সাধারণত সি বি সি টেস্ট একজন রোগীকে কেন করানো হয় সেটা জানার প্রয়োজনে তা রয়েছে তার কারণ হচ্ছে ছোট থেকে ছোট সমস্যা নিয়ে আমরা যখন চিকিৎসকের কাছে যাই তখন চিকিৎসক অবশ্যই অন্য টেস্ট না করালেও এই টেস্ট করাতে বলে। আজকে আমরা এই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সাংঘাতিক একটি টেস্ট সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করব। বাংলাতে যদি এইটা স্টেট কথা বলতে হয় তাহলে এখানে বলতে হবে যে কমপ্লিট ব্লাড কাউন্ট হলো এই cbc টেস্ট। এই টেস্টের মাধ্যমে সামগ্রিক শরীরের বিভিন্ন ধরনের রোগ সনাক্তের বা মূল্যায়নের একটি সুযোগ পান চিকিৎসকেরা।
প্রাথমিক পর্যায়ে রোগীর শরীরে কোন ধরনের সমস্যা আছে কিনা বা কোন ধরনের রক্তে জীবানু বা রোগের সমস্যা আছে কিনা সেটা নির্ণয়ের জন্য সনাক্ত করণ চিকিৎসা হিসাবে এই সিবিসি ব্যবহার করা হয়। এখানে রক্তের লিউকেমিয়া ও অ্যানিমিয়া যা প্রায়োসয় কম লোহিত রক্ত কণিকার সংখ্যার কারণে হয় এগুলোও পরীক্ষা করা হয়।। চলুন আজকের এই আর্টিকেল থেকে এই টেস্ট সম্পর্কে আমরা জানার চেষ্টা করি আস্তে আস্তে সকল তথ্য।
CBC এর পূর্ণরূপ কি
সাধারণত আপনারা যারা সিবিসি টেস্ট এর পূর্ণরূপ জানতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে এই অংশটুকু তৈরি করা হয়েছে যেখানে আমরা সম্পূর্ণ ইংরেজিতে আপনাদের জন্য নিয়ে এসেছি সি পিসি টেস্টের সম্পূর্ণ রূপ। তার আগে বলতে চাই পূর্ণরূপে জানার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই টেস্ট করিয়ে দেওয়া তার কারণ হচ্ছে আপনার যদি কোন সমস্যা থাকে তাহলে বসে না থেকে আপনাকে সবার প্রথমে টেস্ট করাতে হবে এতে করে আপনি সঠিক রোগ নির্ণয় করতে চিকিৎসককে সাহায্য করতে পারবেন।
CBC- Complete Blood Count
CBC টেস্ট কেন করানো হয়
সাধারণত কোন রোগের শরীরে কোন রোগ আছে কিনা তার একটি প্রাথমিক ধারণা বা মূল্যায়ন করার জন্য এই টেস্ট করানো হয়। দীর্ঘদিন ধরে জ্বর হয়েছে বা শারীরিক দুর্বলতা দেখা দিচ্ছে বুকে কাশি আছে এই ধরনের রোগীদের ক্ষেত্রে মূলত এটা ব্যবহার করা হয়। এই ধরনের রোগীদের বড় কোন সমস্যা আছে কিনা সেটা বাইরে থেকে আলাদাভাবে বোঝা যায় না যার কারণে একটি মূল্যায়ন টেস্ট করানো হয় আর তার নাম হচ্ছে cbc।
তবে এই বিষয়টি নিশ্চিত করতে হলে চিকিৎসকের কাছে যেতে হবে তার কারণ হচ্ছে চিকিৎসক প্রত্যেকটি রোগীর জন্য আলাদা আলাদা পরিকল্পনা করেন। এখানে প্রায় চার থেকে দশ ধরনের রক্তের বিভিন্ন ধরনের পরিমাণ নির্ধারণ করা হয় বা কাউন্ট করা হয় এখানে এই বিষয়গুলো অত্যন্ত জরুরী। এখানে আপনার শরীরে যে কোন ধরনের সমস্যা থাকলে বা শরীরে যে কোন ধরনের অসুস্থতা থাকলে এই কাউন্টগুলোর মাধ্যমে সেটা ধরা পড়বে যেটা অত্যন্ত জরুরি ব্যাপার। সি বি সি টেস্ট দেখতে খুব সহজ হল বাস্তবে এটা সহজ কোন টেস্ট নয় এটা বড় বড় রোগ ধরার জন্য প্রাথমিক স্টেজের একটি পরীক্ষা যেখানে সঠিক রোগ ধরা পড়লেই বড় রোগ গুলো আস্তে আস্তে ধরা যাবে।
CBC টেস্ট কিভাবে করে
সি বি সি টেস্ট কিভাবে করে এই প্রশ্নের উত্তর আমরা বলতে পারি cbc টেস্ট মূলত ল্যাবে উন্নত মানের যন্ত্রপাতির মাধ্যমে করানো হয়। তবে একজন রোগীর পক্ষে টেস্ট করানোর ক্ষেত্রে শুধুমাত্র স্যাম্পল স্বরূপ রক্ত দিতে হবে এর বেশি কিছু দিতে হবে না। অনেকেই টেস্ট মানে ভয় পান অনেকেই মনে করেন টেস্ট মনে অনেক কিছু করতে হবে অপারেশন থিয়েটারে যেতে হবে হাবিজাবি ইত্যাদি কিন্তু এগুলো একেবারে সহজ ব্যাপার। এখানে রোগীকে শুধুমাত্র উপস্থিত স্থানে থেকে নিজের শরীরের কিছু অংশ রক্ত দিতে হবে যার মাধ্যমে ল্যাবে থাকা কর্মীরা cbc টেস্ট নির্ণয় করতে পারবেন। এই টেস্ট থানা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে যে কোন ডায়াগনস্টিক সেন্টার বা ল্যাবে করানো হয়ে থাকে এবং এখানে বেসরকারিভাবে টেস্ট করাতে আপনার সর্বোচ্চ খরচ হতে পারে ৩০০ থেকে ৫০০ টাকা।