Leptic 0.5 এর কাজ কি লেপটিক ০.৫

একটা জিনিস আপনি যখন খাবেন তখন অবশ্যই সে জিনিসের প্রয়োজন অনুভব করার পরে খাবেন। ঔষধের ক্ষেত্রেও এর ব্যতিক্রম না এমনকি ঔষধের প্রয়োজনীয়তা থাকার পরেও অনেকে ঔষধ খেতে চায় না। বর্তমান যুগে আমাদের শরীল যেভাবে অসুস্থ হচ্ছে আমাদের উচিত নিয়মিত চিকিৎসা গ্রহণ করা কিন্তু আমরা সেই কাজটি করছি না। যার ফলে আমাদের শরীর আরো বেশি অসুস্থ হচ্ছে এবং আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আজকে আমাদের শরীরের একটি রোগ নিরাময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ ট্যাবলেট নিয়ে কথা বলব।

একমি ল্যাবরেটরীজ লিমিটেড আমাদের পরিচিত একটি কোম্পানি। এই কোম্পানির Leptic 0.5 ট্যাবলেট নিয়ে আজকে কথা বলব আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাকে সঙ্গে থাকবেন। সাধারণত এই ট্যাবলেটের কিছু উপকারিতা এবং কার্যকারিতা সম্পর্কে জানার চেষ্টা করব আমাদের এই ছোট্ট আর্টিকেল থেকে। এটা আমাদের ধারাবাহিক কাজের মধ্যে একটি তাই আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং জানার চেষ্টা করবেন এই তথ্যগুলো যেটা ভবিষ্যতে আপনাদের কাজে লাগতেও পারে।

Leptic 0.5 ট্যাবলেট কি কাজ করে

আপনার কাছে পরিচিত নাও হতে পারে কিন্তু আমার কাছে Leptic 0.5 ট্যাবলেট অত্যন্ত পরিচিত তার কারণ হচ্ছে আমি বিভিন্ন সালের অসুস্থতার কারণে Leptic 0.5 ট্যাবলেট খেয়েছি। সব থেকে বড় ব্যাপার হলো আমি বিভিন্ন জনের মুখ থেকে শুনেছি এটা ঘুমের ট্যাবলেট কিন্তু খাওয়ার পরে আমি কোন ধরনের ঘুম অনুভূত হয়নি তাই আমি চেষ্টা করি এটা সম্পর্কে জানতে এবং জানতে পারি এটা ঘুমের ঔষধ নয় এটা সরাসরি এমন কিছু উপকার আমাদের শরীরে করে যার কারণে হয়তো ঘুম আসতে পারে কারো কারো ক্ষেত্রে।

এর কার্যকারিতা সম্পর্কে বলতে গেলে সাধারণত এগবিফোবিয়া সহ বা ব্যতীত পেনিস অর্ডারের ক্ষেত্রে এটা নির্দেশিত হয়। প্যানিক ডিসঅর্ডার বলতে কী বোঝানো হয়েছে সে সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে। এখানেই শেষ নয় কিছু কিছু রোগের ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করা যায় যে হঠাৎ করে ভয় পাওয়ার প্রবণতা বেড়ে যায়। মনে করুন হঠাৎ করে কোন রোগী ভয় পাচ্ছে এবং কিছু অল্প সমস্যাতে এসে অনেক বেশি ভীত হচ্ছে এই ধরনের রোগীদের চিকিৎসার প্রয়োজন রয়েছে। আর চিকিৎসার জন্য সবার প্রথমে আপনাকে আসতে হবে একজন ভালো চিকিৎসকের কাছে যে আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবে। এই ধরনের চিকিৎসা নিরাময়ের জন্য রোগীদের এই Leptic 0.5 ট্যাবলেট নির্দেশিত করা যাবে।

Leptic 0.5 ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম

প্রত্যেকটি ওষুধের রয়েছে সঠিক নিয়ম এবং খাওয়ার পরিমাপ। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি প্যানিক ডিসঅর্ডার রোগের আক্রান্ত কোনো রোগী পাওয়া যায় তাহলে এই ঔষধ দিনে সর্বনিম্ন ০.৫ মিলিগ্রাম থেকে সর্বোচ্চ ২০ মিলিগ্রাম পর্যন্ত খাওয়ানো যেতে পারে। এখানে তিন বেলায় আপনি ওষুধ দিতে পারেন কোন কোন রোগীর ক্ষেত্রে এক বেলায় ০.৫ মিলিগ্রাম থেকে শুরু হয় এবং আস্তে আস্তে সেটা তিন বেলা পর্যন্ত যেতে পারে। কোন কোন রোগীর ক্ষেত্রে প্রতি বেলায় ১.৫ মিলিগ্রাম করে মোট তিন বেলা প্রতিদিন ওষুধ খাওয়ার নির্দেশনা দিতে পারেন চিকিৎসক।

সবমিলিয়ে আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে চিকিৎসার আপনাকে যে কাজটি করতে বলছে আপনাকে সেই কাজটি সঠিকভাবে করতে হবে এতে করে আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখানে মুখে সেবনযোগ্য এই ঔষধ আপনি অবশ্যই খাওয়ার পরে খাবেন এবং পানি অথবা খাবারের সঙ্গে খাবেন।

Leptic 0.5 ট্যাবলেট এর দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

প্রত্যেকটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে এবং আমরা প্রত্যেকটি ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কাজ করার চেষ্টা করি। এখানে সাধারণত রোগীদের ক্ষেত্রে দেখা যায় মাথা ঘোরার প্রবণতা এ পাশাপাশি অনিয়ন্ত্রিত চলাচল হতে পারে প্রথম প্রথম। অস্বাভাবিক কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে অস্বাভাবিক চোখ ঘোরা থেকে শুরু করে বিষন্নতা বা স্মৃতি লোপ পাওয়া অন্যতম। একমি ল্যাবরেটরিজ লিমিটেড এর Leptic 0.5 ট্যাবলেটের বর্তমান দাম ৬.৭৫ টাকা।