একটা ভালো জিনিস কখনোই একার প্রচেষ্টায় হয় না অবশ্যই কয়েকজনের প্রচেষ্টায় একটা ভালো জিনিস সঠিক রূপ অর্জন করতে পারে। ঠিক তেমন যেমন একজন রোগীকে সুস্থ করা। একজন রোগীকে সৃষ্টি করার পেছনে শুধুমাত্র সৃষ্টিকর্তার ওপর ভরসা রাখলেই হবে না আপনাকে সৃষ্টিকর্তার দেখানোর পথ অনুযায়ী চেষ্টা করতে হবে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে এবং সকলে মিলে তাকে সুস্থ করতে হবে। ওষুধ ব্যবহারের ক্ষেত্রেও পরিবারের সদস্য এবং ডাক্তারের সতর্কতা অবলম্বন করতে হবে তাহলেই একজন রোগীকে সুস্থ করা যাবে।
তাই ঔষধ নিয়ে গণসচেতনতা বৃদ্ধিতে আমরা কাজ করছি এবং আপনারা যারা নিয়মিত আমাদের ওয়েবসাইট ভিজিট করেন আশা করছি তারা আমাদের সঙ্গে একমত হবেন আমরা এখন পর্যন্ত ঠিক পথেই হাঁটছি। আজকে আমরা আপনাদের জানাবো ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিটিক্যালস লিমিটেড এর Edysta ট্যাবলেট সম্পর্কে। এই ট্যাবলেট তৈরির মূল উপাদান হচ্ছে টাডালাফিল যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি উপাদান। এখানে এই উপাদানের অভাবে আমাদের কোন ধরনের সমস্যা হতে পারে এবং এটার ব্যবহার করার সঠিক নিয়ম এবং ওষুধের উপকারিতা সম্পর্কে আলোচনা করা হবে। শেষ পর্যন্ত আপনারা থাকলেই সেটা দেখতে পারবেন।
Edysta ট্যাবলেট কেন খাবেন
সাধারণত এই ওষুধের তিনটি নির্দেশনা রয়েছে এবং এই তিনটি নির্দেশনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত এই ওষুধের নিয়মিত সেবনের ফলে মসজিন পেশীতে cGMP এর পরিমাণ বৃদ্ধি পায়। এই উপাদান বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে মসৃণ পেশিকে প্রশমিত করে দেয় এবং করপাস ক্যাভারনোসাম এ রক্ত প্রবাহ বাড়িয়ে দেওয়ার মধ্যে পেনাইন ইরেকশন ঘটায়। যার মাধ্যমে বিভিন্ন ধরনের উপকারিতা লক্ষ্য করা যায়। এর মাধ্যমে প্রোস্টেট এবং মূত্রথলির মসৃণ পেশীতেও এই ক্রিয়া ঘটানো সম্ভব হয়। বলতে গেলে প্রোস্টেট এবং মূত্রথলির মসৃণ বেশি প্রশমিত করে এই ওষুধ খাওয়ার ফলে। মসিন পেশীর প্রশমন এর ফলে মুত্রনালীতে রক্ত সরবরাহ বৃদ্ধি পায় এবং পুরোপুরি খুলে যায় ফলে মুত্র নির্গমন বৃদ্ধি পায়।
এছাড়াও ইরেকটাল ডিসফাংশন অত্যন্ত সাংঘাতিক একটি সমস্যা। ডিরেক্টরাল ডিসফাংশন এই সাংঘাতিক রোগে যারা দীর্ঘদিন ধরে কষ্ট করছেন তারা যদি চিকিৎসকের কাছে যান তাহলে অবশ্যই চিকিৎসক তাকে Edysta ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবেন। এটা অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট এবং আপনি অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত এই ট্যাবলেট খেতে পারেন সুস্থতা কামনায়। এছাড়াও বিনাইন প্রস্তেটিক হাইপারগাসিয়া রোগের আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য Edysta ট্যাবলেট ব্যবহার করা হয়। এখন যদি কেউ প্রশ্ন করে থাকেন Edysta ট্যাবলেট আমি কেন খাব তাহলে তার প্রশ্নের উত্তরে বলতে হয় উপরে উল্লেখিত সমস্যাগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী Edysta ট্যাবলেট আপনি খাবেন।
Edysta ট্যাবলেট খাওয়ার নিয়ম
প্রত্যেকটি ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম রয়েছে এবং নিয়ম অনুযায়ী আমরা বলতে পারি যে এটা একটা ডিসফাংশন এই ধরনের রোগের চিকিৎসায় প্রারম্ভিক মাত্রা হতে পারে ১০ মিলিগ্রাম। এটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেশ মিলিগ্রাম পর্যন্ত বাড়ানো যেতে পারে। দৈনিক সর্বোচ্চ একবার এই ঔষধ খাবার নির্দেশনা রয়েছে এর বেশি খাওয়া যাবেনা তার কারণ হচ্ছে এই ওষুধের মাত্রা ৩৬ ঘন্টা পর্যন্ত কার্যকরী অবস্থায় থাকে। এ ছাড়াও আরো অন্যান্য চিকিৎসার ক্ষেত্রে প্রারম্ভিক মাত্রা হতে পারে ৫ মিলিগ্রাম এবং সর্বোচ্চ ২০ মিলিগ্রাম।
Edysta ট্যাবলেট এর দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া
পার্শ্ব প্রতিক্রিয়া খুঁজতে গিয়ে আমরা অনেক কিছু পেয়েছি যেখানে সবার প্রথমে মাথা ব্যথা এবং কোমর ব্যথা অন্যতম। বলতে গেলে শরীরের বিভিন্ন স্থানে ব্যথার সৃষ্টি হতে পারে অনেকের ক্ষেত্রে ক্ষুধা মন্দা সৃষ্টি হতে পারে। নাকের সর্দি জনিত প্রদাহ বা নাক বন্ধ হয়ে যাওয়ার মতন গুরুতর সমস্যা থেকে শুরু করে চোখের দৃষ্টিশক্তি লোপ পাওয়া ও শ্রবণশক্তি লোপ পাওয়ার মত বড় ধরনের সমস্যা হতে পারে। তাই যেকোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া বোঝার সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিটিক্যালস লিমিটেড এর এই Edysta ট্যাবলেট বর্তমান মূল্য ১৮ টাকা।