গবাদি পশুর মধ্যে গরু আমাদের কাছে অত্যন্ত আদরের একটি পশু। যদিও সকলে টাকার উদ্দেশ্যে এই গবাদি পশুকে পালন করে কিন্তু সকলের সঙ্গে থাকতে থাকতে কেন জানিনা এই গবাদি পশুর প্রতি সকলেরই মায়া জন্মে যায়। সকলে চেষ্টা করে যখন এই পশুগুলো অসুস্থ হয় যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে সুস্থ করতে। আজকে আমরা গরুর ঔষধের মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ ঔষধ নিয়ে কথা বলবো যেটা সম্পর্কে হয়তো আপনারা এর আগে খুব বিস্তারিতভাবে শোনেননি।
জি হ্যাঁ আপনারা সঠিক ধরেছেন আজকে আমরা কথা বলতে চলেছি ক্যাটাফস ভেট সম্পর্কে। এটা মূলত এক ধরনের ইনজেকশন যেটা গরুর মোটাতাজাকরণে ব্যবহার করা হয়। মূলত এই উপাদানের মধ্যে দুটি উপাদান রয়েছে যেটা অত্যন্ত জরুরি। ভিটামিন বি১২ উপাদানের সমন্বয়ে এই ইঞ্জেকশন তৈরি করা। এখানে দুই ধরনের প্যাকেজ পাওয়া যায় একটি ইনজেকশনে ৩০ মিলি এবং আরেকটিতে ১০০ মিলি থাকে। অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটা আপনাকে ব্যবহার করতে হবে কোনভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া এটা আপনি ব্যবহার করতে পারেন না।
ক্যাটাফস ভেট কি কাজ করে
গবাদি পশু গরুর অন্যতম ভিটামিন গুলোর মধ্যে ক্যাটাফস ইনজেকশন অন্যতম। সাধারণত বড় বড় খামারে এই ইনজেকশন প্রতিনিয়তই ব্যবহার হয়ে আসছে। এটা মূলত কি উদ্দেশ্যে ব্যবহার করা হয় সেই সম্পর্কে অনেকের অনেক ধরনের ধারণা আছে। ওরা তো আমরা যতটুকু জানি এটা এমন একটি ইনজেকশন যা যকৃতের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে বিপাক ক্রিয়া ত্বরান্বিত করে। তবে অবশ্যই খেয়াল করতে হবে গরুর কৃমিনাশক ঔষধ খাওয়ানোর পরে যেন ক্যাডা ফার্স্ট ইনজেকশন ব্যবহার করা হয়।
সাধারণত এর কার্যকারিতা সম্পর্কে যদি সহজ ভাষায় কিছু বলতে হয় তাহলে আমরা এইটাই বলব যে এই ইনজেকশন দেওয়ার পর গরুর খাওয়ার রুচি বৃদ্ধি পায়। এর পাশাপাশি তার হজম সক্ষমতা ও বৃদ্ধি পায় যার কারণে গরু আস্তে আস্তে মোটা এবং তাজা হয়ে ওঠে। সাধারণত এখানে আলাদাভাবে কিছু ভিটামিন দেওয়া থাকে যেগুলো সরাসরি তার শরীরে বিভিন্ন উপকারে কাজে আসে তাই আশা করছি এখান থেকে আপনি এই ইনজেকশনের সঠিক কার্যকারিতা সম্পর্কে ধারনা পেলেন।
গরু মোটাতাজাকরণ ঔষধের নাম কি
গরু মোটাতাজাকরণের বেশ কয়েক ধরনের ঔষধ এবং ইনজেকশন বাজারে রয়েছে তবে সবথেকে ভালো হয় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সুরক্ষিত ঔষধ ব্যবহার করা। বিভিন্ন ধরনের ভিটামিনের সংমিশ্রণে বেশ কয়েকটি ঔষধ বাজারে পাওয়া যায় তবে আপনার কাজ হবে যেই ঔষধ দিলে গরু সুস্থ থাকে সেই ঔষধ যেন নির্বাচন করেন। বিশেষ করে গ্রোথ হরমোন বা এস্টোরাইড বা এন্টিবায়োটিক এর মাধ্যমে যে ওষুধের ব্যবহারে ও গরুকে মোটাতাজা করানো হয় এগুলো সব থেকে ক্ষতিকারক তাই এগুলো বাদ দেওয়ার চেষ্টা করুন এবং এই সম্পর্কিত কোন তথ্য আমরা আপনাদের এখানে দিতে পারবো না। আমরা শুধুমাত্র আপনাদের বলতে পারি আপনারা ভিটামিন এবং বিভিন্ন ধরনের ভ্যাকসিন ইত্যাদি ঔষধ খাওয়াতে পারেন তার মধ্যে কেটাফস ইনজেকশন অন্যতম এটা সুরক্ষিত।
ক্যাটাফস ভেট খাওয়ার সঠিক নিয়ম
অবশ্যই গরুর ওষুধের ক্ষেত্রেও সঠিক মাত্রা রয়েছে আপনি কোনভাবেই এই মাত্র অতিক্রম করে গরুকে ঔষধ খাওয়াবেন না এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে। সবার প্রথমে নিকটস্থ পশু এবং প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের হাসপাতালে গরুকে নিয়ে যাবেন এবং তারা যদি রেফার করে তাহলে কেবলমাত্র ক্যাটাফস ভেট ইনজেকশন তাকে দেবেন। আমরা যে মাত্র সংগ্রহ করতে পেরেছি সেখানে ১০০ কেজি ওজনের গরুর জন্য ১০ মিলি ইনজেকশন দেওয়া যাবে।
অনেকে অনেক সময় দাম জানতে চান নামের প্রসঙ্গে বলতে গেলে যে কোন সময়ে দাম বৃদ্ধি হতে পারে তার কারণ হচ্ছে প্রতিনিয়ত দ্রব্যমূল্যের দাম বাড়ছে তবে বর্তমানে যে মূল্য নির্ধারণ করা আছে সেটা আমরা আপনাদের সামনে এখন তুলে ধরছি। ১০০ মিলি ভাইয়াল এর মূল্য হবে ৪০০ টাকা এবং ৩০ মিলি ভাইয়াল এর মূল্য হবে 125 টাকা।