এখানে এমন একটি টেস্টের কথা বলা হয়েছে যেই টেস্টের মাধ্যমে রোগীর শরীরে থাইরয়েড হরমোন এর পরিমাপ নির্ধারণ করা হয়। একজন রোগীর চিকিৎসকের কাছে গেছেন এবং চিকিৎসক তাকে থাইরয়েড হরমোন টেস্ট করতে বলেছেন এবং সেই রোগী আমাকে প্রশ্ন করছেন এই টেস্ট কেন করতে হবে। আমরা তার এই প্রশ্নের উত্তরে ছোট্ট অংশের মাধ্যমে খোঁজার চেষ্টা করব চলুন জানার চেষ্টা করি এই সম্পর্কে বিস্তারিত। আসলে থাইরয়েড এমন একটি হরমোন যেটা আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এবং এটা নিঃসৃত হয় একটি গ্রন্থী যে গ্রন্থের নাম হচ্ছে থাইরয়েড গ্রন্থি।
এই গ্রন্থের অবস্থান আমাদের শ্বাসনালীর সামনের দিকে এবং এখান থেকে যে হরমোন নিঃসৃত হয় সেটা আমাদের শরীরের বিভিন্ন জায়গাতে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। এই উপাদানের যদি মাত্রা আমাদের শরীরে ঠিক না থাকে তাহলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায় যেটা উপসর্গের মাধ্যমে আমরা বুঝতে পারি। আপনি যখন চিকিৎসকের কাছে যাবেন তখন চিকিৎসক অবশ্যই আপনার শরীরে কিছু উপসর্গ পেয়েছে যার কারণে আপনাকে এই TSH টেস্ট করতে বলেছে। সাধারণত এই ধরনের সমস্যার মধ্যে হঠাৎ করে ওজন কমে যাওয়া থেকে শুরু করে শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া এবং চোখের আকার বেড়ে যাওয়ার মতন সমস্যা অন্যতম। ছাড়াও মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাবের বিভিন্ন ধরনের সমস্যা অতিরিক্ত গরম লাগা এবং প্রেসার বৃদ্ধি পাওয়া থাইরয়েড হরমোন বেড়ে যাওয়ার লক্ষণ এবং এই লক্ষণ গুলো পাওয়ার জন্য চিকিৎসক হয়তো আপনাকে টেস্ট করাতে বলেছে।
TSH এর কাজ কি
জানার শেষ নেই এই পৃথিবীতে কত কিছুই না আছে আমরা না জেনেই মৃত্যুবরণ করবো তারপরও কৌতূহলের আমাদের শেষ থাকবে না। পৃথিবীটা জানার আগে আপনি আপনার নিজের শরীর সম্পর্কে জানুন। আমাদের শরীরে একটি হরমোন আছে যেই হরমোনের নাম থাইরয়েড হরমোন এবং সেই হরমোন উৎপন্ন হয় বা নিঃসৃত হয় আমাদের শ্বাস টালির অগ্রভাগের একটি গ্রন্থি থেকে যে গ্রন্থের নাম দেওয়া হয়েছে থাইরয়েড গ্রন্থি। এর কিছু কাজ আছে আমাদের শরীরে সেই কাজগুলোর মধ্যে কিছু কাজের কথা আমরা এখানে উল্লেখ করছি।।
এই হরমোন আমাদের বিপাকক্রিয়া অর্থাৎ খাবার খাওয়া থেকে শুরু করে মল হওয়া পর্যন্ত যে ক্রিয়া রয়েছে তার সম্পূর্ণ জায়গাতেই এটা কার্যকরী ভূমিকা পালন করে। ছোট বাচ্চাদের স্বাভাবিক বেড়ে ওঠায় অবদান রাখে এই হরমোন এছাড়াও সেই বাচ্চার বুদ্ধি বিকাশেও এই হরমোন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বাচ্চাদের বাড়তি বয়সে বয়সন্ধিকালে এই হরমোনের গুরুত্ব অনেক বেশি এবং মহিলাদের ক্ষেত্রে ঋতুচক্র এবং গর্ভধারণের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান করে এই হরমোন। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ কাজ করে থাকে তাই এই হরমোনের গুরুত্ব বলে শেষ করা যাবে না।
TSH চিকিৎসা কি
এই রোগে যারা আক্রান্ত হয়েছে তাদের সাধারণত তিনটি পদ্ধতিতে চিকিৎসার দেওয়া হয়। অবশ্যই দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন রয়েছে এটা নিয়ন্ত্রণে রাখতে হলে হঠাৎ করে আপনি এই রোগ থেকে মুক্তি পাবেন এমন কোন রোগ এটা নয়। তাই আপনাকে জানতে হবে এই রোগের সঠিক চিকিৎসা এবং এর জন্য আপনাকে একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হবে যিনি থাইরয়েড হরমোনের সঠিক চিকিৎসা দেন। আমার মতে এটা নিয়ন্ত্রণে রাখতে পারাটাই হচ্ছে আসল চিকিৎসা আপনি যদি সেটা করতে পারেন তাহলে আপনার সঠিক চিকিৎসা সবসময় কাজে দেবে।
TSH টেস্ট এর খরচ বাংলাদেশ
খরচের ব্যাপারটা সবসময় আমরা চিন্তা করি তার কারণ হচ্ছে খরচ না থাকলে পৃথিবীতে কখনো কাজ নেই। টাকা আপনার কাছে থাকতেই হবে আপনি যতটাই অসুস্থ হন না কেন যতটাই অসহায় হন না কেন টাকা ছাড়া আপনাকে কোন প্রয়োজনে জিনিস কেউ এনে দিতে পারবে না। বাংলাদেশের সরকারি হাসপাতালগুলোতে আপনি যদি টিএসএইচ টেস্ট করেন তাহলে আপনার খরচ হতে পারে ৭০০ টাকা থেকে ১০০০ টাকার মত। আপনি যদি বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে এই একই টিএসএইচ টেস্ট করেন তাহলে আপনার খরচ হবে 800 টাকা থেকে ১২০০ টাকার মত