হঠাৎ করে যদি বাচ্চার বমি হয় তাহলে সেটা চিন্তার কারণ এবং এই চিন্তার জন্য অনেকেই অনেক ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন। বাচ্চাদের খেতে অবশ্যই ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছে অবশ্যই আপনার বাবা বাচ্চাকে সুস্থ করতে হলে আপনাকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত গ্রহন করতে হবে। একবার দুবার যদি হঠাৎ করে বাচ্চার বমি হয় তাহলে সেটা স্বাভাবিক কিন্তু রেগুলার যদি এই বমি হতে থাকে তাহলে অবশ্যই কোনো কারণ আছে।
সবার প্রথমে চেষ্টা করতে হবে সেই কারণ কি খুঁজে বের করার। বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে বমির কারণ হয়ে থাকে বদহজম বা গ্যাস্ট্রিক। আপনার বাচ্চা যদি এমন কিছু খাবার খায় যেগুলো বদহজম হতে পারে তবে অবশ্যই সেই খাবারগুলো বর্জন করুন যাতে করে তার আর বদ হজম না হয় যার কারণে তার বমিও না হয়। ছাড়ো বাচ্চাদের যদি পেটের কোন সমস্যা থাকে সেগুলো অভিভাবককে যাচাই করে দেখতে হবে।
বাচ্চাদের বমি কেন হয়
বাচ্চাদের বমি হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে বদহজম। বাচ্চারা কম বয়সে যখন ক্ষুধা পায় তখন অনেক কিছু খায় তারা ভালো মন্দ কিছু বোঝেনা। আবার কতটুকু খেতে হবে সেটাও বোঝেনা। কোন কোন বাচ্চা একেবারেই খাবার খেতে চায় না আবার কোন কোন বাচ্চা এতটাই খাবার খায় যে তার বদহজম হয়ে যায়। এরকম সমস্যা থাকলে বাচ্চাদের বমি হতে পারে এটা একেবারেই স্বাভাবিক।
কিছু কিছু বাচ্চাদের ক্ষেত্রে বমি হওয়ার আগে কারণ হচ্ছে শারীরিক দুর্বলতা। তাদের শরীরে অন্য কোন সমস্যা আছে যেমন মনে করুন জ্বর তাদের যদি সেই সময় খাবার খেতে দেওয়া হয় তাহলে স্বাভাবিকভাবে সে বমি করতে পারে। তবে এই বমি যদি নিয়মিত হতে থাকে তাহলে সেটা বাচ্চার জন্য ক্ষতি তাই অবশ্যই অভিভাবককে সঠিক সময়ে বাচ্চাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া উচিত যাতে বাচ্চাটাকে সুস্থ করা যায়।
অস্বাভাবিক কিছু কারণ আছে যেমন মনে করুন বাচ্চাদের প্রসাবের ইনফেকশন অথবা যদি জন্ডিস হয় তাহলে এই কারণগুলোর জন্যই অনেক সময় বমি হতে পারে। অনেক সময় বাচ্চাদের পাতলা পায়খানা হয় সে সময় বমির সঙ্গে পাতলা পায়খানাও দেখা যেতে পারে। সাধারণত এই কারণগুলোর কারণেই বাচ্চাদের পায়খানা হয় এবং তার সঙ্গে বমি হয়।
বাচ্চাদের প্রস্রাবের সমস্যার কারণ
বাচ্চাদের প্রসবের সমস্যার খুবই সাধারণ কারণ রয়েছে। বাচ্চারা ছোটবেলা থেকে খুব চঞ্চল থাকে তাদের কোনভাবেই থামিয়ে রাখা যায় না। সাধারণত যখন অতিরিক্ত গরম পড়ে সেই অবস্থাতে যখন বাচ্চারা অতিরিক্ত গরম এবং রোদে বাইরে প্রচন্ড দৌড়াদৌড়ি এবং খেলাধুলা করে এবং বাড়িতে এসে পর্যাপ্ত পরিমাণে খাওয়ার ও পানি না পান করে তাহলে সে বাচ্চা ক্ষতিগ্রস্ত হবে। যার কারণে তার প্রস্রাবের সমস্যা তৈরি হতে পারে এবং এটা যদি অভিভাবক খেয়াল না করে তাহলে অনেক সময় সেটা বড় ধরনের ইনফেকশন তৈরি করতে পারে।
এছাড়াও বাচ্চাদের প্রস্রাবের ইনফেকশন বা প্রস্রাবের সমস্যা হওয়ার আরো কিছু কারণ আছে। সবার প্রথমে এই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। তার জন্য অবশ্যই বাচ্চাদের সমস্যা হওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকের কাছে গিয়ে নিশ্চিত হতে হবে কেন এই সমস্যা হয়েছে।
বাচ্চাদের প্রস্রাবের চিকিৎসা
বাচ্চাদের প্রসাবের চিকিৎসায় সাধারণত একজন ভালো শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া উচিত। শিশু বিশেষজ্ঞরা সাধারণত অনেক কিছুই উপলব্ধি করতে পারে তাদের অভিজ্ঞতা থেকে। তারা একজন বাচ্চার কি সমস্যা হয়েছে সেটা বাচ্চাকে দেখে বুঝতে পারে এবং পাচার গায়ে হাত দিলেই সেই সমস্যার কারণ্য খুঁজে পায়। শিশু বিশেষজ্ঞের কাছে গেলে অবশ্যই আপনি সঠিক সমাধান পাবেন তাই আশা করছি বাচ্চার বিভিন্ন ধরনের সমস্যা হলে তার চিকিৎসা করার জন্য আজেবাজে জায়গাতে ঘোরাঘুরি না করে একজন শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান।