ফেক্সোফেনাডিন গ্রুপের একটি কোম্পানির ঔষধের নাম হচ্ছে ফেক্সো। মূলত বাংলাদেশের নামিদামি কোম্পানি স্কয়ার ফার্মাসিটিক্যালস এই নামে ফেক্সোফেনাডিন ওষুধটিকে বাজারজাতকরণ করে। আমরা কোন কোম্পানির প্রচার করতে এখানে আসেনি আমরা মূলত এই ওষুধটির ভালো-মন্দ এবং এই ওষুধটি সম্পর্কে খুঁটিনাটি জানাতে আপনাদের পাশে দাঁড়াতে সবসময় এই ধরনের আর্টিকেল লিখে থাকে।
Fexo 120 কেন খাবেন সে সম্পর্কে জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন এবং এর পাশাপাশি ফেক্সোফেনাডি ওষুধটি কি রোগের বিরুদ্ধে আপনাকে লড়াই করতে সাহায্য করবে এবং ফিক্সোফেনাডিন ১২০ ঔষধ এর সেবনবিধি ও বাজারে এর দাম কত সেটা জানতে আমাদের আর্টিকেলে মনোযোগ দিন। তাহলে চলুন শুরু করে দেওয়া যাক।
Fexo 120 খাওয়ার নিয়ম
সাধারণত ফেক্সোফেনাডিন ১০০ এই ওষুধটি একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ এবং এখানে বিভিন্ন ধরনের অ্যালার্জি রিএকশনের কারণে ডাক্তার আপনাকে এই ওষুধ খেতে বলতে পারে। প্রথমত ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোনভাবেই এই ওষুধ খেতে পারেন না এবং ডাক্তার আপনাকে অবশ্যই বলে দেবে কতটুকু ঔষধ আপনার খাওয়া উচিত। তবে 6 থেকে 11 বছর বয়সের শিশুদের জন্য দৈনিক 30 মিলিগ্রাম ফেরোফেনাডিন হাইড্রোক্লোরাইড ট্যাবলেট খেতে বলা হয়।
এর পাশাপাশি দুই থেকে ১১ বছর শিশুদের জন্য দৈনিক দুইবার করে ১২০ না খেয়ে ফেক্সো ৬০ খেতে বলা হয় অথবা এখানে তারা সিরাপের ব্যবহার করতে পারে যে সিরাপ এর পরিমাপ ডাক্তার আপনাকে ভালোভাবে নির্ধারণ করে দেবে। যাদের বয়স ১১ বছরের উপরে অর্থাৎ যারা প্রাপ্তবয়স্ক হয়ে গেছে তাদের ক্ষেত্রে হেক্সোফেনাডিন ১২০ প্রতিদিন একটি করে খেতে বলা হয়।
Fexo 120 ওষুধ কেন খায়
মূলত এটা হচ্ছে একটি অ্যান্টিহিস্টামিন ওষুধ যেখানে অবশ্যই আপনি বুঝতে পারছেন ভিস্টামিন ওষুধ গুলো কেন ব্যবহার করা হয়ে থাকে। প্রধানত শরীরে বিভিন্ন ধরনের এলার্জিক রিঅ্যাকশনের জন্য এই ঔষধ ব্যবহার করা হয়। যাদের ঘন ঘন হাঁসি হয় এবং হাসির কারণে নাক দিয়ে সর্দি পড়ে তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত কার্যকরী।
এছাড়াও ফেক্সোফেনাডিন ১২০ গ্রুপের ঔষধ বিভিন্ন ধরনের চুলকানি এবং চোখ লাল হয়ে ওঠা এই ধরনের রোগের জন্য বিশেষ কার্যকরী। তবে প্রত্যেকটি ওষুধে রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া তাই কোনভাবে ডাক্তারের পরামর্শ ছাড়া আপনি কোন রোগের বিপক্ষে এই ওষুধ ব্যবহার করতে পারবেন না। ফেক্সোফেনাডি গ্রুপের একটি ভালো সুবিধা হচ্ছে এই ওষুধটি খাওয়ার পরে আপনার ঘুম ঘুম ভাব হবে না যেটা আপনার কাছে আরো ভালো মনে হবে।
Fexo 120 এর দাম কত
আমরা আপনাদের আগেই বলেছি যে স্কয়ার ফার্মাসিটিক্যালস কোম্পানি বাজারজাতকরণ করেছে এই পণ্যটিকে এবং এই বোনের বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি পিস ৭ টাকা। তাই আপনি ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই পণ্যটি এখন কিনতে পারবেন।
Fexo 120 এর পার্শ্ব প্রতিক্রিয়া
প্রত্যেকটি ঔষধে রয়েছে পার্শ্ব প্রতিক্রিয়া। অতিরিক্ত ওষুধ সেবনের ফলে সেই ওষুধটি আপনার শরীরে অকার্য করি হয়ে ওঠে। তাইতো ডাক্তারের পরামর্শ ছাড়া কোনভাবে কোন ওষুধ সেবন করা উচিত নয় এবং নিয়মিত হারে ওষুধ সেবন করতে হবে অতিরিক্ত কোন ডোজ নেওয়া যাবে না। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বলতে গেলে বিজ্ঞানীরা এখন আশঙ্কা করছে যে 2050 সালের দিকে পৃথিবীতে সব থেকে বেশি যেই সমস্যাটা দেখা দেবে সেটা হচ্ছে ঔষধের অপব্যবহার।
মূলত মানুষ এতটাই অতিরিক্ত ঔষধ ব্যবহার করে ফেলবে যে তখন তারা নতুন কোন গ্রুপ এবং নতুন কোন অ্যান্টিবায়োটিক পাবে না ব্যবহার করার জন্য। যার ফলে রোগে আক্রান্ত হলে তারা ওষুধ খাবে ঠিকই কিন্তু সেই ঔষধ কার্যকরী হবে না তাদের শরীরে এবং যার ফলে তারা সুস্থ হতে পারবেনা। তাই আমরা অনুরোধ জানাবো সকল শুভাকাঙ্ক্ষীদের কোনোভাবেই অতিরিক্ত ঔষধ খাবেন না এবং সব সময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ঔষধ খাবেন। আর ছোটখাটো সমস্যা হলে একটু ধৈর্য ধারণ করার চেষ্টা করুন এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন এবং তার কাছে সুস্থতা কামনা করুন কারণ হচ্ছে আমাদের সুস্থতা কেবলমাত্র সৃষ্টিকর্তাই দিতে পারেন।