হঠাৎ করে যদি কারো পেটে সমস্যা তৈরি হয় তাহলে সেটা সত্যিই চিন্তার কারণ। পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে যখন এটা নিশ্চিত হওয়া যায় যে লিভারে ইনফেকশন হয়েছে সেটা হয়ে যায় অনেক বড় একটি সমস্যা। তবে এই লিভারে ইনফেকশন হলে কি সমস্যা হতে পারে সে সম্পর্কে অনেকেই জানেন না চলুন আজকে আমরা জানার চেষ্টা করি লিভারের ইনফেকশন থেকে কোন কোন রোগ হতে পারে এবং সেটা কতটা সাংঘাতিক।
লিভার ইনফেকশন যে কারণেই হোক না কেন এটা অনেক বড় ধরনের একটি সমস্যা। আমরা সকলে অবগত আছি যে আমরা যে খাবারগুলো খাই সেগুলো থেকে সকল ধরনের উপকারী জিনিস সংগ্রহ করার জন্য এবং সেই খাবারকে হজম করার জন্য লিভার ব্যবহার করি আমরা। এই অঙ্গে যদি কোন ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা দুশ্চিন্তার কারণ। লিভারের ইনফেকশনের কারণে সাধারণত যে সমস্যাগুলো হতে পারে তার মধ্যে একটি সমস্যা হচ্ছে গ্যাস্ট্রিক আলসার। এ ছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা যেমন মনে করুন গ্যাসের সমস্যা থেকে শুরু করে ফ্যাটি লিভার ও লিভার ক্যান্সার পর্যন্ত হতে পারে।
লিভার ইনফেকশন এর প্রাথমিক উপসর্গ ও লক্ষণ
লিভার ইনফেকশন হলে সাধারণত যেই উপসর্গের মাধ্যমে আমরা সবার প্রথমে এই লিভার ইনফেকশন কে চিহ্নিত করতে পারব সেই উপসর্গ নিয়ে এখন কথা বলছি। সাধারণত লিভার ইনফেকশনের ক্ষেত্রে সবার প্রথমে দেখা যাবে বদহজম এবং গ্যাস্ট্রিকের সমস্যা। এই সমস্যা গুলোর সঙ্গে রোগীর প্রচুর পরিমাণে বমি হওয়া বা পেটে জ্বালাপোড়া হওয়ার মতন সমস্যাও দেখা দিতে পারে। হঠাৎ করে পেট ফোলা ফোলা ভাব এবং পেট নিয়ে অস্বস্তি দেখা দিতে পারে লিভারের ইনফেকশনের কারণে।
লিভার ইনফেকশনের কারণে অবশ্যই খাওয়ার প্রতি আগ্রহ কমে যাবে অর্থাৎ খাওয়া কমে যাবে এবং অল্প খাওয়াতে মনে হবে পেট ভরে গেছে। হঠাৎ করে রোগীর ওজন কমা শুরু করতে পারে লিভার ইনফেকশনের কারণে এই সমস্যা বা এই উপসর্গ যদি কারো মাঝে একই সঙ্গে দেখা যায় তাহলে অবশ্যই এটা দুশ্চিন্তার কারণ। কোনভাবেই এই সমস্যা দেখার পরে অপেক্ষা করা যাবে না সে সমস্যার সমাধানের জন্য চেষ্টা করতে হবে।
লিভার ইনফেকশন হলে কি করবেন
লিভার ইনফেকশন যদি কারো ধরা পড়ে তাহলে সবার প্রথমে যেই কাজগুলো করতে হয় সেই কাজের মধ্যে একটি কাজ হচ্ছে চিকিৎসকের কাছে যাওয়া এবং সেটা লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে। ছোট ছোট রোগ আস্তে আস্তে বড় রোগে রূপান্তরিত হয় তাই এই ছোট রোগকে অবহেলা না করে আমরা একজন লিভার বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাব এবং তার পরামর্শ অনুযায়ী ওষুধ খাওয়ার চেষ্টা করব।
তবে এই ক্ষেত্রে ঔষধের পাশাপাশি আপনাকে আপনার খাবারকে নিয়ন্ত্রণ করতে হবে এবং এই অবস্থাতে এমন কিছু খাবার একেবারে বর্জন করতে হবে যেগুলো আপনার লিভারের জন্য ক্ষতিকার। এই খাবারের মধ্যে একটি খাবার হচ্ছে তেল চর্বিযুক্ত খাবার যেটা আপনি বর্জন করতে পারেন এবং এটা আপনার জন্য সত্যি অনেক উপকারী হবে।
এছাড়াও এই ধরনের রোগীদের কোন ভাবেই কোন ধরনের ভারী জিনিস খাওয়া যাবেনা চেষ্টা করতে হবে যে জিনিসগুলো সহজে হজম হয় এমন কিছু খেতে বিশেষ করে ইনফেকশন যখন বেশি থাকবে তখন। এই সমস্যাগুলো থেকে আপনারা যখন বেরিয়ে আসতে শুরু করবেন তখন আস্তে আস্তে নরমাল খাবারের দিকে চলে যেতে পারবেন।
লিভার ইনফেকশনের চিকিৎসা
লিভার ইনফেকশনের চিকিৎসা সাধারণত ঔষধের ওপর নির্ভর করে দেওয়া হয়। এই চিকিৎসার ক্ষেত্রে ঔষধ ব্যবহার করা হয় এবং প্রাথমিক পর্যায়ে যে কোন ইনফেকশন ধরা পড়লে সেটা খুব সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব। তবে একই ভুলের পুনরাবৃত্তি হলে লিভার ইনফেকশন আবার ফিরে আসতে পারে তাই সবসময় নিজেকে ঠিক রাখতে হবে এবং নিজেকে সুস্থ রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে।