কমেট ৫০০ এর কাজ কি Cumet 500mg Tablet

বর্তমানে যদি লক্ষ্য করেন বাংলাদেশের বুকে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। কেন জানিনা সৃষ্টিকর্তা আমাদের উপর এত বেশি নারাজ। সাধারণ মানুষ হিসেবে আমরা কখনোই ভালো জিনিস খেতে পারি না বা পড়তে পারি না সেটা নিয়মের কথা। কিন্তু আমরা যতটুকু খেতে ইচ্ছা করে সেখানে ভেজালের ছড়াছড়ি কোনটা রেখে আপনি কোনটা বাদ দিবেন। কারো কারো কথা আবার এমন যে যেটাই খাই সেটাতেই ভেজাল তাই আর বাচাপাশি করিনা যা পায় সেটাই খাই।

তাইতো আমরা শারীরিক দিক দিয়ে অনেক পিছিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতে দেখা যাবে যে জাতি হিসাবে অন্যান্য জাতির থেকে কয়েক গুণ পিছিয়ে থাকবো আমরা শারীরিক গঠন দিক দিয়ে। আপনি আপনার পূর্বপুরুষদের চিন্তা করুন বা ওর পূর্বপুরুষদের শারীরিক সুস্থতার কথা চিন্তা করুন এবং বর্তমানে আপনার শরীরের কথা চিন্তা করুন অবশ্যই আপনি কয়েকগুণ পার্থক্য লক্ষ্য করতে পারবেন। আর এই ভাবেই যদি বাংলাদেশের ভেজালের প্রবণতা চলতে থাকে তাহলে দেখা যাবে খুব বেশি দূরে নয় আর মাত্র ৫০ বছর পর আমাদের গড় আয়ু ৫০ এর নিচে নেমে চলে আসবে যেটা জাতি হিসেবে খুব ভয়ানক একটি ব্যাপার।

আজকে কথা বলব কমেট ৫০০ ট্যাবলেট নিয়ে যেটা ডায়াবেটিস রোগীদের জন্য একমাত্র কার্যকরী ঔষধ এবং এই ঔষধ প্রাথমিক অবস্থাতে ডায়াবেটিস রোগীকে দেওয়া হয়। তবে আমাদের মাঝে একটি ভুল ধারণা আছে যে কমেট ৫০০ শুধুমাত্র ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে প্রযোজ্য কিন্তু এটা একেবারেই ভুল ধারণা সেটা আজকে আমরা প্রমাণ করব। তাহলে চলুন জানার চেষ্টা করে কমেট ৫০০ এর সঠিক কার্যকারিতা।

কমেট ৫০০ ট্যাবলেট এর কাজ কি কি

সাধারণত মেটফরমেন টাইপ-২ ডায়াবেটিস মেলাইটাস এর চিকিৎসায় নির্দেশিত বিশেষ করে যে সব রোগের ওজন মাত্রাতিকত্র এবং এককভাবে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ ও শরীর চর্চার মাধ্যমে রক্তের গ্লুকোজের পরিমাণ পর্যাপ্ত পরিমাণে নিয়ন্ত্রণ হয় না। এখান থেকে আমরা বুঝতে পেরেছি যে এই ওষুধ তৈরিতে যে উপাদান ব্যবহার করা হয়েছে? সে উপাদানটি সরাসরি ডায়াবেটিস-টাইপ-২ অর্থাৎ যাদের খাদ্য নিয়ন্ত্রণ করতে সমস্যা অথবা খাদ্য নিয়ন্ত্রণ করার পরেও রক্ত গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রিত হয় না এবং যাদের অতিরিক্ত ওজন তাদের দেওয়া হয়।

এছাড়াও শুধুমাত্র যে এই ঔষধ ডায়াবেটিসের বিরুদ্ধে লড়াই করে এমন নয় এই ঔষধ লড়াই করে যাদের অতিরিক্ত মেদ এবং অতিরিক্ত খাবারের অভ্যাস আছে তাদের জন্য। এছাড়াও যে সকল মহিলাদের ওজন অতিরিক্ত এবং এই অতিরিক্ত ওজনের কারণে তাদের অনেক অপমান সহ্য করতে হচ্ছে এবং শারীরিকভাবে তারা দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে তাদের জন্য এই ঔষধ অত্যন্ত উপকারী। যে সকল মেয়েরা বিবাহ পরবর্তী অবস্থায় গর্ভবতী হতে চান কিন্তু অতিরিক্ত মেয়েদের কারণে গর্ভবতী হতে পারেন না তাদেরকে সাধারনত গর্ভবতী হারানোর উদ্দেশ্যে গাইনি ডাক্তার এই ওষুধটি লিখতে পারে অল্প সময়ের জন্য।

কমেট ৫০০ ট্যাবলেট এর খাওয়ার পরিমাপ

আমরা অবশ্যই আপনাদের এর কার্যকারিতা সম্পর্কে ভালোভাবে জানিয়েছি এখন জানার চেষ্টা করব প্রাপ্তবয়স্ক এবং রোগীদের ক্ষেত্রে এই ঔষধ এর সঠিক ব্যবহার। মূলত প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত প্রারম্ভিক সেবন মাত্রা হচ্ছে মেট ফার্ম এর ৫০০ মিলিগ্রাম দিনে দুইবার অথবা ৮৫০ মিলিগ্রাম দিনে একবার। আপনি বাজারে ৫০০ মিলিগ্রামের ট্যাবলেট এবং ৮৫০ মিলিগ্রামের ট্যাবলেট দুইটাই পেয়ে যাবেন। এছাড়াও যাদের অতিরিক্ত সমস্যা আছে তাদের ক্ষেত্রে দৈনিক দুই হাজার মিলিগ্রাম পর্যন্ত ওষুধ খাওয়া যেতে পারে তবে অবশ্য এখানে ডাক্তারের পরামর্শের প্রয়োজন রয়েছে। যাদের কোনোভাবেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসছে না তাদের ২৫০ মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যেতে পারে তবে সাবধানতা অবলম্বন করে ডাক্তার ছাড়া এটা করা যাবে না।

দুর্ভাগ্যজনকভাবে অনেক শিশুরই অতিরিক্ত মেদ বা অনেক শিশু জন্ম থেকে ডায়াবেটিসের আক্রান্ত হয়ে থাকে তাদের ক্ষেত্রে মেটফরমেন ৫০০ মিলিগ্রাম দিনে দুইবার খাবার সাথে খাওয়া যেতে পারে। প্রতি সপ্তাহে ৫০০ মিলিগ্রাম করে এই মাত্রা বাড়ানো যেতে পারে যেটা সর্বোচ্চ দুই হাজার মিলিগ্রাম পর্যন্ত দেওয়া যায় তবে এর জন্য ডাক্তারের যথেষ্ট পরামর্শ দরকার রয়েছে।