আমাদের শরীরের সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে রক্ত। মূলত আমরা যাই করি না কেন এই রক্তের মাধ্যমে আমার পুরো শরীর চলে। আমাদের শরীরের রক্তের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর রং দেখতে লাল। প্রাথমিকভাবে কৌতুহলবশত অনেকের মনে এই ধরনের প্রশ্ন জাগে রক্তের রং লাল হল কেন। আজকের এই আর্টিকেল থেকে আমরা খোঁজার চেষ্টা করব কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা যে বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী রক্তের লাল হওয়ার কারণ অবশ্যই আমরা পাব।
সাধারণত আমাদের রক্তের প্রচুর পরিমাণে ভিন্ন ভিন্ন উপাদান থাকে তবে সেই উপাদান গুলোর মধ্যে সবথেকে বেশি থাকে হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনের উপর নির্ভর করে সাধারণত আমাদের রক্তের রং লাল হয়েছে। সাধারণত এই রক্তের লাল হওয়ার পেছনে কিছু কারণ আছে। রক্ত আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ উপাদান তাই আমাদের এই গুরুত্বপূর্ণ উপাদান সম্পর্কে যদি ভালো একটি ধারণা থাকে তাহলে সেটা আমাদের বিপদ-আপদে কাজে আসতে পারে।
কোনটির জন্য রক্ত লাল দেখায়
সাধারণত আমাদের রক্তে থাকা সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান যেটা সব থেকে বেশি থাকে হিমোগ্লোবিন তার উপস্থিতির কারণে রক্তের রং হয় লাল। এখন এর কারণ বের করতে হলে আপনাকে জানতে হবে হিমোগ্লোবিন কেন লাল। সাধারণত হিমোগ্লোবিন এমন এক ধরনের জিনিস যেটাকে প্রোটিন বা অদ দিয়ে তৈরি করা হয়েছে যা লাল রঙের এবং হিমোগ্লোবিন মানুষের রক্তের সর্বাধিক অংশকে গঠন করে। এর কারণে মূলত আমাদের রক্তে রং লাল।
সাধারণত হিমোগ্লোবিন হলো একটি মিশ্রিত প্রোটিন যেখানে গ্লোবিক নামক একটি প্রোটিন এবং একটি আয়রন আয়ন পাওয়া যায়। এটা হচ্ছে হিমোগ্লোবিনের একটি গঠন এবং লোহিত রক্তকণিকায় উপস্থিতি হিমোগ্লোবিন ফুসফুস থেকে কলাতে অক্সিজেন বহন করে বা পরিবহন করে। হিমোগ্লোবিন আমাদের শরীরের জন্য এতটাই গুরুত্বপূর্ণ উপাদান। আর এই হিমোগ্লোবিনের উপস্থিতি আমাদের রক্তকে লাল করেছে এটা এক কথায় উত্তর।
রক্তের রং কালো হওয়ার কারণ
অনেকে জানতে চেয়েছেন রক্তের রং কালো হওয়ার কারণ কি। স্বাভাবিকভাবে কারো শরীরের রক্তের রং কালো নেই এটা আপনাদের ভুল ধারণা। কিছু কিছু রক্তের রং কালচে দেখায় তবে সেটা লালের এক ধরন। আপনি বাজারে যদি লাল রং কিনতে চান বা লাল রঙের কোন কাপড় কিনতে চান তাহলে দেখবেন সেখানে কয়েক ধরনের লাল রং আছে। কিছু কিছু লাল রং দেখতে একেবারেই গারো কালোর মত যাকে আমরা খয়ারি বলে থাকি বা লাল খয়েরি বলে থাকে।
কিছু কিছু লাল আছে একেবারে হালকা। রক্তের ক্ষেত্রেও সাধারণত এই জিনিসটা হতে পারে অর্থাৎ যাদের শরীরে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ অনেক বেশি তাদের ক্ষেত্রে রক্তের রংটা অত্যন্ত গারো কালো হতে পারে এবং এটাকেই মূলত লাল বলা হয়।। যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কমতে থাকে তাদের সাধারণত এই লাল অংশটা হালকা হতে শুরু করে তখন টকটকে লাল মনে হয়।
তবে যদি অন্য কারণে রক্ত কালো হয় যেমন রক্তে কোন ধরনের ইনফেকশন বা বদ রক্ত তাহলে সেটা অসুস্থতার লক্ষণ। মনে করুন হঠাৎ করে কোথাও আঘাত লাগলো এবং সেখানে ফুলে উঠলো কিছুদিন পরে দেখলেন সেখান থেকে রক্ত বের হচ্ছে কিন্তু সেটা কালো এটা হচ্ছে বদ রক্ত যেটা সেখানে নষ্ট হয়ে গেছে। এরকম কারণে রক্ত কালো হতে পারে।
রক্ত স্বল্পতা লক্ষণ
শরীরের রক্ত কমে যাচ্ছে কিন্তু আপনি সেটা খেয়াল করেননি এটা আপনার জন্য বড় ধরনের সমস্যা হতে পারে। অবশ্যই শরীরের রং পরিবর্তন এবং শরীরে অত্যাধিক দুর্বলতা তৈরি হলে আপনাকে পরীক্ষা করে দেখতে হবে শরীরের রক্ত কমেছে কিনা। এছাড়াও খুব ক্লান্তি এবং ঘুম কমে যাওয়া ও খুদা কমে যাওয়া এর মতন অভ্যাস যদি কারো তৈরি হয় তাহলে অবশ্যই রক্ত কমে যাওয়ায় এগুলো প্রাথমিক লক্ষণ। অবশ্যই এগুলো দেখা উচিত পরীক্ষার মাধ্যমে।