Gavisol এর কাজ কি গ্যাভিসল সিরাপ

সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ওয়েবসাইটে যেখান থেকে আপনারা রাত দিন 24 ঘন্টা যেকোনো ধরনের ঔষধ সম্পর্কে শতভাগ সঠিক তথ্য সংগ্রহ করতে পারবেন নিজ ভাষায়। আজকে আমরা Gavisol সিরাপ নিয়ে কথা বলছি সবার প্রথমে চলুন জানার চেষ্টা করি Gavisol সিরাপ এর পরিচিতি সম্পর্কে। ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেড বাংলাদেশের অনেক প্রাচীন একটি ফার্মাসিটিক্যালস লিমিটেড তাদেরই একটি পণ্য হচ্ছে আজকের সিরাপ। এখানে এই কোম্পানি এই সিরাপ তৈরিতে মূল তিনটি উপাদান ব্যবহার করেছে। একটাতে ব্যবহার করা হয়েছে ক্যালসিয়াম কার্বনেট অন্য উপাদান হিসেবে ব্যবহার করা হয়েছে সোডিয়াম বাই কার্বনেট। তিন নাম্বার যে উপাদান সেটা হচ্ছে সোডিয়াম অ্যালজিনেট।

এই তিনটি উপাদানের সমন্বয়ে একটি সিরাপ তৈরি করা হয়েছে তাহলে অবশ্যই আমরা এখান থেকে একটা বিষয় পরিষ্কার ভাবে বুঝতে পারছি Gavisol সিরাপ এর উপকারিতা অনেক। তাহলে চলুন আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করি আজকের এই ওষুধের উপকারিতা সম্পর্কে এবং তাদের জন্য এই ওষুধ ব্যবহার করা ভালো বা উপযোগী। অবশ্যই আরেকটি বিষয় আমরা আপনাদের সতর্ক করবো সেটা হচ্ছে ওষুধের পরিমাপ তাহলে চলুন শেষ পর্যন্ত আমাদের এখান থেকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে নিন।

Gavisol কি কাজ করে

সাধারণত প্রত্যেকটি ওষুধের আলাদা আলাদা ধর্ম আছে কিন্তু এখানে তিন ধরনের উপাদান ব্যবহার করে একটি ওষুধ তৈরি করা হয়েছে তা এখানে এর ধর্মের বিষয়ে একটু গভীরভাবে চিন্তা করতে হবে। ইহা গ্যাস্ট্রিক রিফ্লাক্স রোগের বিরুদ্ধে কাজ করতে পারে অর্থাৎ এই ধরনের সমস্যা যাদের আছে তাদের জন্য Gavisol সিরাপ নির্দেশিত। এর পাশাপাশি যাদের হার্টবার্ণ রোগের উপসর্গ রয়েছে এর পাশাপাশি গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমন্বিত ফ্লাটুলেন্স সমস্যা আছে তাদের জন্য এই ঔষধ অত্যন্ত কার্যকরী তা আশা করছি এই ধরনের সমস্যা নিয়ে যেই রোগীগুলো চিকিৎসকের কাছে যাবেন তখন অবশ্যই চিকিৎসক অন্যান্য ওষুধের সঙ্গে Gavisol সিরাপ খাওয়ার পরামর্শ দেবেন রোগীদের।

এছাড়াও কিছু সমস্যা আছে যেমন গ্যাস্ট্রিকের বিভিন্ন পীরা বা গ্যাস্ট্রিক আলসার। গর্ভবতী মায়েদের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন কারণবশত প্রচুর গ্যাস হয় এবং সেই গ্যাসের কারণে তার বুকের সাইডে প্রচুর ব্যথা হয়। গ্যাসের জন্য এই ব্যথা এবং বুকের যে জ্বালাপোড়া রয়েছে সে জ্বালাপোড়া নিরাময়ের জন্য এই ঔষধ অত্যন্ত কার্যকরী। আমরা এখানে আপনাদের একটি ঔষধ সম্পর্কে অনেক কিছুই জানালাম কিন্তু অনুরোধ থাকবে এখানে জানার পরে নিজে থেকে ওষুধ খাবে না তার কারণ হচ্ছে আপনার সঠিক কি রোগ হয়েছে সেটা আপনি নির্ণয় করতে পারবেন না নির্ণয় করতে পারবেন একজন ডাক্তার।

Gavisol খাওয়ার সঠিক পরিমাপ

প্রত্যেকটি ঔষধের ন্যায় এই ঔষধের সঠিক খাওয়ার নিয়ম রয়েছে অবশ্যই আমাদের সঙ্গে থেকে সেটা জানার অনুরোধ রইল আপনাদের কাছে। ১২ বছরের অধিক ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ১০ থেকে ২০ মিলি প্রতিদিন চারবার পর্যন্ত খাওয়ার পর এবং শোয়ার সময় ব্যবহার করার অনুমতি রয়েছে। আশা করছি প্রাপ্তবয়স্ক রোগী যারা আছে তারা সঠিক নিয়ম মেনে ঔষধ সেবন করবেন । শিশুদের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য 5 থেকে 10 মিলি প্রতিদিন চারবার পর্যন্ত খাওয়ার পর এবং শোয়ার সময় খাওয়ানো যেতে পারে। তবে আরেকটি বিষয় সবসময় সতর্ক থাকতে হবে যাদের বয়স ৬ বছরের নিচে তাদের কোন ভাবে এই ওষুধ খাওয়ানো যাবে না।

Gavisol দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

পার্শ্ব প্রতিক্রিয়ার কথা বলতে সাধারণত পেটের বিভিন্ন ধরনের সমস্যা এবং দেখা যায় যে কষ্টকাঠিন্য হতে পারে অনেক রোগীদের জন্য। পেটের বিভিন্ন ধরনের খিচুনি বা ঢেকুরতলা এই ধরনের সমস্যাও অনেকে দেখতে পারেন তবে এগুলো একেবারে স্বাভাবিক। ইবনে সিনা ফারমা সিটি কাজ লিমিটেডের Gavisol সিরাপের বর্তমান বাজার মূল্য ২৫০ এবং এখানে ২০০ এমএল সিরাপ পাওয়া যাবে।