বর্তমানে আমরা যদি কোন সমস্যাই পড়ি তাহলে আমরা আর আগের মত অপেক্ষা করি না সঙ্গে সঙ্গে চলে যায় নিকটস্থ চিকিৎসা কেন্দ্র। আমাদের মধ্যে সচেতনতা যতটা বৃদ্ধি পেয়েছে তার চেয়ে আরেকটি বিষয়ে বেশি হয়েছে সেটা হচ্ছে ভুল চিকিৎসা। একজন ডাক্তারের কাছে আপনি যখন সরাসরি আপনার সমস্যা নিয়ে যাবেন তখন সেই ডাক্তার অবশ্যই রোগ নির্ণয় করতে চেষ্টা করবে যদি সেখানে কোন ধরনের ভুল হয় তাহলে পুনরায় সেই চেষ্টা করবে।
তবে একটি বিষয় এটা ঠিক যে রোগীর নিজস্ব যারা থাকে তাদের একটু জানাশোনার ব্যাপার আছে তার কারণ হচ্ছে যদি এখানে কোন ধরনের ভুল চিকিৎসা হয় তাহলে রোগীর সমস্যা আরো বেড়ে যেতে পারে। আজকে আমরা কথা বলব acteria capsule নিয়ে যেটা বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটি ঔষধ হয়ে গেছে। একজন ডাক্তার কেন এই ঔষধ একজন রোগীকে রেফার করবে সেটা জানার প্রয়োজন রয়েছে এবং আপনি কেন এই ঔষধ খাবেন সেটাও আপনাকে জেনে শুনে খেতে হবে। চলো নিচের অংশে বিস্তারিত জানার চেষ্টা করি।
acteria capsule কেন খাবেন
এটা হচ্ছে এমন এক ধরনের ক্যাপসুল প্রবায়োটিক কম্বিনেশন ব্যবহার করা হয়েছে। আজকের যে capsule নিয়ে আমরা কথা বলছি সেটা রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি পণ্য। এটার নামকরণ করা হয়েছে হারবাল অ্যাক্টেরিয়া ক্যাপসুল। আজকে আমরা জানার চেষ্টা করব এই ওষুধের সঠিক কার্যকারিতা এবং আমাদের কাছে যে নির্দেশনা আছে সেই নির্দেশনা অনুযায়ী আমরা আপনাদের সামনে সে তথ্যগুলো তুলে ধরলাম।
মূলত এখানে যে সকল উপসর্গের জন্য এটাকে ডাক্তারেরা নির্দেশিত করে সেটার প্রথম হচ্ছে ডায়রিয়ার। এছাড়াও হজমজনিত বিভিন্ন সমস্যায় এবং ল্যাকটোস ইনটোলারেন্স সমস্যার জন্য লড়াই করতে সাধারণত এই ঔষধ ডাক্তারেরা দিয়ে থাকেন। এছাড়াও ভ্যাজানাল ইনফেকশন এছাড়াও অ্যান্টিবায়োটিক ব্যবহার জড়িত ডায়রিয়া হলে সাধারণত এই ঔষধ ডাক্তারেরা একজন রোগীকে দিয়ে থাকেন। এরবারও অবশ্যই এই ওষুধের ব্যবহার আছে তবে সেই ক্ষেত্রে সঠিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী সঠিকভাবে আপনাকে ওষুধ সেবন করতে হবে যেটা রোগীর জন্য অত্যন্ত ভালো হবে।
acteria capsule খাওয়ার নিয়ম
সাধারণত প্রত্যেকটি ওষুধের রয়েছে সঠিক মাত্রা এবং সঠিক সেবন বিধি আপনি যদি সেটা না মেনে ঔষধ খেতে থাকেন নিজের ইচ্ছামতো তাহলে সেই ঔষুধের কোন কাজ আপনার শরীরে দেখা যাবে না। আপনি উপকার তো পাবেনই না আপনি বরং ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই একজন ভালো বিশেষজ্ঞ ডাক্তার এর পরামর্শ অনুযায়ী সঠিক ঔষধ নিয়ম মেনে সেবন করার চেষ্টা করুন। আজকে যে ওষুধ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি সেখানে এই ওষুধ অত্যন্ত ভালো একটি প্রবায়োটিক হিসেবে কাজ করছে।
সম্প্রতি একটি গবেষণায় দেখা গেছে যে প্রবায়োটিক মানুষের অন্তরে হ্যাপি এপিথেরিয়াল সেল এর ওপর নানাভাবে কাজ করে অন্ত্রীয় প্রদাহ নিদর্শনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেখানে যে নির্দেশনা দেওয়া আছে সে নির্দেশনা অনুযায়ী একটি থেকে দুইটি ক্যাপসুল দৈনিক তিনবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে এটা সেবন করতে হতে পারে। যদি এটা অত্যন্ত উচ্চমাত্রার ক্যাপসুল তাই অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কোনভাবেই ওষুধ সেবন এবং ওষুধ সেবন বিরত রাখা যাবে না।
acteria capsule পার্শ্ব প্রতিক্রিয়া
প্রত্যেকটি ঔষধের ন্যায় এই ঔষধের রয়েছে যথেষ্ট পার্ষক প্রতিক্রিয়া যেটা যদি আমাদের শরীরে সমস্যা দেখা দেয় তাহলে অবশ্যই আমরা ডাক্তারের কাছে যেতে পারি। অনেকে জানতে চাইছেন গর্ব অবস্থায় বা স্তন্যদান কালে এই ওষুধ খাওয়া যাবে কিনা। আমরা যতটুকু জানতে পেরেছি প্রোবায়োটিক কোন ধরনের সমস্যা আপনাকে করবে না তাই এটা কোন ধরনের ক্ষতির কারণ হতে পারে না। এছাড়াও এই ঔষধ সেবনে অতিরিক্ত পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না তাই আপনি নিঃসন্দেহে ওষুধ খেতে পারেন। তবে প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে আপনাকে খেয়াল করতে হবে ডাক্তার কি বলছে তার কারণ হচ্ছে আপনার সমস্যা সরাসরি ভাবে ডাক্তার পর্যবেক্ষণ করছে তাই তিনি বিষয়টি ভালো উপলব্ধি করতে পারবেন।