Lyric 50 এর কাজ কি লিরিক ৫০

চলুন সবার প্রথমে এই ক্যাপসুল এর পরিচিতি সেরে নেওয়া যাক। হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এর কথা তো অনেকেই শুনেছেন সেই হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি ক্যাপসুল হচ্ছে Lyric 50 ক্যাপসুল। এখানে এই ক্যাপসুল শুধুমাত্র ৫০ মিলিগ্রাম না এর পাশাপাশি ২৫ মিলিগ্রাম এর ভেরিয়েন্ট এবং ৭৫ ও ১৫০ মিলিগ্রামের ভেরিয়েন্ট পাওয়া যাবে। যে রোগীর জন্য যেই ভেরিয়েন্ট দেওয়া ঠিক হবে চিকিৎসক সেটাই নির্ধারণ করে দেবেন।

সাধারণত Lyric 50 ক্যাপসুল তৈরিতে ব্যবহার করা হয়েছে প্রিগাবালিন। আমরা যতটুকু জানতে পেরেছি এটা বিভিন্ন ধরনের নিউরোপ্যাথির চিকিৎসায় ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্ক মানুষের ক্ষেত্রে ব বিভিন্ন ধরনের নিউরোপ্যাথির সমস্যা হয়ে থাকে এবং এই নিউরোপ্যাথের বিভিন্ন ধরনের চিকিৎসা হিসেবে এই ঔষধের ব্যবহার করা হয় অন্যান্য ঔষধের সঙ্গে। সাধারণত ব্যাথা নিরোধক এবং খিচুনি বিরোধী প্রভাবের জন্য তাই বলে প্রাণীদের ওপর পরীক্ষায় জানা গেছে যে এই ঔষধ এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে। চলুন বিস্তারিতভাবে জানার চেষ্টা করি।

Lyric 50 কি কাজ করে

সাধারণত ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথির সাথে সংশ্লিষ্ট নিউরোপ্যাথির ব্যথা যদি থাকে তাহলে এই ব্যথা নিরামার জন্য সবথেকে বেশি ব্যবহার করা হয় Lyric 50 ট্যাবলেট। আপনারা যারা নিজে থেকে এই ঔষধ সেবন করবেন তাদেরকে বলব কখনোই এই কাজটি করবেন না তার কারণ হচ্ছে যে রোগের কথা আমরা এখন বললাম সেটা সবার প্রথমে সঠিকভাবে নির্ণয় করতে হবে। এই ব্যথাগুলো অত্যন্ত সাংঘাতিক ব্যথা হয়ে থাকে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সবার প্রথমে এই ব্যথাগুলো নির্ণয় করতে হবে তারপরে সেখানে ব্যবহার করতে হবে।

এছাড়াও এক মাস ওর বেশি বয়সীদের ক্ষেত্রে পারসিয়াল অনসেট সিজারের সহায়ক চিকিৎসা এটা ব্যবহার করা হয়। চিকিৎসা করা যদি মনে করেন এই ধরনের রোগীদের জন্য Lyric 50 ক্যাপসুল ব্যবহার করবেন তাহলে তারা সেটা পারবেন। এখানেই শেষ নয় আমরা আরো জানতে পেরেছি স্পাইনাল কর্ডের আঘাতের সাথে সংশ্লিষ্ট নিউরোপ্যাথি ব্যথার জন্য এটা ব্যবহার করা হয়। এটা অত্যন্ত সাংঘাতিক এবং অত্যন্ত বেদনাদায়ক একটি সমস্যা। স্পাইনাল কর্ডে যদি আঘাত হয় তাহলে অনেক ক্ষেত্রে এটা বোঝা যায় না এবং আঘাত হওয়ার পরে প্রচন্ড ব্যথা হয় এবং সেটা নিয়ে অনেকের অনেক ধরনের কষ্ট হয়। সে ব্যথা নিরাময়ের ওষুধ হিসেবে Lyric 50 ক্যাপসুল ব্যবহার করা হয়।

Lyric 50 সঠিক মাত্রা ও সেগুনবিধি

অবশ্যই সঠিক মাত্রা রয়েছে আমরা শুধুমাত্র একটি উদাহরণ আপনাদের দেব এইমাত্র সম্পর্কে। বিভিন্ন চিকিৎসার বিভিন্নভাবে ব্যবহার করা হয় তাই সঠিক মাত্রা নির্বাচন করতে পারবেন উপস্থিতি চিকিৎসক। সাধারণত যাদের ক্রিয়েটেনিন ক্লিয়ারেন্স ৬০ মিলি প্রতি মিনিটে রয়েছে তাদের এই ঔষধ সর্বোচ্চ মাত্রা হতে পারে ১০০ মিলিগ্রাম করে দিনে তিনবার। অর্থাৎ দিনে সর্বোচ্চ ৩০০ মিলিগ্রাম করে এই রোগীদের জন্য Lyric 50 ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিতে পারেন একজন চিকিৎসক । এরকমভাবে বিভিন্ন রোগের জন্য বিভিন্নভাবে এই ঔষধ নির্দেশিত হয় তাই এখানে এই ছোট্ট আর্টিকেলে এত কিছু বলা সম্ভব হবে না।

এটা মুখে সেবন করার মতন একটি ঔষধ এবং খাবারের আগে ও পরে যেকোনো সময় সেবন করা যাবে। এটা কোনভাবে ভাঙ্গা বা চূর্ণ-বিচূর্ণ করা বা গুঁড়ো করে খাওয়া যাবে না এটা করলে এই ওষুধের কার্যকারিতা কমে আসবে।

Lyric 50 দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণত যে পার্শ্ব প্রতিক্রিয়া গুলো রক্ষা করা যায় তার মধ্যে মাথা ঘোরা অন্যতম এবং হাত-পা ফুলে যাওয়া বা চোখে কম দেখা যাকে ঝাপসা দৃষ্টি বলে এই ধরনের সমস্যা হতে পারে। অনেকের ক্ষেত্রে ওজন বৃদ্ধি বা অস্বাভাবিক চিন্তাভাবনা হতে পারে। হেলথ কেয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের Lyric 50 ক্যাপসুলের বর্তমান দাম হচ্ছে ১৪ টাকা। সব সময় অনুরোধ থাকবে ডাক্তারের পরামর্শ ছাড়া কোন ঔষধ কেনা অথবা খাওয়া থেকে নিজেকে বিরত রাখুন