Moxaclav 625 এর কাজ কি মোক্সাক্লাভ

আসুন সবার প্রথমে আজকের যে ট্যাবলেট নিয়ে কথা বলব তার সাধারণ কিছু পরিচিতি জানি তারপরে আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব। এই ট্যাবলেট তৈরিতে দুটি উপাদান ব্যবহার করা হয়েছে প্রথম উপাদানটি আমাদের কাছে অত্যন্ত পরিচিত এমোক্সিসিলিন। এরপরে যে উপাদান রয়েছে সেটা হচ্ছে ক্লাভুলানীক এসিড। এই দুইটি উপাদান যথাক্রমে 500 মিলিগ্রাম এবং 125 মিলিগ্রাম মিলিত হয়ে তৈরি হয়েছে Moxaclav 625 ট্যাবলেট। এটা মূলত আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি ট্যাবলেট আস্তে আস্তে আমরা সেটা জানতে পারবো।

স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড দেশের অন্যতম বড় একটি কোম্পানি এই কোম্পানির অধীনে মূলত এই ট্যাবলেট তৈরি করা হয়। এই ট্যাবলেটের বিভিন্ন ধরনের ভেরিয়ান্ট বাজারে পর্যাপ্ত পরিমাণে রয়েছে আপনারা চাইলে তার মধ্যে থেকে যে কোন একটি বেছে নিতে পারেন আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী। শুধুমাত্র ট্যাবলেট ভেরিয়েন্ট এ রয়েছে এমন নয় এটা রয়েছে সিরাপ ভেরিয়েন্ট। চলুন জানার চেষ্টা করি এই ওষুধের সঠিক কার্যকারিতা সম্পর্কে এবং একজন রোগীর কোন কোন সমস্যা হলে এই ওষুধ খেতে পারবেন এবং সেটার পরিমাপ কত। এছাড়া ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটাও জানতে পারবো।

Moxaclav 625 এর কার্যকারিতা কি

মূলত আমরা যে নির্দেশনা সংগ্রহ করতে পেরেছি সেই নির্দেশনা অনুযায়ী সহজ ভাষায় বলতে গেলে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমনের স্বল্প মেয়াদী চিকিৎসায় ব্যবহার করা হয় এই গুরুত্বপূর্ণ ট্যাবলেট। যেমন মনে করুন মূত্র ও যৌন নালীর সংক্রমনে যেমন মূত্রথলির প্রদাহ মূত্রনালীর প্রদাহ ইত্যাদি সমস্যার সমাধানের জন্য স্বল্প মেয়াদে চিকিৎসায় এই ঔষধ অত্যন্ত কার্য করে একটি অবসর। আমরা আরো জানতে পেরেছি যে বিভিন্ন ধরনের চর্ম ও নরম কলার সংক্রমণ রোধে এই ঔষধ এর বহুবিধ ব্যবহার আছে তাই অবশ্যই এটা এখানেও কার্যকরী একটি ঔষধ।

অস্থি ও অস্থি সন্ধির সংক্রমনের সমস্যা দেখা দিলে এই ধরনের ঔষধ ব্যবহার করা হয় যার মাধ্যমে অস্থিমজ্জার প্রদাহ জড়িত বিভিন্ন রোগ নিরাময় করা সম্ভব হয়। শ্বাসনালীর উপরিভাগে যে সংক্রমণগুলো হয়ে থাকে যেমন মনে করুন টনসিলের প্রদাহ থেকে শুরু করে সাইনাসের প্রদাহ এবং মধ্য কর্নের প্রদাহ এই ধরনের জটিল সমস্যার সমাধানে Moxaclav 625 ট্যাবলেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে। এছাড়াও আমরা আরো জানতে পেরেছি যে এই ঔষধ শাসনালী নিম্নভাগের বিভিন্ন সংক্রমণ রোধেও অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

শ্বাসনালী নিম্নভাগের বিভিন্ন সংক্রমণের মধ্যে রয়েছে তীব্র ও দীর্ঘমেয়াদি ব্রংকিয়াল প্রদাহ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নিউমোনিয়া। এ ধরনের সমস্যা সমাধানে অবশ্যই স্বল্প মেয়াদী চিকিৎসার জন্য Moxaclav 625 ওষুধটি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করছে বলে আমি মনে করি।

Moxaclav 625 ট্যাবলেট সেবন বিধি ও মাত্রা

আপনি খাবারের পরে অথবা খাবারের সঙ্গে এই ট্যাবলেট খেতে পারেন। যে সকল রোগীর বয়স ১২ বছরের উর্ধ্বে তাদের সাধারণ সংক্রমণে একটি করে ট্যাবলেট অর্থাৎ ৬২৫ মিলিগ্রাম প্রতি 12 ঘন্টা অন্তর অন্তর খাওয়ানো যেতে পারে। যাদের তীব্র সংক্রমণ আছে তাদের একটি এক গ্রাম ট্যাবলেট প্রতি 12 ঘন্টা অন্তর অথবা একটি 625 ট্যাবলেট প্রতি ৮ ঘণ্টা অন্তর অন্তর খাওয়ানো যেতে পারে। এছাড়াও বিভিন্ন ধরনের জটিল সমস্যার ক্ষেত্রে শিশুদের এই ওষুধ দেওয়া যেতে পারে ।

এগুলো জটিল সমস্যা এবং শিশুদের এই সমস্যার জন্য অনেক কষ্ট করতে হয় তাই এই সমস্যা নিয়ে বাড়িতে বসে না থেকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেলে তিনি সঠিক ওষুধের মাপটা নির্ধারণ করতে পারবে সঠিক পরিস্থিতির উপর নির্ভর করে। এছাড়াও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আরও অন্যান্য সমস্যা রয়েছে এই সমস্যার সমাধানে এই ঔষধ অত্যন্ত কার্যকরী অনেকের ক্ষেত্রে ইনজেকশন এর ব্যবহার করা যেতে পারে।

Moxaclav 625 দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

আমরা যতটুকু জানতে পেরেছি স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের এই ট্যাবলেট অর্থাৎ Moxaclav 625 এর বর্তমান বাজার দাম প্রতি পিসের ৩২ টাকা। পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে বিভিন্ন সময় দেখা যায় যে ডায়রিয়া থেকে শুরু করে বমি বমি ভাব অথবা শরীরে এলার্জির আবির্ভাব দেখা যেতে পারে।