সাধারণত আমরা যখন একটি ঔষধ সেবন করি তখন ওষুধ খাওয়ার সময় আমাদের মনে অনেক প্রশ্ন থাকে। অসুস্থ রোগী হিসেবে যদি এই মনের প্রশ্নগুলো সমাধান সঙ্গে সঙ্গে পাওয়া যায় তাহলে অবশ্যই মানসিক দিক দিয়ে সুস্থতা পাওয়া যায়। আপনাদের এই কাজটি আরো বেশি সহজ করতে আমাদের ওয়েবসাইট সব সময় আপনাদের পাশে আছে। আজকে আপনারা জানতে পারবেন ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের সিনামিন ৪ মিলি ট্যাবলেটের বিস্তারিত তথ্য।
বরাবরের মতো এইবারও আমরা একেবারে সহজে বাংলা ভাষাতে আপনাদের জন্য এই ওষুধের সঠিক নির্দেশনা অর্থাৎ কোন কোন উপসর্গ থাকলে ডাক্তারেরা রোগীদের এই ঔষধ নির্দেশনা করতে পারেন এবং এই ওষুধ খাওয়ার সঠিক পরিমাপ সম্পর্কে তথ্য নিয়ে হাজির হলাম। খুব বেশি সময় লাগবে না এই বিষয়গুলো আপনার জানতে যদি আপনার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের আর্টিকেল পড়ে মূল্যবান সময়টুকু কে কাজে লাগাতে পারেন।
সিনামিন ৪ মিলি ট্যাবলেট কি কাজ করে
আমরা এই ওষুধের যে নির্দেশনা সংগ্রহ করেছি সেখানে উল্লেখ করা হয়েছে ওষুধের মূল উপাদান ক্লোরফেনীরামিন উপাদান সাধারণত বিভিন্ন ধরনের এলার্জির সমস্যার জন্য ব্যবহার করা হয়। তবে এইভাবে আপনাদের বললে হয়তো আপনারা কিছুই বুঝবেন না তাই আমরা আপনাদের কিছু রোগের কথা বা রোগের নামের কথা উল্লেখ করলাম যেগুলো দেখলে সহজেই আপনারা বুঝতে পারবেন সাধারণত এই ঔষধ কেন আমরা খাব। এটা এক ধরনের অ্যালকাইল এমাইল অ্যান্টিহিস্টামিন। তাই আপনারা যদি আমাদের এখান থেকে এই ওষুধ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করতে চান তাহলে সেটা আপনাদের জন্য খুব ভালো হবে।
মূলত এই ঔষধ ব্যবহার করা হয় সংবেদনশীল বিভিন্ন ধরনের প্রতিক্রিয়ার জন্য। এছাড়াও ছুলি, এলার্জিক রাইনাইটিসের বিরুদ্ধে এই ঔষধ অত্যন্ত কার্যকরী। এখানেই শেষ নয় অনেকের ঠান্ডা লাগার প্রবণতা থেকে শুরু করে কাশি প্রবণতা থাকতে পারে নাক বন্ধ হয়ে যাওয়ার মতো প্রবণতা থাকতে পারে এই ধরনের রোগীদের সাধারণ ডাক্তারেরা সিনামিন ৪ মিলি ওষুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।
কোন রোগের শরীরে যদি এই ধরনের রোগের উপসর্গ দেখা মেলে তাহলে অবশ্যই সঠিক চিকিৎসা নেওয়ার জন্য চিকিৎসকের কাছে যেতে হবে এবং নিয়মিত ঔষধ খেতে হবে। এছাড়াও আরো কিছু সহজ রোগ আছে যেমন ভ্রমণজনিত বমি এবং অন্যান্য এলার্জি যে কোন কাজেই এই জিনিসটা ব্যবহার করা যেতে পারে। তবে এখানে চিকিৎসকের হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে যেটা সকলের জন্য উত্তম।
সিনামিন ৪ মিলি খাওয়ার সঠিক নিয়ম
চলুন সকলে মিলে আমরা জানি সিনামিন ৪ মিলি ট্যাবলেট এর সঠিক ব্যবহার। ট্যাবলেট এর ব্যবহার সম্পর্কে সঠিক ধারণা রাখলেই হবে না সঠিক নিয়মে সঠিক পরিমাপে ঔষধ খাওয়ার অভ্যাস আমাদের সকলের মাঝে গড়ে তুলতে হবে। চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং প্রেসক্রিপশন ছাড়া কোন ঔষধ কেনা বা সেবন করা থেকে নিজেকে বিরত রাখুন এবং অন্যকে এই বিষয়ে শিক্ষা দিন।
সাধারণত প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে চার বিলিগ্রাম প্রতি চার থেকে ছয় ঘন্টা পর পর খাওয়া যেতে পারে। প্রাপ্তবয়স্ক রোগীদের ক্ষেত্রে সর্বোচ্চ ২৪ মিলিগ্রাম দৈনিক অর্থাৎ দিনে ছয়টির বেশি ট্যাবলেট খাওয়া যাবে না। ছয়টির বেশি ট্যাবলেট আপনি যখনই খাবেন তখনই বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেবে তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চেষ্টা করুন যতটা সম্ভব কম ঔষুধ খেতে। অবশ্যই এক থেকে ১২ বছর বয়সী শিশুদের জন্য এই ঔষধ নির্দেশনা করা যাবে তবে এখানে মাত্রা নির্ধারণ করতে হবে উপস্থিত চিকিৎসককে।
সিনামিন ৪ মিলি দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া
পার্শ্ব প্রতিক্রিয়ার সম্পর্কে বলতে গেলে সাধারণত শরীর দুর্বল এবং শরীর অলস অলস ভাব হতে পারে। অনেকের ক্ষেত্রে পৌষ্টিকতন্ত্রের সমস্যা তৈরি হতে পারে তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ঔষধ খেতে হবে। দামের প্রসঙ্গে বলতে গেলে ইবনে সিনা ফার্মাসিটিক্যালস লিমিটেডের সিনামিন ৪ মিলি ট্যাবলেট এর দাম বর্তমানে শুধুমাত্র ০.৩০ টাকা।