথা বলতে চলেছি সেটা সাধারণত এমন একটি ঔষধ যা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে উত্তেজিত করার মাধ্যমে কার্যসাধন করে না। এটা স্নায়ুপ্রান্তে ননএপিএন এপ্রিনের আপটেক বন্ধ করার মাধ্যমে কার্য সম্পাদন করে। চলুন এই সম্পর্কে বিস্তারিত জানা যাক।

Depram 25 কি কাজ করে

আপনার এই প্রশ্নের উত্তর আমরা দুইটি ভাবে দেব এবং দুটি এমন সাংঘাতিক রোগের কথা উল্লেখ করবো যে রোগগুলো অত্যন্ত কষ্ট দেয় এবং অত্যন্ত বেদনাদায়ক হয়ে থাকে। শিশুদের নকটার্নাল এমুএসিস এবং ডিপ্রেসিভ ইলনেস এই দুইটি সাংঘাতিক রোগ যে রোগীর শরীরে থাকবে তাকে অন্যান্য ওষুধের সঙ্গে অবশ্যই Depram 25 ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবেন উপস্থিত চিকিৎসক। তবে সবার প্রথমে সঠিক রোগ নির্বাচন করা একজন চিকিৎসকের দায়িত্ব যদি কোন ধরনের উপসর্গ নিয়ে একজন রোগী ডাক্তারের কাছে যায় অবশ্যই ডাক্তারকে সঠিক রোগ নির্ণয় করতে হবে আগে।

যদি সেই ডাক্তার রোগ নির্ণয় করতে ব্যর্থ হয় তাহলে সমস্যা তাই চেষ্টা করো সব সময় ভালো ডাক্তারের কাছে যেতে তাড়াহুড়ো না করতে। আর এই ধরনের চিকিৎসা গুলোর সময়কাল একটু দীর্ঘমেয়াদি হয় তাই অবশ্যই ধৈর্য সহকারে চিকিৎসা চালিয়ে যেতে হবে অবশ্যই সৃষ্টিকর্তা রোগীকে সুস্থ করে দেবেন।

Depram 25 খাওয়ার সঠিক নিয়ম

সর্বোচ্চ কত মাত্রা এবং সর্বনিম্ন কত মাত্রা এই বিষয়গুলো আমরা এখানে জানাবো তবে একটি বিষয় সবসময় অজানায় রয়ে যায় সেটা হচ্ছে রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় সেই মাত্রা কি হতে পারে সেটা। তাই সবার প্রথমে অনুরোধ থাকবে একজন চিকিৎসকের কাছে সরাসরি রোগীকে নিয়ে গিয়ে দেখিয়ে তারপর ঔষধের মাত্রা ঠিক করে নিবে এটাই সবথেকে উত্তম পন্থা।

আমাদের কাছে যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী সর্বোচ্চ 75 মিলিগ্রাম বিভক্ত ডোজে শুরু করে ধীরে ধীরে বাড়িয়ে সেটা ১৫০ মিলিগ্রাম থেকে ২০০ মিলিগ্রাম পর্যন্ত করা যেতে পারে। সর্বোচ্চ 300 মিলিগ্রাম হাসপাতাল অধ্যয়নরত রোগীদের ক্ষেত্রে অর্থাৎ যে রোগীগুলো হাসপাতালে ভর্তি থাকবে এবং সব সময় সেখানে ডাক্তার ও নার্স থাকবে তাদের অধ্যানরত অবস্থাতে একজন রোগীকে সর্বোচ্চ ৩০০ মিলিগ্রাম পর্যন্ত Depram 25 ট্যাবলেট খাওয়ার অনুমতি দেওয়া যাবে।

এর পাশাপাশি আমরা যতটুকু জানতে পেরেছি বয়স্ক রোগীদের ক্ষেত্রে ১০ মিলিগ্রাম দৈনিক দোষ দিয়ে শুরু করতে হবে এবং ধীরে ধীরে সেটা বাড়িয়ে সর্বোচ্চ ৩০ থেকে ৫০ মিলিগ্রাম দৈনিক দেওয়া যাবে। বয়স্ক রোগীদের শারীরিক অবস্থা খুব একটা ভালো থাকে না তাই এটা বিবেচনায় আনতে হবে। শিশুদের ক্ষেত্রে যদি আপনি ডিপ্রেশন চিকিৎসার জন্য এই ঔষধ ব্যবহার করতে চান তাহলে সেটা করা যাবে না। কিন্তু শিশুদের অন্য চিকিৎসার জন্য ব্যবহারের মাত্রা নির্ধারণ করে নিতে হবে চিকিৎসকের মাধ্যমে অবশ্যই সেটা শিশুর জন্য ভালো হবে। এই চিকিৎসা কাল সর্বোচ্চ তিন মাস পর্যন্ত থাকতে পারে।

Depram 25 দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলে শেষ করা যাবে না কোষ্ঠকাঠিন্য থেকে শুরু করে প্রসাব সমস্যা থেকে শুরু করে ঘুম কমে যাওয়া এই ধরনের অনেক সমস্যা তৈরি হতে পারে। এছাড়াও দ্বিধা বিভক্তি থেকে শুরু করে শরীরের চামড়ায় বিভিন্ন চুলকানি বের হওয়া অন্যতম।