Homofix FZ এর কাজ কি হিমোফিক্স এফজেড

আমাদের শরীরে বিভিন্ন ধরনের উপাদানের প্রয়োজন রয়েছে। এই উপাদানগুলো যদি আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তাহলে আমরা সবসময় সুস্থ থাকতে পারি। কিন্তু এই উপাদানগুলো যদি আমাদের শরীরে একটু কম বেশি হয় তাহলে যেকোনো সময় আমরা অসুস্থ হতে পারি। এই অসুস্থতার কারণে মানুষ আস্তে আস্তে শারীরিক দিক দিয়ে অনেক বেশি দুর্বল হয়ে যায় এবং তার যখন বয়স বেশি হয় তখন সে হয়ে যায় তার সন্তানের কাছে একটি বোঝা।

তাই সময় থাকতে সচেতন হন এবং নিজেকে ঔষধ ছাড়া কিভাবে সুস্থ রাখা যায় সেটা জানুন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করুন। আর একটা বিষয় আমরা হয়তো সকলেই ভুলে যাই যে আমাদের জন্য মৃত্যু অনিবার্য তাই চেষ্টা করবেন আল্লাহ তায়ালাকে সবসময় সন্তুষ্ট করতে যাতে তিনি আপনার এবং আপনার পরিবারের উপর রোগ বালাই কম দেন। যাই হোক আজকে আমরা HOMOFIX FZ ট্যাবলেট নিয়ে আলোচনা করব এবং Homofix FZ ট্যাবলেট মানব শরীরের জন্য কতটা উপকারী সে বিষয়ে বিস্তার আলোচনা হবে।

Homofix FZ ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা

Homofix FZ ট্যাবলেট ৩টি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে। এই ৩টি উপাদান যথাক্রমে ফেরাসএসকরবেট+ফলিক অ্যাসিড+জিংক সালফেট । এই ৩টি উপাদানের সমন্বয়ে তৈরি হয়েছে মূলত এই ঔষধ যেখানে যথাক্রমে ৪৮ মিলিগ্রাম এর সঙ্গে ০.৫ মিলিগ্রাম এবং ২২.৫ মিলিগ্রাম উপাদান ব্যবহার করা হয়েছে এবং প্রিপারেশন তৈরি করা হয়েছে। আমরা হয়তো এর কার্যকারিতা সম্পর্কে এর প্রিপারেশন দেখে কিছুটা ধারণা পেয়েছি। তার কারণ হচ্ছে এই প্রিপারেশনে যে ৩টি উপাদান ব্যবহার করা হয়েছে সেই ৩টি উপাদানে যে কার্যকারিতা আছে সেই ওষুধটিও ঠিক একই কাজগুলো করবে।

এর যে নির্দেশনা দেওয়া হয়েছে সেখানে সহজ ভাষায় বলতে গেলে আমরা বলতে পারি যে যেকোনো বয়সের রোগীদের শরীরের রক্তস্বল্পতা পূরণের জন্য এই ঔষধ ব্যবহার করা হয়। হঠাৎ করে শরীরে রক্তস্বল্পতা দেখা দিলে এবং তার পরিমাণ অতিরিক্ত বৃদ্ধি পেলে ভালো খাবারের পাশাপাশি ডাক্তারেরা শরীরে রক্ত কণিক আবৃত্তি করতে মূলত Homofix FZ দিয়ে থাকে। এর পাশাপাশি গর্ভবস্থায় এই ঔষধটি দেওয়া হয় গর্ভবতী মায়ের এবং গর্ভে থাকা সন্তান এর শরীরের সুস্বাস্থ্যের জন্য।

যাদের সাধারণত বিভিন্ন ধরনের অপারেশন হয় তাদের অপারেশনের পরবর্তী সময়ে শরীরের রক্তস্বল্পতা দূর করতে এবং রক্ত সরবরাহ ঠিক রাখতে Homofix FZ ট্যাবলেট ব্যবহার করা হয়। আমরা মূলত জানি কোন ৩টি উপাদানের মাধ্যমে এই পিপারেশন তৈরি করা হয়। এখান থেকে আইরন আমাদের দেহের সঞ্চয় হয় এবং আয়রনের ঘাটতি জনিত রক্তস্বল্পতা দূর করে। এছাড়াও দেহের আয়রনের শোধন বাড়ানোর জন্য ভিটামিন সি যুক্ত করা হয়।

এরপরে ফলিক অ্যাসিড ভিটামিন বি এর একটি ফর্ম যা রক্তের লাল কোষ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যা সারা শরীর জুড়ে অক্সিজেন বহন করে। ঠিক এই ভাবেই জিনিসটি কার্যকরী হয় এবং এটা অনাগত শিশুর মস্তিষ্ক এবং মেরুদন্ড বিকাশের ক্ষেত্রে সব থেকে বড় ভূমিকা পালন করে, তাই গর্ভাবস্থায় এই ঔষধ অবশ্যই একজন গর্ভবতী মাকে খেতে হবে।

Homofix FZ ট্যাবলেট খাওয়ার মাপ

প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দিনে একটি করে ট্যাবলেট খাবার আগে অথবা পরে খেতে বলার নির্দেশ দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্যই এটি ব্যবহার করতে হবে তার কারণ হচ্ছে আপনি যদি এই জিনিসটি অতি ব্যবহার করেন তাহলে আপনার শরীলে অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে যেটা আপনার সুস্থতা থেকে অসুস্থতার কারণ হয়ে দাঁড়াতে পারে। শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহারের কোন নির্দেশনা আমরা খুঁজে পাইনি তাই এখানে ডাক্তারের পরামর্শ ছাড়া শিশুদের ক্ষেত্রে এটা ব্যবহার করা যাবে না। প্রত্যেকটি ওষুধের রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া তাই পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে অবগত হন।