Etorix 90 এর কাজ কি ইটোকক্স

চলুন সবার প্রথমে পরিচিতি পর্ব সেরে নেওয়া যাক। আজকে যে ট্যাবলেট নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে চলেছি সেই ট্যাবলেট মূলত এস কে এফ ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি পণ্য। দাঁতের ব্যথার জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয় এই ঔষধ। এটা ব্যথা বলতে ভুল হবে এটাকে বলতে হবে দাঁতের যন্ত্রণা আর যারা এই ধরনের যন্ত্রণায় অনেক কষ্ট পেয়েছেন তাদের কাছে অত্যন্ত আরামের ঔষধ হচ্ছে Etorix 90 ট্যাবলেট।

এখানেই শেষ হয়ে আমরা জানবো এই ট্যাবলেটের আরো পরিচিতি যেখানে আমরা জানতে পারি এখানে ৬০ মিলিগ্রাম এবং 100 মিলিগ্রামের আরো দুইটি ট্যাবলেট রয়েছে বিভিন্ন ধরনের রোগের ক্ষেতে। সবার প্রথমে এই ওষুধের নির্দেশনা সম্পর্কে আমরা জানবো । কোন কোন উপসর্গের জন্য এই ঔষধ ব্যবহার করা হয় সেই সম্পর্কে আমরা জানবো। এরপরে এই ওষুধ খাওয়ার সঠিক মাত্রা ও সেগুনবিদের সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব।

Etorix 90 কি কাজ করে

সাধারণত অস্ট্রিও আর্থ্রাইটিস নামক রোগ যাদের আছে তাদের এই রোগ অনেক বেশি কষ্ট দেয়। বিভিন্ন ধরনের অস্ট্রিও আর্থ্রাইটিস রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য এই ওষুধ অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এখানেই শেষ নয় রিউমটরয়েড আর্থাইটিস রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য এই ঔষধ অত্যন্ত কার্যকর। আপনারা যারা দীর্ঘদিন ধরে এই ধরনের সাংঘাতিক রোগে কষ্ট করছেন তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে নিয়মিত Etorix 90 খাওয়ার অভ্যাস গড়ে তুলুন। অবশ্য এখানে ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তার কারণ হচ্ছে যে কোন সমাজে কোন ধরনের সমস্যা হলে ডাক্তার আপনার ঔষধ কমানো অথবা বাড়ানোর কাজ করতে পারে।

সার্জারি পরবর্তী দাঁতের ব্যথা স্বল্প সময়ের জন্য কমানোর জন্য অথবা দাঁতের যন্ত্রণা নিরাময়ের জন্য এই ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের গুরুতর সমস্যা যেমন গাওটি আর্থ্রাইটিসহ বিভিন্ন রোগের বেদনাদায়ক এবং জ্বলা পড়া উপসর্গের জন্য এটা ব্যবহার করা হয়। তাহলে প্রাথমিকভাবে আপনার যে ধারণা ছিল অবশ্যই সেই ধারণা পরিবর্তন হয়েছে এবং এই ঔষধ সম্পর্কে আপনারা আরও বেশি কিছু জানতে পারলেন। আমাদের এটাই লক্ষ্য আপনি যদি একটি তথ্য ঔষধ সম্পর্কে জানেন তাহলে আমরা চেষ্টা করব আপনাদের সেখানে দুটি তথ্য দিতে এতে করে আস্তে আস্তে আপনার এবং আমার জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে।

Etorix 90 খাওয়ার সঠিক মাত্রা

অবশ্যই সঠিক মাত্রা জেনে ঔষুধ খাবেন না তার কারণ হচ্ছে আপনি যদি সঠিক মাথায় ঔষধ না খান তাহলে সেটা ওষুধ খাওয়া এবং না খাওয়ার সমান হয়ে যায়। অবশ্যই সঠিক মাত্রায় ওষুধ খেতে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিবেন তবে সেই সময়টুকু যদি আপনার কাছে না থাকে তাহলে আমাদের এখান থেকে নির্দেশনা অনুযায়ী জেনে নিন Etorix 90 ঔষধ খাওয়ার সঠিক মাত্রা।

মূলত বিভিন্ন ধরনের অস্ট্রিও আর্থ্রাইটিস রোগের জন্য নির্দেশিত মাত্রা হচ্ছে ৩০ মিলিগ্রাম দিনে একবার। যদি এইভাবে ফলাফল না পাওয়া যায় তাহলে কিছু কিছু রোগের ক্ষেত্রে ৬০ মিলিগ্রাম করে দিনে একবার ব্যবহার করা যেতে পারে। এছাড়াও আরো বড় সমস্যা যেমন অন্যান্য আর্থ্রাইটিস সমস্যার জন্য এই ওষুধের নির্দেশিত মাত্রা ৯০ মিলিগ্রাম দিনে একবার। একিউট গাউটি আর্থ্রাইটিস এর মত গুরুতর সমস্যার জন্য ১২০ মিলিগ্রাম দিনে একবার। সার্জারি পরবর্তী দাঁতের ব্যথার জন্য নির্দেশিত মাত্র ৯০ মিলিগ্রাম দিনে একবার যা সর্বোচ্চ তিন দিন পর্যন্ত খাওয়া যাবে ।

Etorix 90 দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

এই ওষুধের সঠিক পার্শ্ব প্রতিক্রিয়া খুব একটা দেখা যায় না তবে অবশ্যই স্তন্যদান কালে এবং গর্ভাবস্থায় এই ওষুধ খাবেন না। যেহেতু দীর্ঘদিন ধরে এই ঔষধ ব্যবহার করা হয় না তাই অবশ্যই আপনি কখনোই পরিকল্পনা করবেন না এই ওষুধ দীর্ঘদিন ব্যবহারের জন্য। বর্তমানে এস কে এফ ফার্মাসিটিক্যালস লিমিটেডের Etorix 90 ট্যাবলেট এর দাম ১২ টাকা।