Neurocare এর কাজ কি

ভিটামিন আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ উপাদান সেটা বলার অবকাশ রাখেনা। সেই ছোটবেলা থেকে আমরা বই পুস্তকে পড়ে আসছি এই ভিটামিন এর উপকারিতা এবং প্রয়োজনীয়তা সম্পর্কে তাই নতুনভাবে ভিটামিনের উপকারিতা এবং প্রয়োজনীয়তা কাউকে বোঝানোর মতন সামর্থ্য আমার নেই। তবে আজকে আমরা এই ভিটামিন গুলি সমৃদ্ধ এমন একটি ট্যাবলেট নিয়ে কথা বলবো যেটাতে একইসঙ্গে তিন ধরনের ভিটামিন ভরপুর রয়েছে। এর মধ্যে রয়েছে ভিটামিন বি১, এর মধ্যে রয়েছে ভিটামিন বি৬ এবং এর মধ্যে রয়েছে ভিটামিন বি১২।

এই তিনটি উপাদান যথাক্রমে ১০০ মিলিগ্রাম, ২০০ মিলিগ্রাম এবং ২০০ মাইক্রো গ্রাম আছে প্রত্যেকটি ট্যাবলেটে। আপনারা ভুলে গেলেও আমি ভুলবো না আজকে আমরা কথা বলতে চলেছি বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেডের Neurocare ট্যাবলেট নিয়ে। পুরো আর্টিকেল জুড়ে যারা আমাদের এই ছোট্ট পোস্ট পড়বেন তাদের এই ট্যাবলেট সম্পর্কে কোন তথ্যই জানা বাকি থাকবে না। আমরা প্রতিনিয়তের প্রস্তুত আছি আপনাদের জন্য ভালো কিছু করতে তাই আমরা আজকে নিয়ে এলাম Neurocare ট্যাবলেট এর বিভিন্ন তথ্য যেটা আপনাদের অবশ্যই কাজে আসবে।

Neurocare ট্যাবলেট কেন খাবেন

সাধারণত এই ট্যাবলেট যে উপাদান ব্যবহার করা হয়েছে সেই উপাদান এর মূল হচ্ছে ভিটামিন বি। ভিটামিন বি এর ঘাটতি পূরণের জন্য সাধারণত এই ঔষধ খাবার নির্দেশনা দেন উপস্থিত চিকিৎসক। তবে শুধুমাত্র ভিটামিন বি এর ঘাটতি পূরণে এটা ব্যবহার হয় এমন নয় ভিটামিন বি এর অভাবে যে রোগগুলো হয় সেই রোগগুলো সম্পর্কেও আমরা এখানে আপনাদের জানাবো যাতে বিষয়টি একেবারেই পরিষ্কার হয়। সাধারণত যে সকল রোগীর কিছু রোগ রয়েছে যেমন ডায়াবেটিস এই ধরনের রোগীদের ক্ষেত্রে অথবা অ্যালকোহলিক রোগীদের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথি চিকিৎসার জন্য ব্যবহার করা হয় Neurocare ট্যাবলেট।

এর পাশাপাশি আমরা জানতে পেরেছি এই ট্যাবলেটের আরো কিছু নির্দেশনা রয়েছে তার মধ্যে নিউরাইটিস , নিউরালজিয়া নামক রোগ অন্যতম। অনেক রোগীদের ক্ষেত্রে এটা লক্ষণীয় হয় যে দীর্ঘদিন ধরে তাদের কাজ ও হাতের দীর্ঘমেয়াদী নিউরোপ্যাথির ব্যথার সৃষ্টি হয়। এই ব্যথার কারণে যদি চিকিৎসকের কাছে যান তাহলে অবশ্যই অন্যান্য ওষুধের সঙ্গে Neurocare ট্যাবলেট খাওয়ার পরামর্শ সেই চিকিৎসক দেবেন। এছাড়াও দেখা যায় যে মুখপেশীর অবসতা অন্যতম সমস্যা কিছু কিছু রোগীর ক্ষেত্রে।

এই ধরনের রোগীদের সঠিক চিকিৎসার জন্য এই ট্যাবলেট ব্যবহার করা হয়। এগুলো ছিল আমাদের কাছে পরিচিত রোগের নাম যার মাধ্যমে বিষয়টি আমরা বুঝতে পারবো তবে এর বাইরেও কিছু জটিল রোগ আছে যেগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নেই কিন্তু চিকিৎসকের মাথাব্যথা ঠিকই আছে এই ধরনের রোগের জন্য ব্যবহার করা হয় Neurocare ট্যাবলেট।

Neurocare ট্যাবলেট খাওয়ার সঠিক নিয়ম

যে ওষুধের কাজ যত বেশি সেই ওষুধের খাওয়ার নিয়ম মানার প্রয়োজনীয়তা ততই বেশি। আপনি যদি সঠিক মাত্রায় ভিটামিন না খান তাহলে সেটা আপনার শরীরের ঘাটতি পূরণ করতে সাহায্য করবে না এবং অতিরিক্ত মাত্রায় খেলে অবশ্যই ক্ষতিও করবে তাই সঠিক মাত্রা অবলম্বন করুন। আজকের এই ট্যাবলেট প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে দিনে ১ থেকে ৩ টি করে ট্যাবলেট খেতে হবে। এখানেই শেষ নয় এখানে ইঞ্জেকশনের ব্যবহার লক্ষ্য নিও যেটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগের শারীরিক অবস্থা বিবেচনায় এটা ব্যবহার করতে হবে। শিশুদের ক্ষেত্রে কোনভাবেই এই ঔষধ ব্যবহারের নির্দেশনা পাওয়া যায়নি।

Neurocare ট্যাবলেট এর দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তার মধ্যে গ্যাসের সমস্যা এবং অ্যালার্জি খুবই রিয়াকশন অন্যতম। গর্ভাবস্থায় এই ওষুধ খাওয়া যাবে কিনা এটা যারা জানতে চাচ্ছেন তাদের জানাতে চাচ্ছি যে গর্ব অবস্থায় এই ওষুধ অনুমোদিত নয় তাই আপনাকে এটা বর্জন করতে হবে। বেক্সিমকো ফার্মাসিটিক্যাল লিমিটেড এর Neurocare ট্যাবলেটের বর্তমান দাম ১০ টাকা। অতিরিক্ত মাত্রায় সেবন করা যাবে না কোনভাবেই এই ঔষধ তার জন্য চিকিৎসকের কাছে সরাসরি চলে যান।