প্রস্রাবে ইনফেকশন যেকোনো সময় হতে পারে প্রস্রাবে ইনফেকশন হওয়ার কারণগুলো খুবই সাধারণ। তবে কিছু কিছু ক্ষেত্রে প্রস্তাবের ইনফেকশন বড় কারনেও হতে পারে যেমন কিডনি রোগ। তবে বেশিরভাগ ক্ষেত্রেই সাধারণ কারণে প্রস্রাবের ইনফেকশন দেখা দেয় তবে এই প্রস্তাবের ইনফেকশন কি সমস্যা সৃষ্টি করতে পারে বা প্রসাবে ইনফেকশন হলে কি সমস্যা হয় সে সম্পর্কে জানার প্রয়োজন রয়েছে। আপনাদের চাহিদা পূরণ করতেই মূলত আমরা সব সময় কাজ করি এবং ইউরিন ইনফেকশনের কারণে কি কি সমস্যা হতে পারে সে সম্পর্কে আজকে আমরা চেষ্টা করব আপনাদের জানাতে।
তবে সবার প্রথমে আপনাকে নিশ্চিত হতে হবে ইউরিন ইনফেকশনের কারণে এই সমস্যা হচ্ছে কিনা। যদি ইউরিন ইনফেকশনের কারণে এই সমস্যাগুলো হয় তাহলে ঠিক আছে কিন্তু অন্যান্য কারণের জন্য যদি এ সমস্যা গুলো হয় তাহলে আপনাকে অন্যান্য চিকিৎসা করতে হবে। নিচের অংশে আমরা ইউরিন ইনফেকশনের বিভিন্ন ধরনের লক্ষণ নিয়ে কথা বলবো আশা করছি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন।
ইউরিন ইনফেকশনের লক্ষণ সমূহ
ইউরিন ইনফেকশনের সবচেয়ে কম লক্ষণ গুলোর মধ্যে লক্ষ্য করা যায় যে কিছু কিছু লক্ষণ আমরা নিজে থেকেই বুঝতে পারি। প্রসাবের সময় ব্যথা অথবা জ্বালাপোড়া করা ইউরিন ইনফেকশনের অন্যতম একটি কারণ। এর পাশাপাশি স্বাভাবিকের চেয়ে ঘন প্রস্রাব হওয়া এবং প্রস্তাবে দুর্গন্ধ বের হওয়া প্রস্রাবে ইনফেকশনের অন্যতম একটি কারণ। ইউরিন ইনফেকশনের মধ্যে আরও কিছু লক্ষণ আছে যেমন মনে করুন বারবার প্রস্রাবের বেগ আসা রাতের ঘুমানোর পরে। অনেক রোগীর ক্ষেত্রে হঠাৎ করেই প্রস্রাবের বেগ চলে আসে এবং তলপেটে ব্যথার সৃষ্টি হয় এই ধরনের রোগের ক্ষেত্রেও ইউরিন ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে।
ইউরিন ইনফেকশনের লক্ষণ হিসেবে কোমরের পেছনে বা পাঁজরের নিচের অংশে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকতে পারে এবং প্রস্রাবের সাথে অনেকের রক্ত যাওয়ার মতন সমস্যা ও দেখা দিতে পারে। জ্বর আসতে পারে অথবা গা গরম লাগতে পারে শরীরে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে। অনেকের ক্ষেত্রে ক্লান্তীয় বমি বমি ভাব লাগতে পারে। সাধারণত যারা বয়স্ক আছেন এবং যাদের প্রস্রাবের ক্যাথেটার ব্যবহার করতে হয় তাদের ক্ষেত্রে ইউরিন ইনফেকশনের লক্ষণ একটু ভিন্ন ধরনের এবং নতুন নতুন কিছু লক্ষণ তাদের দেখা দিতে পারে।
এ লক্ষণ গুলোর মধ্যে মানসিক বিভ্রান্তি অথবা ক্ষোভ একটি গুরুত্বপূর্ণ লক্ষণ এবং নতুন করে শরীরে কাঁপুনি অথবা ঝাকুনি হওয়া ইউরিন ইনফেকশনের একটি লক্ষণ। প্রস্রাব করার সময় জামা কাপড় নষ্ট করে ফেলা এবং অস্বাভাবিক আচরণ বয়স্কদের ইউরিন ইনফেকশনের কিছু লক্ষণ। বাচ্চাদের ক্ষেত্রেও ইউরিন ইনফেকশনের কিছু লক্ষণ দেখলেই বুঝা যায় যে তার ইউরিন ইনফেকশন হয়েছে বিশেষ করে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এবং খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়া। এ বিষয়গুলো সব সময় মাথায় রাখবো যে যে কোন ধরনের সমস্যা হলে শতভাগ নিশ্চিত করার জন্য আপনাকে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।
ইউরিন ইনফেকশন টেস্ট
ইউরিন ইনফেকশন টেস্ট বিভিন্ন ধরনের রয়েছে। তবে সাধারণভাবে যে টেস্ট করা হয় সেই টেস্ট করতে আপনাকে খুব একটা দৌড়াদৌড়ি করতে হবে না আপনাকে একটি প্যাথলজিতে উপস্থিত হয়ে স্যাম্পল হিসেবে শুধুমাত্র রুগীর প্রস্তাব প্রদান করতে হবে। শুধুমাত্র ৩০ মিনিটের মধ্যেই এই প্রস্রাবের ইউরিন ইনফেকশন টেস্ট করে রিপোর্ট দেওয়া যায়।
ইউরিন ইনফেকশনের চিকিৎসা
ইউরিন ইনফেকশন চিকিৎসা বিভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণ ইউরিন ইনফেকশন হলে কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে নিজে থেকে সুস্থ হওয়া যায় কিন্তু যদি ইউরিন ইনফেকশনের পরিমাণ বেশি হয় তাহলে কয়েকটা ঔষধ কোন কোন ক্ষেত্রে এন্টিবায়োটিক এর প্রয়োজন পড়ে। তবে যদি জটিল কোন রোগ যেমন কিডনিজনিত রোগ বা এই ধরনের সমস্যার কারণে ইউরিনার ইনফেকশন হয় তাহলে অবশ্যই বড় ধরনের চিকিৎসার প্রয়োজন পড়ে।