মানুষের লিভার কোথায় থাকে

মানব শরীরে বিভিন্ন অঙ্গ বিভিন্ন জায়গাতে অবস্থান করে। বাংলাতে যেটাকে আমরা যকৃত বলে থাকি ইংরেজিতে সেটা লিভার। এই ইংরেজি শব্দের সঙ্গে আমরা অনেক ভালোভাবে পরিচিত তাই আমরা যদি লিভার বলি তাহলে সকলেই বুঝতে পারে। মানব শরীরে এই লিভার কতটা গুরুত্বপূর্ণ সেটা আমরা সকলেই জানি তার কারণ হচ্ছে আমরা যে খাবারগুলো খাই প্রত্যেকটি খাবার পরিপাক করে সম্পূর্ণ লিভার। তাই লিভারে যদি কোন সমস্যা হয় তাহলে আমরা স্বাভাবিকভাবে খেতে পারব না এবং সেই খাবার স্বাভাবিকভাবে হজম হবে না যেটা আমাদের শরীরকে নষ্ট করে দেবে।

তবে এই লিভারের সঠিক অবস্থান সম্পর্কে আমরা অনেকেই সন্দেহান। তার কারণ হচ্ছে আমরা মনে করে লিভার আমাদের একেবারে পেটের নিজ দিকে থাকে তাই খাবার পরে আমরা খেয়াল করে সেই অংশটা ফুলে উঠেছে কিনা। তবে আপনাদের জানিয়ে রাখছি যে লিভারের অবস্থান একেবারেই উপরের দিকে যেখানে হার্টের শেষ সেখান থেকে লিভারের শুরু। লিভার সাধারণত এমন অবস্থাতে থাকে যেখানে বাম দিকে একটু সরু হয়ে বেশি অবস্থান করে যেটা নিচের দিকে চলে যায়।

আপনারা যদি লিভারের সঠিক অবস্থান সম্পর্কে কিছুই বুঝতে না পারেন তাহলে আমাদের দেওয়া ছবিটা ফলো করুন। ছবিটা খুব সুন্দর ভাবে বোঝানো হয়েছে লিভার কোথায় আছে বিশেষ করে আমাদের বুকের উপর যে হারগুলো থাকে সেই হাড় গুলোর মধ্যেই নির্ভর থাকে কিছুটা অংশ হারগুলো পেরিয়ে নিচের দিকে চলে আসে। কিন্তু এতদিন আমরা সঠিকভাবে লিভারের অবস্থান বুঝতে পারতাম না আমরা স্বাভাবিকভাবে যে পেট আছে অর্থাৎ একবারের নিচের দিকে সেখানে লিভার আছে বলে ভাবতাম কিন্তু এটা ভুল ধারণা।

মানুষের লিভারের ছবি

আপনারা যারা লিভারের সঠিক অবস্থান সম্পর্কে অবগত নন তাদের এ বিষয়টি সঠিকভাবে বোঝানোর জন্য আমরা লিভারের বেশ কিছু ছবি এনেছি। অ্যানিমেশন করা এই ছবিগুলো থেকে  মানুষের শরীরে বিভিন্ন অঙ্গের পাশাপাশি লিভার কোথায় আছে সেগুলো স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে। আপনি সেখানে নিজে শরীরের উপর বিষয়টি পর্যবেক্ষণ করলে এবং নিজের শরীরে হাত দিয়ে একটু অনুভব করলে বুঝতে পারবেন আপনার শরীরের লিভার কোথায় আছে এবং সেটা কিভাবে কাজ করছে।

আপনারা যদি এই ছবির মধ্যে কোন একটি ছবি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই google.com এই লিংক ব্যবহার করে আপনাদের সেই ছবিগুলো সংগ্রহ করতে হবে। ছবির মাধ্যমে বোঝানোর জন্যই বিষয়গুলো সহজে মাথায় ঢোকে যদি সম্ভব হয় তাহলে আপনারা ভিডিও ফুটেজের মাধ্যমেও এনিমেশন ভিডিও ব্যবহার করে এগুলো বুঝতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ইউটিউব ব্যবহার করতে হবে।

 লিভার নষ্টের লক্ষণ

প্রাথমিক অবস্থাতে যে লক্ষণ গুলো দেখা যায় লিভারের সমস্যার ক্ষেত্রে তার মধ্যে বেশিরভাগ সমস্যা হতে পারে পেটের সমস্যা। বদহজম থেকে শুরু করে পেটে অত্যাধিক ব্যথা লিভারের নষ্ট হওয়ার প্রাথমিক লক্ষণ এছাড়াও প্রচন্ড ব্যাথার সঙ্গে রক্ত বমি হতে পারে লিভার নষ্ট হওয়ার প্রাথমিক লক্ষণ। যাদের শরীরে এই লক্ষণ গুলো রয়েছে তারা অবশ্যই চিন্তায় পড়ে যান এর সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ আছে যেমন পায়খানা অনিয়মিত হওয়া।

কোন কোন সময় রোগীর দিনে ডায়রিয়া হচ্ছে আবার কোন কোন সময় কোষ্ঠকাঠিন্য হচ্ছে এরকম যদি অনিয়মিত পায়খানা হয় এবং অনেক সময় পায়খানার সঙ্গে রক্ত বের হয় তাহলে লিভার নষ্ট হওয়ার এগুলো প্রাথমিক লক্ষণ। এছাড়াও লিভার জ্বালাপোড়া করা এবং খাবারের আগ্রহ কমে যাওয়া এবং অল্প খেয়েই মনে হয় পেট ভরে গেছে এরকম অনুভূতি হওয়া লিভার নষ্ট হওয়ার আরও কিছু লক্ষণ।

লিভার বড় হওয়ার লক্ষণ

ছোটবেলাতে লিভারের সাইজ থাকে একেবারেই পিচ্চি কিন্তু মানুষ বড় হওয়ার সঙ্গে সঙ্গে তার লিভারের সাইজ বাড়তে থাকে। তবে এটা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু হঠাৎ করে যদি লিভারের কোন সমস্যা হওয়ার কারণে সেটা অস্বাভাবিক বেড়ে যায় বা ফুলে যায় তাহলে আপনি সেটা অনুভব করতে পারবেন আপনার নিজে থেকে। প্রচন্ড গ্যাস জ্বালা যন্ত্রণা হবে এবং হঠাৎ করে পেট ফাঁপা ফাঁপা মনে হবে। অল্প খেয়ে ক্ষুধা মিটে যাবে এবং খাওয়ার পরে অস্বস্তি লাগবে।