আপনার আমার যেমন একটি পরিচিতি আছে ঠিক তেমন প্রত্যেকটি ঔষধ রয়েছে আলাদা আলাদা পরিচিতি। এই ঔষধ সম্পর্কে যখন আপনি ভালোভাবে জানতে চাইবেন সবার প্রথমে যে জিনিসটা মিস করা যাবে না সেটা হচ্ছে তার সঠিক পরিচিতি। সাধারণত Zinc syrup ঔষধ স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের একটি ওষুধ। এখানে ঔষধ তৈরির মূল উপাদান হচ্ছে এজিথ্রোমাইসিন ডাইহাইড্র। এজিথ্রোমাইসিন ডাইহাইড্রেট অত্যন্ত কার্যকরী একটি ঔষধ এবং এটা কেন ব্যবহার করা হয় সেটা সম্পর্কে আমাদের অনেকেরই ভালো একটি ধারণা আছে। তারপরও আমরা জানার চেষ্টা করব Zimax syrup ঔষধের সঠিক ব্যবহার এবং উপকারিতা সম্পর্কে যেটা আমাদের নতুন কোন তথ্য জানতে সাহায্য করবে।
এখানে বাজারে আপনি 15 ml এর একটি বোতল পাবেন এর পাশাপাশি পাবেন ৩০ ml এর বোতল এবং ৫০ এম এল এর বোতল। কোন রোগের ক্ষেত্রে কোন ঔষধ উপযুক্ত হবে সেটা চিকিৎসক নির্ধারণ করে দেবে তাই এখানে সেটা সঠিকভাবে বলা যাচ্ছে না। চলুন আমরা এই আর্টিকেল থেকে জানার চেষ্টা করি ওষুধের বিভিন্ন খুঁটিনাটি তথ্য যেটা আমাদের জন্য অত্যন্ত উপকারী তথ্য হতে পারে।
Zimax syrup কি কাজ করে
এজিথ্রোমাইসিন কোন ধরনের ঔষধ তা আমাদের অনেকেরই জানা। সাধারণত এই এজিথ্রোমাইসিন বহু ধরনের রোগের বিরুদ্ধে কাজ করতে সক্ষম অর্থাৎ এটা শুধুমাত্র যে একটা দুইটা রোগ দমনে আপনাকে সাহায্য করবে এমন নয় এটা প্রচুর পরিমাণে কাজ করতে পারে আমাদের শরীরে। যে নির্দেশনা আমরা সংগ্রহ করেছি সেই নির্দেশনা অনুযায়ী এজিথ্রোমাইসিন সংবেদনশীল অণুজীব সমূহের দ্বারা সৃষ্ট সংক্রমণ প্রতিরোধে অত্যন্ত কার্যকরী একটি উপাদান।
এই Zimax syrup গুরুতর কিছু রোগের বিরুদ্ধে কাজ করতে পারে যেমন ব্রংকাইটিস এবং নিউমোনিয়া। আমাদের যে ফুসফুস আছে যেটাকে বাংলায় আমরা শ্বাসতন্ত্র বলতে পারি আবার নিঃশ্বাস তন্ত্র বলতে পারি এই পুরো ফুসফুসের যত ধরনের সংক্রমণ আছে প্রত্যেকটি সংক্রমণ প্রতিরোধে সবথেকে কার্যকরী ঔষধ হচ্ছে এজিথ্রোমাইসিন। আর এই এজিথ্রোমাইসিনের মাধ্যমেই তৈরি করা হচ্ছে Zimax syrup ঔষধ এছাড়াও আরো কিছু উপকারিতা রয়েছে যেটা আমরা আপনাদের এখন জানাচ্ছি ।
কানের বিভিন্ন ধরনের সমস্যা অনেকের হয়ে থাকে এবং গানের ভেতরে ও বাইরে বিভিন্ন ধরনের এই সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকরী হিসাবে একটি ওষুধ ব্যবহার করা হয় এবং তার নাম হচ্ছে Zimax syrup । গানের বিভিন্ন ধরনের প্রদাহ সায়োনোসাইটিস থেকে শুরু করে ফ্যারেনজাইটিস ও টনসিলাইটিস এই ধরনের রোগের বিরুদ্ধে কাজ করতে পারে এই সিরাপ। আমরা আরো কিছু ব্যতিক্রম ধর্মে সংক্রমণের কথা ভাবতে পারি যেখানে আমাদের শরীরের বিভিন্ন স্থানে ক্ষত বা বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের সংক্রমণ হলে সে সংক্রমণ নিরাময়েও এজিথ্রোমাইসিন ব্যবহার করা হয় আর যেটার সিরাপ হচ্ছে Zimax syrup ।
Zimax syrup খাওয়ার সঠিক মাত্রা
অবশ্যই ঔষধ সেবনে সঠিক মাত্রাটা জানা সবথেকে গুরুত্বপূর্ণ সঠিক মাত্রা না জেনে কখনোই ওষুধ খাবেন না। আমাদের কাছে যে তথ্য আছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে দৈনিক 500 মিলিগ্রাম করে তিন দিন অথবা প্রথম দিনে 500 মিলিগ্রাম এবং পরবর্তীতে দ্বিতীয় দিন থেকে পঞ্চম দিন পর্যন্ত ২৫০ মিলিগ্রাম করে চার দিন পর্যন্ত খাওয়াতে হবে। এছাড়াও বিভিন্ন ধরনের চিকিৎসার ক্ষেত্রে এটা বিভিন্নভাবে ব্যবহার করা হতে পারে তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। শিশুদের ক্ষেত্রেও এই ওষুধের ব্যাপক ব্যবহার হয় কিন্তু এটা আপনারাও বুঝবেন যে কোন শিশুর ক্ষেত্রে কতটুকু ঔষধ খেতে হবে সেটা উপস্থিত চিকিৎসক ছাড়া কখনোই নির্ধারণ করা যায় না।
Zimax syrup দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া
সাধারণত এই সিরাপের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো রয়েছে সেগুলো অত্যন্ত স্বাভাবিক যেমন পেটের বিভিন্ন ধরনের সমস্যা থেকে শুরু করে মাথাব্যথা বা ঘুম ঘুম ভাব। ১৫ এম এল এর বোতলের দাম ৯৫ টাকা এবং ৩০ এম এল বোতলের দাম ১৪০ টাকা এবং সর্বশেষ রয়েছে 50 ml এর বড় বোতল যার দাম হচ্ছে ২০০ টাকা।