Rupa tablet এর কাজ কি

সাধারণ মানুষের একটি ঔষধ সম্পর্কে যে ধারণা থাকে তার বাইরে অনেক তথ্য থাকে একটি ঔষধ সম্পর্কে। যে তথ্যগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য তবে আমরা সেই তথ্যগুলো না জানার কারণে ওষুধের সঠিক ব্যবহার করতে পারি না। কিন্তু ডাক্তার এরা এই তথ্যগুলো সব জানেন যার কারণে তারা সঠিক চিকিৎসায় সঠিক ঔষধ ব্যবহার করেন এবং রোগীদের সুস্থ করতে পারেন। আজকের এই আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন Rupa tablet যেটা অ্যারিস্টো ফার্মা লিমিটেডের একটি পণ্য সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য।

এখানে এই ট্যাবলেট তৈরিতে মূলত ব্যবহার করা হয়েছে রুপাটাডিন ফিউমারেট। এই মূল উপাদান সাধারণত কোন কাজ করতে পারে সে সম্পর্কে জানলেই আমরা ওষুধের গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানব। সবার প্রথমে জানার চেষ্টা করব Rupa tablet ঔষধ মূলত কি কাজ করে বা কোন রোগের বিরুদ্ধে লড়াই করতে পারে এর পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব এই ওষুধের সঠিক ব্যবহার ও মাত্রা।

Rupa tablet কি কাজ করে

আমরা যতটুকু জানি সাধারণত এটা সিজনাল এবং প্যারিনিয়াল এলার্জি রাইনাইটিস এবং আর্টিকারিয়া ও এর জন্য নির্দেশিত। এখন অনেকেই বলতে পারেন সিজনাল এবং প্যারিনিয়াল এলার্জি রাইনাইটিস বলতে কী বোঝানো হয়েছে বুঝতে পারেননি। এখানে এলার্জি রাইনাইটিস বলতে বোঝানো হয়েছে এলার্জির কারণে বিভিন্ন ধরনের কমন যে সমস্যাগুলো আমাদের শরীরে হয়ে থাকে সেগুলো। অনেকের ক্ষেত্রে এই সমস্যার মধ্যে হাঁচি হওয়ার প্রবণতা বেশি দেখা দেয় অনেকের ক্ষেত্রে শরীরের বিভিন্ন স্থানে চুলকানি হওয়ার প্রবণতা বেশি দেখা যায়।

হাচির কারণে নাক বন্ধ হয়ে যাওয়া বা নাক দিয়ে পানি পড়ার মতন প্রবণতার সৃষ্টি হতে পারে। এছাড়াও অনেকের ক্ষেত্রে চোখ লাল হয়ে যাওয়া চোখে চুলকানি বা চোখ দিয়ে পানি পড়ার মতন প্রবণতার সৃষ্টি হতে পারে। এখানেই শেষ নয় অনেকের ক্ষেত্রে গলায় তালুতে চুলকানি বা ঘন ঘন হাঁচি হওয়া থেকে গলা ব্যথার মতন প্রবণতার সৃষ্টি হতে পারে। এগুলো সাধারণত সিজনাল এবং নন সিজনাল এলার্জিক রাইনাইটিস আর এগুলো যদি হয়ে থাকে তাহলে অবশ্যই একজন রোগীকে সঠিক পরামর্শ অনুযায়ী Rupa tablet ঔষধ খাওয়াতে হবে।

এছাড়াও আরটিকারিয়া বলতে এলার্জির কারণে শরীরের ওপরে অংশে যদি আমাদের বিভিন্ন ধরনের চাকার মত বের হয় বা এই ধরনের ইনফেকশনের সৃষ্টি হয় সেগুলোকে বোঝানো হয়েছে। এই ধরনের সমস্যাগুলো থেকে বাঁচার জন্য ডাক্তারেরা সাধারণত Rupa tablet ঔষধ খাওয়ার পরামর্শ দেন।

Rupa tablet খাওয়ার সঠিক নিয়ম ও মাত্র

প্রত্যেকটি ঔষধে রয়েছে আলাদা আলাদা মাত্রা এবং বিভিন্ন ধরনের রোগীর ক্ষেত্রে বিভিন্ন রোগের জন্য এই ঔষধ বিভিন্নভাবে ব্যবহার করা হয়। প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর এর উর্ধ্বে ১০ মিলিগ্রাম করে দিনে একবার সেবন করতে হবে। এটা মুখে সেবনযোগ্য একটি ঔষধ আপনি চাইলে যেকোনো সময় এই ঔষধ খাবারের পরে পানির সঙ্গে মিশে খেতে পারেন। তবে শিশুদের ক্ষেত্রে এই ওষুধের ব্যবহার আলাদাভাবে করতে হবে।

দুই থেকে ১১ বছর বয়সী শিশুদের জন্য ২৫ কেজি বা তার বেশি ওজনে শিশুরা প্রতিদিন একবার খাবারের সাথে অথবা এক চা চামচ সিরাপ খেতে পারে খাবার বাদে। ১০ কেজি থেকে বেশি ওজনের এবং 25 কেজি ওজনের কম শিশুদের জন্য প্রতিদিন খাবার এর সাথে অথবা খাবার চাড়াই হাফ চা চামচ ওরাল সলিউশন গ্রহণ করতে হবে।

Rupa tablet দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

আপনি অতিরিক্ত ওষুধ খেলে অবশ্যই তার পার্শ্ব প্রতিক্রিয়া বুঝতে পারবেন। এখানে দুর্বলতা লাগা এবং মাথা ঘোরা এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে ক্ষুধা বৃদ্ধি বা জয়েন্টে ব্যথা অনুভূত হতে পারে পিঠে ব্যথা অনুভূত হতে পারে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। গলা ব্যথা থেকে শুরু করে মনোযোগহীনতা বা কোষ্ঠকাঠিন্যতা অন্যতম পার্শ্ব প্রতিক্রিয়া এছাড়াও জর বা পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের অস্বস্তিকর সমস্যার তৈরি হতে পারে Rupa tablet ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে।