সাধারণত সবার প্রথমে কোন ঔষধ যদি কারো হাতে যায় তাহলে আমরা এটা চেক করার চেষ্টা করি ঔষধের মূল উপাদান কি এবং কোন কোম্পানি এই ঔষধ তৈরি করেছে। এরপরে আমরা ওষুধের উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ এই বিষয়গুলো লক্ষ্য করি। তবে আপনি যদি অনলাইনের মাধ্যমে কোন ঔষধ সম্পর্কে এই বিষয়গুলো জানতে চান তাহলে আমরা আপনাদের সবসময় সাহায্য করবো এর পাশাপাশি আমরা আপনাদের আরো কিছু গুরুত্বপূর্ণ এবং গুরুতর তথ্য দেব যেগুলো সবার জন্যই অত্যন্ত উপকারী।
আপনারা চাইলে আজকের আমাদের এই আর্টিকেল থেকে জানার চেষ্টা করবেন Efodio ট্যাবলেটের বিভিন্ন কার্যকারিতা এবং এর পাশাপাশি আপনারা জানতে পারবেন এই ঔষধ ব্যবহারের সঠিক নিয়ম। মূলত আমরা বিভিন্ন ধরনের আর্টিকেলে সাধারণত এই মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করি। রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেড Efodio ট্যাবলেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান এবং Efodio ট্যাবলেট তৈরিতে তারা ব্যবহার করেছে ডমপেরিডন ম্যালিয়েট। এখান থেকে আমরা একটি ভালো ধারণা পেলাম এই ওষুধের উপকারিতা সম্পর্কে।
Efodio ট্যাবলেট কি কাজ করে
যদি বলেন এই ওষুধ কি কাজ করে তাহলে এক কথায় উত্তর দেওয়া যাবে না অবশ্যই কিছু কাজ আছে যেগুলো না বললেই নয় চলুন তাহলে ধৈর্য সহকারে জানার চেষ্টা করি এই ওষুধের কার্যকারিতা এবং উপকারিতা সম্পর্কে। রোগীদের ক্ষেত্রে পেটের উপরের ভাগে ফাঁপা বোধ হওয়া থেকে শুরু করে পেট ভরাবো এবং পেটের উপরের অংশে ব্যাথা এই ধরনের সমস্যা দেখা দিলে অবশ্যই চিকিৎসকেরা Efodio ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবেন। এর পাশাপাশি এমন রোগী যদি পাওয়া যায় যাদের ঢেকুর তোলার সমস্যা আছে বা পেট ফাঁপা হওয়ার সমস্যা আছে তাদের ক্ষেত্রেও এই ওষুধ ব্যবহার করা যেতে পারে।
অনেক রোগের ক্ষেত্রে দেখা গেছে যে বমি বমি ভাব অথবা বমি কমানোর জন্য এই ওষুধের ব্যবহার করা হয়। পাকস্থলী থেকে খাবার ওপরে উঠে চলে আসা এবং বুক জ্বলা এই ধরনের সমস্যা নিয়ে যদি কোন রোগী চিকিৎসকের পরামর্শ নিতে আসে তাহলে অবশ্যই অন্যান্য ওষুধের সঙ্গে Efodio ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিবেন উপস্থিত ডাক্তার। এর পাশাপাশি দেখা যায় যে আলসার বিহীন রোগ নিরাময়ের জন্য এটা ব্যবহার করা হয়। এছাড়াও অনেকের ক্ষেত্রে রেডিওলজিক্যাল পরীক্ষার জন্য এটা ব্যবহার করা হয় অর্থাৎ আপনার পাকস্থলী যখন ফাঁকা হওয়ার প্রয়োজন রয়েছে তখন অতিরিক্ত মাত্রায় এই ঔষধ প্রয়োগের মাধ্যমে পাকস্থলীকে ফাঁকা করা হয় এবং রেডিওলজিক্যাল পরীক্ষা চালানো হয়।
Efodio ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম
ওষুধ খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বলতে গেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ খেতে হবে এবং ঔষধ খাওয়ার নিয়মের মধ্যে রয়েছে খাবার খাওয়ার ১৫ থেকে ৩০ মিনিট পড়বে এই ওষুধ খেতে হবে। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১০ থেকে ২০ মিলিগ্রাম দমপেরিডন প্রতি 6 থেকে 8 ঘন্টা অন্তর অন্তর খেতে হবে। শিশুদের ক্ষেত্রে দুই থেকে চার মিলে সাসপেনশন প্রতি ১০ কেজিতে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ খেতে হবে। তীব্র বমি ভাব এর জন্য যদি ওষুধ ব্যবহার করা হয় তাহলে প্রাপ্তবয়স্কদের জন্য ২০ মিলিগ্রাম ট্যাবলেট প্রতি 6 থেকে 8 ঘন্টা পর পর খাওয়াতে হবে। এই ক্ষেত্রেও শিশুদের জন্য যদি ঔষধ ব্যবহার করা হয় তাহলে 0.4 থেকে ০.৮ মিলিগ্রাম প্রতি কেজিতে অথবা চিকিৎসকের পরামর্শে অনুযায়ী সঠিক ঔষধ খেতে হবে।
Efodio ট্যাবলেট এর দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া
প্রত্যেকটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থাকে ঠিক তেমনি ড্রমপেরিডন ঔষধ অনেক পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তবে সাধারণত কিছু কিছু রোগীর ক্ষেত্রে এগুলো দেখা দেয় বেশিরভাগ রুগীর ক্ষেত্রে এগুলো দেখা দেয় না। মুখ শুকনো হয়ে যাওয়া থেকে শুরু করে অনেক পিপাসা পাওয়া অনেকের মাথা ব্যথা হতে পারে অনেকের পাতলা পায়খানাও হতে পারে। রেডিয়ান ফার্মাসিটিক্যালস লিমিটেডের Efodio ট্যাবলেটের বর্তমান দাম 4.50 টাকা।