আই সি ইউ এর পূর্ণরূপ কি

চিকিৎসা খাতের অত্যন্ত পরিচিত নাম হচ্ছে আই সি ইউ। আজকে আমরা জানার চেষ্টা করব এই আইসিইউ সম্পর্কে অর্থাৎ চিকিৎসার কাজে কখনো যদি কোন রোগীকে আইসিইউতে রাখার প্রয়োজন হয় সে সম্পর্কে যে তথ্যগুলো জানা উচিত সে তথ্যগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। অসুস্থতার ধরন বিভিন্ন আছে কেউ স্বাভাবিক অসুস্থতায় অসুস্থ হয়ে খুব অল্প চিকিৎসায় সুস্থ হয়ে যান। আবার কারো অপারেশন পর্যন্ত করা লাগে সুস্থ হওয়ার জন্য।

কিছু কিছু ক্ষেত্রে এমন পরিস্থিতির তৈরি হয় যেখানে রোগীকে আর বাঁচানোর সম্ভব হয় না তখন শেষটা হিসেবে রোগীকে আইসিইউতে রাখা হয়। এই আইসিইউ এমন একটি জায়গা যেখানে সকল ধরনের উন্নত যন্ত্রপাতি রয়েছে চিকিৎসার জন্য এবং সবকিছু একেবারেই হাতের কাছে। আজকে আমরা icu এর সম্পূর্ণ তথ্য জানবো। এটা হচ্ছে নিবিড় পর্দা রচনা কেন্দ্র। যে সকল রোগীদের নিবিড় পর্যালোচনার প্রয়োজন রয়েছে এবং সকল কিছু একই রুমের মধ্যে পাওয়া যাবে সেই রুমকে বলা হচ্ছে আইসিইউ।

আই সি ইউ এর অর্থ কি

সাধারণত যে সকল রোগীদের জীবন আশঙ্কা পূর্ণ ব্যাধিতে একেবারে শেষ পর্যায়ে রয়েছে তাদের নিবিড় পর্যবেক্ষণ এবং নিবিড় পর্যালোচনার জন্য এই আইসিইউ তে রাখা হয়। আই সি ইউ এর বাংলা অর্থ হচ্ছে নিবিড় পর্যালোচনা কেন্দ্র। এখানে একজন রোগীকে নিবিড় ভাবে পর্যালোচনা করার জন্য সকল ধরনের সরঞ্জাম উপস্থিত রাখা হয়। শুধু সরঞ্জাম থাকলে হবে না সেখানে সব সময় একজন উপযুক্ত চিকিৎসক ও নার্স উপস্থিত থাকে রোগীর দেখভালের জন্য যাতে করে কোন ধরনের খারাপ দিক চোখের আড়ালে না থাকে। যারা পরিবারের সদস্য নিয়ে ইতিপূর্বে আই সি ইউ তে থেকেছেন তাদের অবশ্যই এই বিষয়ে ভালো অভিজ্ঞতা আছে।

আই সি ইউ তে রোগীকে কেন রাখা হয়

একজন রোগীকে আইসিইউ-তে কেন রাখা হবে এরকম প্রশ্ন অনেকেই করে থাকেন। বিভিন্ন রোগের ক্ষেত্রে বিভিন্ন কারণ থাকতে পারে আইসিইউতে রাখার জন্য তবে আপনাকে সবার প্রথমে একটা বিষয় জানতে হবে আই সি ইউ মূলত কি। অনেকের মনে ধারণা আছে আই সি ইউ মানে শুধুমাত্র এমন রোগীকে সেখানে রাখা হয় যেই রোগীর বাঁচার সম্ভাবনা একেবারেই নেই অথবা মৃত্যুর শয্যায় চলে গেছে এমন রোগীকে রাখা হয়। এটা একেবারে ভুল ধারণা শুধুমাত্র যে মৃত্যুর শয্যায় চলে গেছে এমন রোগীকে আইসিইউতে রাখা হবে এমন নয় উন্নতমানের চিকিৎসা এবং রোগীর নিবিড় পর্যালোচনার প্রয়োজন রয়েছে এমন রোগীদের কেউ আই সি ইউ তে রাখা হয়।

বিশেষ করে যে সকল রোগীদের হার্টের সমস্যা আছে তাদের নিবিড় পর্যালোচনার প্রয়োজন রয়েছে এবং এই নিবিড় পর্যালোচনার ক্ষেত্রে আইসিইউ এর মত উন্নত জায়গা আর হয় না। তবে সবার পক্ষে তার নিজের রোগীকে প্রয়োজন অনুযায়ী আই সি ইউ তে রাখার সম্ভব হয় না তার কারণ হচ্ছে সরকারি হাসপাতাল বাদে যে বেসরকারি হাসপাতালগুলো রয়েছে সে বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ-তে রাখার খরচ অনেক বেশি। আর সরকারি হাসপাতাল যেগুলো রয়েছে সেগুলোতে আইসিইউ-তে বেড সংখ্যা অনেক কম তাই সেখানে পর্যাপ্ত পরিমাণে রোগী রাখা সম্ভব হয় না।

আই সি ইউ এর খরচ কত

মধ্যবিত্তদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আর্থিক সমস্যা তারা ছোটবেলা থেকেই সমস্যাগুলো পেশ করে আসছে এবং মৃত্যুতে ঢলে পড়া পর্যন্ত সেই একই সমস্যা ফেস করেই মৃত্যুবরণ করবে। এমন অনেক রোগী রয়েছে যাদের আই সি ইউ এর চিকিৎসার প্রয়োজন কিন্তু তারা টাকার অভাবে সেই আইসিইউ তে ভর্তি করাতে পারেনা নিজের রোগীদের। আসলে আই সি ইউ তে ভর্তি হওয়ার টাকার অ্যামাউন্ট এখানে বলা সম্ভব হবে না তার কারণ হচ্ছে বিভিন্ন ধরনের রোগের বিভিন্নভাবে চিকিৎসা দেওয়া হয় আইসিইউ-তে এখানে কোনোভাবেই সেটা বলা সম্ভব নয়। তবে সরকারি হাসপাতালে আপনি যদি আইসিইউতে রাখতে চান নিজের রোগীকে তাহলে খুব একটা বেশি খরচ হবে না অতিরিক্ত খরচ হিসেবে আপনাকে শুধুমাত্র রোগির ঔষধ খরচ বহন করতে হবে।