আপনি যদি ৮ মাসের গর্ভবতী হয়ে থাকেন তাহলে আপনাকে জানাই শুভকামনা। আর মাত্র কিছুটা দিন তাহলেই আপনার স্বপ্ন পূরণ হবে। এতদিন ধরে আপনার যে ইচ্ছা স্বপ্নগুলো রয়েছিল আপনার গর্ভের সন্তান কে নিয়ে আর মাত্র কিছুদিন পরেই আপনি সেই সন্তান কে কাছে পাবেন। আপনি যখন আপনার গর্ভাবস্থার অষ্টম মাসে পৌঁছেছেন অবশেষে আপনি অনুভব করবেন যে আপনি আপনার যাত্রা প্রায় শেষ করে ফেলেছেন।
এখন শুধু আর কয়েক মাসের অপেক্ষায় এবং আপনি শীঘ্রই আপনার সন্তানের জন্ম দিবেন। এটি আপনার গর্ভাবস্থার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এবং আপনার ডাক্তার আপনার বাচ্চাটি সঠিক অবস্থানে রয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য একটি আলট্রাস সাউন্ড এর পরামর্শ দেবেন। আপনি যদি আট মাসের গর্ভবতী হন বা শীঘ্র ই হতে চলেছেন তবে গর্ভাবস্থার অষ্টম মাসের শিশুর আদর্শ অবস্থান কি হওয়া উচিত এবং একটি শিশু বিভিন্ন স্থানে কিভাবে থাকতে পারে তা সম্পর্কে জেনে রাখতে হবে।
এছাড়াও আপনারা অনেকেই জানতে চেয়েছেন ৮ মাসের গর্ভবতী বাচ্চার নড়াচড়া সম্পর্কে। তাই আমরা আজকে নিয়ে এসেছি আমাদের ওয়েবসাইটের মাধ্যমে নতুন একটি আর্টিকেল যার মাধ্যমে আমরা আজকে আলোচনা করব আট মাসের গর্ভবতী বাচ্চার নড়াচড়া সম্পর্কে যাবতীয় সকল তথ্যগুলো। তো চলুন জেনে নেওয়া যাক।
গর্ভাবস্থার অষ্টম মাসে শিশুর বিভিন্ন অবস্থান
আপনি যদি আপনার গর্ভাবস্থার অষ্টম মাসে পা দিয়ে থাকেন তাহলে আপনার গর্ভাবস্থার অষ্টম মাসের শিশুর বিভিন্ন অবস্থান সম্পর্কে জেনে নেওয়া জরুরী। আমরা আমাদের আর্টিকেলের এই অংশে সে অবস্থান সম্পর্কে আলোচনা করব।
ব্রিচ পজিশন
যখন একজন গর্ভবতী মায়ের জরায়ুতে শিশু মাথা উঁচু অবস্থানে থাকে এবং তার পাপ প্রসাব হলে টিকে থাকে তখন একটি শিশু ব্রিচ পজিশনে থাকে। এই পজিশনটিকে ডাক্তারি ভাষায় ব্রিচ পজিশন বলা হয়ে থাকে। প্রায় ৪% বাচ্চা প্রসবের আগে এই অবস্থানে থাকে।
এই ধরনের অবস্থানের কারণে শিশুর মাথাটি শেষে বের হয়ে আসে যা প্রসাব থলির মধ্য দিয়ে তার বেরিয়ে আসা কে জটিল করে তোলে। তবে মনে রাখবেন এটি কোন শিশুর জন্য আদর্শ অবস্থান হতে পারে না শিশু পরবর্তী জীবনে হিপ সমস্যা তৈরি হতে পারে এর জন্য।
ট্রান্সভার্স লাই পজিশন
মাত্র ০.০৫ শতাংশ বাচ্চা প্রসবের আগে ট্রান্সভার্স অবস্থান গ্রহণ করে। এই অবস্থানের শিশুটি উলম্বের পরিবর্তে অনুভূমিক অবস্থানে থাকে যেটাকে আমরা সহজ ভাষায় আড়াআড়ি বলে থাকি। এই অবস্থানে তার মাথাটি পেটের বাম্বা ডান দিকে থাকে। এটি জরায়ু নিজেই কাঠামো গত গঠনে কিছু অসংগতি গুলির কারণে একটি শিশুকে ট্রান্সভার্সলায় অবস্থানে যেতে পারে।
পোষ্টেরিওর পজিশন
এই অবস্থানটি প্রসবের জন্য একটি আদর্শ পজিশন। এ অবস্থানে একটি শিশুর মাথা পৌষ্যৎ থলির দিকে নিচু হয়ে থাকে এবং তার পা উপরের দিকে থাকে।
৮ মাসের গর্ভবতী বাচ্চার নড়াচড়া
আমরা আমাদের আর্টিকেলের মূল আলোচনায় চলে এসেছি আমাদের আর্টিকেলের এই অংশে আমরা আলোচনা করব আট মাসের বাচ্চার নড়াচড়া সম্পর্কে যাবতীয় সকল তথ্য।
একজন আট মাসের গর্ভবতী মা ভালোভাবে অনুভব করতে পারে তার বাচ্চার নড়াচড়া। তবে মাঝে মাঝে যখন বাচ্চা একটু কম নাড়াচাড়া করে তাহলে মাকে বুঝতে হবে এটি একটি বিপদজনক লক্ষণ তাই যখন একজন মা দেখবেন যে তার বাচ্চা ঠিকমতো নড়াচাড়া করছেন না ঠিক তখনই বসে না থেকে ডাক্তারের পরামর্শ নেয়া উচিত।
সারাদিনের মধ্যে সকাল থেকে রাত পর্যন্ত ১২ ঘণ্টার ভেতরে একটি সুস্থ বাচ্চা ১০ বার নাড়াচড়া করে থাকে। আপনার বাচ্চাদের যদি সারাদিনের মধ্যে দশবার নড়াচাড়া করে তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার গর্ভের সন্তান সুস্থ রয়েছে। তবে এই সময়টিতে মাকে অনেক নিজের প্রতি খেয়াল রাখতে হবে এবং সাবধানে চলাফেরা করার সাথে সাথে পুষ্টিকর খাবারও খেতে হবে। আর খেয়াল রাখতে হবে তার বাচ্চার নড়াচড়া সম্পর্কে।