সবার প্রথমে চলুন ট্যাবলেট এর পরিচিতি পর্ব সেরে নেওয়া যাক। পপুলার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর Ebatin 10 ট্যাবলেট তৈরিতে ব্যবহার করা হয়েছে ইবাস্টিন। এখানে ১০ মিলিগ্রাম এর ট্যাবলেট এর কথা আজকে আমরা বলতে চলেছি তবে ১০ মিলিগ্রাম ট্যাবলেটের পাশাপাশি আপনি পাঁচ মিলিগ্রামের সিরাপ ফর্মেশন পেয়ে যাবে। এটা বিভিন্ন রোগের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা পালন করে তার মধ্যে সহজ কিছু রোগ হচ্ছে সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রাইনাইটিস। এছাড়াও ইডিওপ্যাথিক ক্রনিক আর্টিকেরিয়া।
সিজনাল এবং পেডি্নিয়াল এলার্জি রাইনাইডিস এর মধ্যে সাধারণত এনার্জি যে সমস্যাগুলো রয়েছে সেগুলোর সব কয়টি কে বোঝানো হয়। যেমন মনে করুন আপনার হাঁচি হয়েছে এই হাঁচিকে এই রোগের অন্তর্গত করা হয় এর পাশাপাশি হাজির কারণে অনেকের নাক চুলকানি হতে পারে বা নাক বন্ধ হয়ে যাওয়া এবং নাক দিয়ে পানি পড়ার মতন সমস্যা হতে পারে এই সব কিছুই সিজনাল এবং পেরিনিয়াল এলার্জিক রায়নাইটিস এর মধ্যে পড়ে।
এছাড়া অনেকের ক্ষেত্রে চোখ চুলকানো থেকে শুরু করে চোখ দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যাওয়ার মতন এলার্জিক রাইনাইটিস দেখা যায় যেটা অত্যন্ত সাংঘাতিক কিছু ব্যাপার। অনেকের কাশি হতে পারে গলা ব্যথা হতে পারে অনেকের গায়ে হালকা হালকা চুলকানিও হতে পারে এই ধরনের সমস্যার কারণে যদি কেউ ডাক্তারের কাছে আসে তাহলে অবশ্যই ট্যাবলেটের পাশাপাশি পপুলার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর Ebatin 10 ট্যাবলেট খাওয়ার পরামর্শ চিকিৎসক দেবেন।
ইডিওপ্যাথিক ক্রনিক আর্টিকারিয়া এটা অনেকেই বুঝতে পারেন না এটা মূলত এলার্জির কারণে আপনার চামড়ার উপরে যে গোল গোল তার মতন চুলকানি বের হয় সেগুলোকে বোঝানো হয়েছে। সাধারণত এইগুলো হঠাৎ করে হয় এবং হঠাৎ করে হওয়ার সঙ্গে সঙ্গে এগুলো গোটা শরীরে ছড়িয়ে যেতে পারে কারো কারো ক্ষেত্রে অল্প হয় আবার কারো কারো ক্ষেত্রে অতিরিক্ত হয়। তবে এই রোগের চিকিৎসার জন্য অত্যন্ত কার্যকরী ঔষধ হচ্ছে Ebatin 10 ট্যাবলেট।
Ebatin 10 খাওয়ার সঠিক নিয়ম
খাওয়ার সঠিক নিয়ম বলবে কিভাবে এই ঔষধ খেতে হবে সেগুলোকে বোঝানো হয়। এটা মুখে সেবনযোগ্য একটি ঔষধ এটা আপনি চাইলে খাওয়ার আগে ও পরে যেকোনো সময় গ্রহণ করতে পারেন। তবে খাবার পরে গ্রহণ করা সব থেকে ভালো বিষয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এলার্জি এতটাই বৃদ্ধি পায় খাওয়ার কথা মনে থাকে না ঠিক তখন আপনি যদি খেতে চান তাহলে খেতে পারেন কোন সমস্যা নেই। পানির সঙ্গে ট্যাবলেট খেলে সব থেকে ভালো হয় এবং সব সময় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ট্যাবলেট খেলে সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
Ebatin 10 খাওয়ার সঠিক মাত্রা
খাওয়ার সঠিক মাত্রা সম্পর্কে বলতে গেলে ট্যাবলেট প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের উর্ধ্বে রোগীদের জন্য চিকিৎসার ক্ষেত্রে দৈনিক 10 মিলিগ্রাম ১টি করে ট্যাবলেট খাওয়ার নির্দেশনা রয়েছে। যারা শিশু তাদের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে তাদের দৈনিক ৫ মিলিগ্রাম করে অর্থাৎ অর্ধেক ট্যাবলেট খেতে হবে প্রতিদিন একটা করে।আরো ছোট বয়স্ক শিশুদের জন্য সিরাপ ব্যবহার করতে হয় এবং সিরাপের ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই দিকনির্দেশনা রয়েছে। দুই থেকে পাঁচ বছর শিশুদের জন্য ২.৫ মিলি একবার এবং ৬ থেকে 12 বছরের শিশুদের জন্য ৫ মিলি দিনে একবার । এক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া সব থেকে ভালো রাস্তা।
Ebatin 10 দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া
পার্শ্ব প্রতিক্রিয়াগুলো উল্লেখ করা আছে এবং সে পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে মাথা ব্যথা এবং মুখের শুষ্কতা এবং শারীরিক ঝিমুনি ভাব এটা অন্যতম। অনেকের ক্ষেত্রে বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে পেট ব্যথা দেখা দিতে পারে বা ক্ষুধা মন্দা দেখা দিতে পারে। ঘুম কমে যাওয়ার মতন সমস্যা অনেকেই ফেস করেছেন। বর্তমানে পপুলার ফার্মাসিটিক্যালস লিমিটেডের Ebatin 10 ট্যাবলেট এর দাম ১০ টাকা।