সাধারণত আমাদের শরীরে যদি কোন জায়গাতে কোন ক্ষতের সৃষ্টি হয় সেই জায়গা থেকে সংক্রমণ বৃদ্ধি পেতে পারে। এ ধরনের ছোট ছোট ক্ষত থেকে কত বড় ক্ষতি হতে পারে তার উপলব্ধি কেবলমাত্র একজন ডায়াবেটিক রোগী করতে পারেন তার কারণ হচ্ছে আমার জীবনে দেখা এমন বহু রোগীকে দেখতে পাওয়া গেছে যেখানে সামান্য ক্ষত থেকে তার পুরো একটি অঙ্গ বাতিল হয়ে গেছে। তাই আপনার কত ছোট হোক বা বড় হোক সবসময় সতর্ক থাকতে হবে এবং খেয়াল রাখতে হবে সেটা যেন সংক্রমিত না হয়।
এ ধরনের সংক্রমণ থেকে বাঁচার জন্য এবং জায়গাটা পরিষ্কার করার জন্য আমরা সবসময় কিছু ব্যবহার করে থাকি এবং আমাদের সেই ব্যবহারকারী জিনিসগুলোর মধ্যে অত্যন্ত পরিচিত হচ্ছে Viodine। আমরা আমাদের কাছে পরিচিত এই ভায়োডিন সম্পর্কে আজকে আলোচনা করব এবং এই ভাইটি আপনি কেন ব্যবহার করবেন এবং বাইরের ব্যবহারে কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সে সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করছি এই ছোট্ট আর্টিকেল জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন এবং আমাদের জানানোর চেষ্টা করবেন আপনাদের চাহিদাগুলো।
Viodine কি কাজে ব্যবহার করা হয়
হঠাৎ করে অনিচ্ছাকৃতভাবে আপনার শরীরের কোন একটি জায়গাতে খতের সৃষ্টি হলো এবং সেখান থেকে প্রচুর পরিমাণে রক্ত বের হয়েছে। প্রাথমিক পর্যায়ে রক্ত বন্ধের জন্য অবশ্যই আপনাকে Viodine সেখানে ব্যবহার করতে হবে একটি তুলোর মাধ্যমে। তবে হ্যাঁ ক্ষত এর পরিবার যদি বড় হয়ে থাকে তাহলে আপনাকে বাড়িতে বসে থাকলে চলবে না আপনার নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন তার কারণ হচ্ছে সেখানেই পাবেন আপনি সঠিক চিকিৎসা। Viodine অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান যেটা মানব শরীরের বিভিন্ন সংক্রমণ রোধে সাহায্য করে।
সাধারণত শুধুমাত্র খতনা এর পাশাপাশি পড়া স্থানেও Viodine ব্যবহার করা হয়ে থাকে। যাদের শরীরের বিভিন্ন অংশে পুড়ে যায় এবং সেই জায়গাতে বেশি পরিমাণে ক্ষতের সৃষ্টি হয় সেই ক্ষত থেকে যাব অন্য কিছু সংক্রামিত না হয় তার জন্য Viodine ব্যবহার করা হয় সেই অংশে। এছাড়া বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে বাঁচার জন্য Viodine ব্যবহার করা হয়। সাধারণত বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে বিভিন্ন ডোজে একজন রোগীকে Viodine ব্যবহার করতে বলা হয়ে থাকে।
আপনারা তো অনেকেই জানেন না বর্তমানে আমরা যে Viodine শুধুমাত্র আমাদের শরীরের উপরের অংশে ব্যবহার করছি সেই Viodine বেশ কয়েকটি ধরন বাজারে এসেছে। বাজারে আসা ধরন গুলোর মধ্যে Viodine। সলিউশন , Viodine অয়েন্টমেন্ট এবং Viodine মাউথ ওয়াশ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্য করে পণ্য।
সাধারণত এই ঔষধের যেটা ointment আছে সেটা শরীরের উপরের অংশে ব্যবহারের জন্য ব্যবহার করা হয় এবং অয়েন্টমেন্ট এর নিয়মিত ব্যবহারে সেই স্থানের ক্ষত ভালো হতে শুরু করে। প্রশ্ন করতে পারেন মাউথ ওয়াশ কেন ব্যবহার করা হয় তাও তো ব্যবহারের লক্ষ্য হচ্ছে মুখের ভেতরে যদি কোন শহরের সমস্যা হয় তাহলে সেই মাউথ ওয়াশ মাধ্যমে আপনি সেখানে সংক্রমণ রোদে এই ওষুধটি ব্যবহার করতে পারবেন।
Viodine এর পার্শ্ব প্রতিক্রিয়ার
সাধারণত এগুলো আমাদের শরীরের অপরিভাগে ব্যবহার করা হয় বলে এই জিনিসগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বলে চলে। সাধারণত এটা বিভিন্ন ধরনের ইনফেকশন রোধে কাজ করে। অনেকে প্রশ্ন করতে পারেন এই ওষুধ কিভাবে ব্যবহার করা হয় এটা মূলত এমন একটি উপাদান যেটা আপনি আপনার শরীরের বিভিন্ন ক্ষতর ওপর ব্যবহার করতে পারেন নিয়মিত। এটা সেই খতের উপর থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে এবং সেই জায়গাটা ক্ষত সারিয়ে তুলতে পারে এর পাশাপাশি সেখানে থাকা যেকোনো ধরনের ব্যথা নিরামুক হিসেবে কাজ করতে পারে।
আশা করছি আমাদের এই আর্টিকেল থেকে আপনারা সঠিক তথ্য সংগ্রহ করতে পারলেন। পরবর্তীতে আপনারা কি তথ্য জানতে চাচ্ছেন সে সম্পর্কে জানি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমরা চেষ্টা করব আপনাদের মনের মত তথ্য নিয়ে হাজির হতে।