ANA test কেন করানো হয়

সাধারণত আমাদের শরীরে বিভিন্ন ধরনের সমস্যা থাকে সে সমস্যাগুলো সঠিকভাবে নির্ণয় করার জন্য চিকিৎসকের অনেক সময় বিভিন্ন ধরনের টেস্ট করতে বলেন। একটি টেস্টের মাধ্যমে নিশ্চিত হওয়া যায় আমাদের শরীরে এই ধরনের সমস্যা আছে কিনা এবং সে সমস্যা যদি থাকে পরবর্তীতে বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়া যাবে। আজকে যে টেস্টের কথা আমরা বলতে চলেছি সেটা সাধারণত আন্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি টেস্ট। সাধারণত এটি একটি ল্যাবরেটরি পরীক্ষা দেয় একজন ব্যক্তির রক্তে এন্টি নিউক্লিয়ার অ্যান্টিবডির পরিমাণ নির্ণয় করা হয় এটা নির্ণয়ের মাধ্যমে শরীরে এর ঘাটতি রয়েছে না অতিরিক্ত মাত্রায় রয়েছে সে সম্পর্কে জানা যায়।

সাধারণত এমন একটি সমস্যা যেখানে অ্যান্টি নিউক্লিয়ার এবং আন্টি বডি গুলো ভুলবশত শরীরের কোষের নিউক্লিয়াসকে আক্রমণ করে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করতে পারে। সাধারণত সবার প্রথমে চিকিৎসকের কাছে যখন কেউ যাবে তখন দেখা যাবে যে তার শারীরিক উপসর্গগুলো দেখে বোঝা যাচ্ছে তার এই টেস্ট করানোর প্রয়োজন রয়েছে। শারীরিক উপসর্গ গুলোর মধ্যে রয়েছে অনেকের ক্ষেত্রে জয়েন্টে ব্যথা আবার অনেকের ক্লান্তি থাকতে পারে ত্বকের বিভিন্ন স্থানে চুলকানি বা ফুসকুড়ি বের হতে পারে এবং জ্বর হতে পারে। তখন অটিমিয়ন রোগের কারণে হচ্ছে কিনা এটা যাচাই করার জন্য চিকিৎসকেরা ANA test টেস্ট করানোর কথা পরামর্শ দেন। সাধারণত এই একটি টেস্টের মাধ্যমে এটা নির্ণয় করা যায় কি সমস্যা হয়েছে রোগীর।

ANA test টেস্ট এর দাম কত

বাংলাদেশের চিকিৎসার ক্ষেত্রে কিছু কিছু টেস্ট এখন পর্যন্ত খুব একটা অ্যাভেইলেবল হয়নি তাই আপনাকে এই টেস্ট করানোর জন্য ভালো জায়গাতে যেতে হবে বলে আমরা মনে করি। এই টেস্টের ফলে যদি কোন ধরনের রোগ ধরা পড়ে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে তার কারণ হচ্ছে এখানে যে রোগগুলো হতে পারে সেগুলো অত্যন্ত সাংঘাতিক রোগ এবং এটা অবহেলা করার মতন। এই টেস্ট করানোর ক্ষেত্রে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার বা বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠান আপনাকে বিভিন্নভাবে চার্জ করতে পারে তবে আনুমানিক যে ধারণা আছে এবং সরকারি যে রেট আছে সেই রেটের আলোকে আমরা আজকে আপনাদের এই টেস্টের দামের কথা উল্লেখ করব।

ANA test টেস্টের ক্ষেত্রে আপনি যদি পপুলার ডায়াগনস্টিক সেন্টার এর মত বড় প্রতিষ্ঠানে যান তাহলে আপনার খরচ হতে পারে বারোশো টাকা। তবে এই টেস্টের মান বর্তমানে বৃদ্ধি পেতে পারে এখানে ১২০০ থেকে ১৫০০ টাকার মতন খরচ হতে পারে একটি টেস্টের জন্য। কিন্তু আপনি যদি এই একই টেস্ট সরকারি কোন হাসপাতালে করতে চান তাহলে 250 টাকা থেকে 400 টাকার মধ্যে এই টেস্টের খরচ সম্পূর্ণ হতে পারে।

টেস্ট করানোর ক্ষেত্রে অবশ্যই আপনাকে শুধুমাত্র রক্ত দিতে হবে স্যাম্পল হিসাবে এবং এই টেস্ট তাড়ানোর রিপোর্ট এর সর্বোচ্চ সময় হতে পারে 6 ঘন্টা। তবে যেহেতু প্রতিষ্ঠানের আন্ডারে আপনি টেস্ট করাতে দিচ্ছেন তাই তাদের কিছু নিয়ম রয়েছে এখানে আশা করা যাচ্ছে এক থেকে দুই দিনের মধ্যে আপনি রিপোর্ট গ্রহণ করতে পারবেন এই টেস্টের।

ANA test টেস্ট সম্পর্কে খুঁটিনাটি

সাধারণত এটা রেয়ার একটি টেস্ট তাই এখানে খুব বেশি মানুষের এই টেস্ট সম্পর্কে জানা প্রয়োজনীয়তা নেই তবে আপনি যদি আপনার জ্ঞান বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই এটা জানতে পারে। সাধারণত এই টেস্টের কিছু ভ্যালু আছে এবং সেটা বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার এর উপর ভিত্তি করে চেঞ্জ হতে পারে অর্থাৎ যারা যেই ধরনের ঔষধ ব্যবহার করে এই টেস্ট করছে সেই টেস্ট ব্যবহার করতে ঔষধের আদর্শ মানের ওপর নির্ভর করে মূলত পরীক্ষার ভ্যালু দেওয়া হচ্ছে।

সাধারণত এখানে এই টেস্টের মাল যদি অতিরিক্ত বেশি হয় তাহলে কোন ভাবে বাড়িতে খালি হাতে ফিরে আসলে হবে না আপনাকে চিকিৎসকের কাছে গিয়ে সঠিক পরামর্শ নিয়ে তারপরে বাড়িতে আসতে হবে। সব সময় নিজেকে সুস্থ রাখার চেষ্টা করুন এবং সুস্থ থাকুন।