SGPT test কেন করা হয় – SGPT কিসের টেস্ট

আমরা যে খাবারগুলো সারাদিন খাই সে খাবারগুলো একটি প্রক্রিয়ার মাধ্যমে হজম হয়ে শরীরের বিভিন্ন কাজে লাগে এবং অবশিষ্ট অংশটুকু মলমূত্র হিসেবে শরীরের বাইরে চলে যায়। এই খাবার কে হজম করতে সবথেকে বেশি ভূমিকা রাখে আমাদের পরিপাকতন্ত্র এর মধ্যে লিভার। আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ টেস্ট সম্পর্কে জানার চেষ্টা করব যেটা লিভারের সকল রোগ নির্ণয়ের জন্য একটি আদর্শ টেস্ট। শুধুমাত্র একটি টেস্ট করে কিভাবে লিভারের বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করা যায় সেটা জানতে পারবেন আজকের এই আর্টিকেল থেকে।

লিভার ফাংশন সম্পর্কে আমরা অনেকে অবগত আছি এই লিভার ফাংশন সম্পর্কে আজকে আলোচনা করব অর্থাৎ লিভার ফাংশন শুধুমাত্র একটি টেস্টের মাধ্যমে আপনি কিভাবে বুঝবেন সে বিষয়ে জানার চেষ্টা করব ।SGPT এটা একটি লিভার ফাংশন টেস্ট অর্থাৎ কোন রোগীর যদি পাকস্থলীতে কোন সমস্যা ধরা পড়ে সেই সমস্যার সঠিক নির্ণয়ের জন্য মূলত SGPT টেস্ট করানো হয়ে থাকে। লিভারের বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যখন একজন রোগী চিকিৎসকের শরণাপন্ন হবেন তখন সবার আগে চিকিৎসক একটি টেস্ট করাতে বলবে তার সঠিক রোগ নির্ণয়ের জন্য আর সেই টেস্টের নাম হচ্ছে SGPT।

SGPT টেস্ট করার নিয়ম

অনেকেই মনে করেন যেহেতু সম্পূর্ণ লিভারের রোগ নির্ণয় করা যায় একটি টেস্টের মাধ্যমে সেহেতু এই টেস্ট করাতে অনেক বেশী খরচ হতে পারে এবং এর প্রক্রিয়া অনেক বড়। তবে আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি যে এই সম্পূর্ণ টেস্ট করতে তেমন কোন খরচ আপনাকে করতে হবে না এবং এর প্রক্রিয়া একেবারেই ছোট। কি টেস্ট করানোর জন্য রোগীকে শুধুমাত্র ব্লাড স্যাম্পল প্রদান করতে হবে এবং ব্লাড স্যাম্পল প্রদানের আগে কোন ধরনের প্রস্তুতি গ্রহণের প্রয়োজন নেই। রোগী যে অবস্থাতে আছে সেই অবস্থাতেই শরীর থেকে ব্লুল প্রদান করবে এবং ল্যাবে উপস্থিত তারা এই রিপোর্ট 1 থেকে ১.৩০ ঘণ্টার মধ্যেই প্রদান করতে পারে।

SGPT টেস্ট করার খরচ

লিভার ফাংশন ড্যামেজ হলে মৃত্যুর ঝুঁকি সবথেকে বেশি থাকে। শুধু লিভার ফাংশন ড্যামেজের তথ্য এই টেস্টের মাধ্যমে পাওয়া যাবে এবং নয় এর পাশাপাশি লিভারের থাকা বিভিন্ন ধরনের জটিল সমস্যা যেমন ইনফেকশন যেমন ক্যান্সার এই ধরনের গুরুতর রোগের প্রাথমিক রোগ নির্ণয়ের পরীক্ষা হচ্ছে SGPT টেস্ট। তাই এটার খরচ অনেক বেশি এমন ধারণা অনেকে করেন কিন্তু আপনাদের জানিয়ে রাখছি যে এর খরচ একেবারেই কম। সাধারণত সরকারি হাসপাতালে আপনি এই খরচ করতে পারবেন শুধুমাত্র ২৫০ থেকে ৩০০ টাকার মধ্যে এবং বেসরকারি হাসপাতালে আপনার খরচ হতে পারে 400 থেকে 450 টাকার মত।

SGPT টেস্টের রিপোর্ট খারাপ হলে করণীয়

সুস্থতার সৃষ্টিকর্তার দেওয়া অন্যতম একটি নিয়ামত। আপনার আশেপাশে যে মানুষগুলো মারা যাচ্ছে তাদের কথা একটু চিন্তা করতে পারেন এর মাঝে আপনি যে বেঁচে আছেন এর থেকে বড় পাওয়ার আর কিছুই নেই। তাই অসুস্থ হলে এত তাড়াতাড়ি ভেঙে পড়ার কিছু নাই সব সময় আল্লাহ তায়ালার উপর ভরসা রাখুন এবং আল্লাহ তালাকে স্মরণ করুন তিনি অবশ্যই আপনার উপযুক্ত প্রাপ্য আপনাকে বুঝিয়ে দেবে। অসুস্থ হলে অবশ্যই রোগের মনে অনেক ধরনের চিন্তা ভাবনা আসে সবার প্রথমে সেই চিন্তা ভাবনাগুলো ঝেড়ে ফেলতে হবে।

SGPT টেস্টের মাধ্যমে লিভার ফাংশনে কোন সমস্যা হয়েছে সেটা নির্ণয় করা যায় তাই এখানে ভয় পাওয়ার কিছু নেই সবার প্রথমে দেখুন আপনার কি সমস্যা হয়েছে। তবে এই টেস্টের মাধ্যমে ছোট হোক বা বড় হোক যেকোনো ধরনের রোগ ধরা পড়লে সবার প্রথমে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনি নিজে থেকে কোনভাবে কোন চিকিৎসা করতে পারবেন না এই রোগগুলোর। আশা করছি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ার প্রত্যেকটি রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আপনার থাকবে এবং আপনি সঠিক চিকিৎসা গ্রহণ করে তাড়াতাড়ি সুস্থ হতে পারবেন।