Filmet 400 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে আজকে আমরা কথা বলব। Filmet 400 মিলিগ্রাম ট্যাবলেটটি মূলত বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড এর একটি পণ্য। কোন দুশ্চিন্তা নেই বেক্সিমকো ফার্মাসিটিক্যাল সম্পর্কে তার কারণ হচ্ছে তারা সব সময় ভালো মানের পণ্য বাজারে নিয়ে আসে এবং তারা খুব সুন্দরভাবে ফর্মুলা তৈরি করে ওষুধ তৈরি করে। এখানে মেট্রোনিডাজল গ্রুপ ব্যবহার করা হয়েছে এবং শুধুমাত্র যে 400 মিলিগ্রাম ট্যাবলেট বাজারে উন্মুক্ত রয়েছে এমন নয় ।
আজকের আর্টিকেল থেকে আমাদের মূল লক্ষ্য হবে মেট্রোনিডাজল গ্রুপের সকল ধরনের ঔষধের ব্যবহার সম্পর্কে আমরা জানব। গণসচেতনতা বৃদ্ধিতে অবশ্যই আমাদের আর্টিকেল আজকে কাজে লাগবে তার কারণ হলো যারা কিনা একবার হলেও আমাদের আর্টিকেল পড়বে তারা পরবর্তী সময়ে মেট্রোনিলাচল ব্যবহারে অবশ্যই পারদর্শী হয়ে উঠবে। Filmet 400 মিলিগ্রাম ট্যাবলেট শুধুমাত্র ৪০০ মিলিগ্রাম অ্যাভেলেবল রয়েছে এমন নয় এর পাশাপাশি 200 মিলিগ্রাম ট্যাবলেট এবং ৮০০ মিলিগ্রাম ট্যাবলেট অ্যাভেলেবল রয়েছে।
এছাড়াও আপনারা IV তে এই ওষুধ পাবেন এর পাশাপাশি এই ঔষধের সিরাপ ফরমেট রয়েছে তাই কোন চিন্তার কারণ নেই। এই ওষুধটির বর্তমান বাজার মূল্য প্রতি ইউনিট প্রাইস ১.৭০ টাকা। আপনি যদি ২৫০ পিসের প্যাকেট কিনতে চান তাহলে খরচ পড়বে ৪২৫ টাকা।
Filmet 400 মিলিগ্রাম ট্যাবলেট এর সঠিক কার্যকারিতা
আমরা জানি যে একটি ঔষধের শুধুমাত্র একটি কার্যকারিতা নেই একটি ওষুধের রয়েছে একের অধিক কার্যকারিতা। আপনারা জানলে অবাক হবেন যে এই ওষুধটির কার্যকারিতা সম্পর্কে আমরা একটু খোঁজাখুঁজি করতে গিয়ে অবাক হয়ে গেছি তার কারণ হলো আমরা যেটাকে একটি অসুখের বিরুদ্ধে লড়াই করার ওষুধ ভাবতাম সেটা কমপক্ষে ১০০ টি অসুখের বিরুদ্ধে লড়াই করতে পারে।
চিকিৎসার ভাষায় বলতে গেলে এনারুবিক জীবাণুজনিত দাঁতের তীব্র সংক্রমণ রোধে এই ওষুধটি বেশ কার্যকরী। অ্যান্টিবায়োটিক ব্যবহারজনিত সিউডোমেমব্রেনাস কোলাইটিস রোগের চিকিৎসার জন্য এই ওষুধটি ব্যাপক ব্যবহার করা হয়। এছাড়াও দেখা যায় যে এনারবিক জীবাণু দ্বারা সংক্রমিত সেফটিসেমিয়া, ব্যকটেরেমিয়া , পেরিট্রোনাইটিস ,পেলভিক অ্যাবসেস এই ধরনের সমস্যার সমাধানের ক্ষেত্রে এই ওষুধটি প্রচুর পরিমাণে ব্যবহার হয়। অনেকের ক্ষেত্রে অস্ত্র পাচারের পরবর্তী ক্ষোটের সংক্রমণ চিকিৎসায় এই ওষুধটি ব্যবহার করা হয়।
আবার তীব্র আলসারভিক জিঞ্জিভাইটিস প্রতিরোধে ওষুধটি ব্যাপক ব্যবহার দেখা যায়। আনারুবিক জীবাণু দ্বারা সংক্রমিত পায়ের ঘা এবং প্রেসার সোর্স কমাতে এই ওষুধটি ব্যাপক ব্যবহার করা হয়। সবমিলিয়ে আমরা এই ঔষধ এর কার্যকারিতার একটি অংশ বলতে পারলাম না এই ছোট্ট আর্টিকেলে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি আর্টিকেলে এর কার্যকারিতা সম্পর্কে জানতে।
Filmet 400 মিলিগ্রাম ট্যাবলেট এর খাওয়ার নিয়ম
আজকে আমরা এই ওষুধটি খাবার সঠিক নিয়ম সম্পর্কে আপনাদের একটু ধারণা দেব এবং বিভিন্ন প্রকার রোগের বিরুদ্ধে এই ওষুধ কি পরিমাণ খাওয়া যাবে সেটা জানাবো। প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে অর্থাৎ ১০ বছরের ওপরে তাদের বয়স তাদের ট্রাইকো মনিয়াসিস নামক রোগের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ২০০ মিলিগ্রাম করে তিনবার বা ৪০০ মিলিগ্রাম করে ২বার খাওয়ানো যেতে পারে প্রতিদিন। এই ক্ষেত্রে চিকিৎসা সময়কাল পুরো ৭ দিন।
এর পাশাপাশি ৮০০ মিলিগ্রাম করে প্রতিদিন সকালে এবং এক থেকে ২ গ্রাম করে প্রতিদিন রাতে চিকিৎসা সময়কাল ২ দিন এইভাবে ব্যবহার করা যেতে পারে। আবার বাচ্চাদের ক্ষেত্রে ঠিক একই অসুখের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ৭ থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের জন্য ১০০ মিলিগ্রাম করে দিনে তিনবার খাওয়ানো যেতে পারে। যে ধরনের রোগীগুলোর বয়স তিন থেকে ৭ বছরের মধ্যে তাদের জন্য ১০০ মিলিগ্রাম করে দিনে ২বার খাওয়ানো যেতে পারে। আবার যেই রোগীদের বয়স এক থেকে তিন বছর তাদের ৫০ মিলিগ্রাম করে দিনে তিনবার খাওয়ানো যেতে পারে। আরো অন্যান্য অসুখের বিরুদ্ধে আলাদা আলাদা ভাবে ব্যবহার করা হয় এই ওষুধটি তাই সতর্কতার সঙ্গে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করুন।