Betamenson- n cream এর কাজ কি বিটামেসন-এন ক্রিম

স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড এমন বহু উপকারী ঔষধ আমাদের মাঝে নিয়ে আসে যেগুলো বিভিন্ন সময় আমাদের অনেক উপকারে আসে। আজকে আমরা এমন একটি ক্রিম নিয়ে আপনাদের সঙ্গে কথা বলব যে ক্রিমের ব্যবহার আমরা অনেক জায়গাতেই করতে পারি। এই একটি ক্রিমে দুটি উপাদান রয়েছে প্রথম উপাদান হচ্ছে বিটামিথাসন ও দ্বিতীয় উপাদানটি হচ্ছে নিউমাইসিন সালফেট। এ দুইটি উপাদান আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেই তথ্য জানলেই আমরা সঠিক তথ্য সম্পর্কে অবগত হতে পারব।

সাধারণত গ্রাম পজেটিভ এবং গ্রাম নেগেটিভ অনুজীবনু দ্বারা সংক্রমিত বাহ্যিক সংক্রমণে এই প্রিপারেশন অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। তাই যদি কোন ধরনের রোগী ডাক্তারের কাছে আসে এবং ডাক্তারের কাছে এসে এই ধরনের উপসর্গগুলো তুলে ধরে তাহলে সেটা অত্যন্ত সহজ হবে চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে। এটা বিভিন্ন ধরনের সোরিয়াসিস ধরনের চর্মরোগ সারিয়ে তোলার জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে।

Betamenson- n cream কি কাজ করে

আপনারা যদি এই প্রেমের কার্যকারিতা সম্পর্কে জানতে চান তাহলে আপনাদের বলব অবশ্যই আপনারা এই ক্রিমের সঠিক কার্যকারিতা সম্পর্কে জানতে পারবেন। সাধারণত আমরা যতটুকু জানতে পেরেছি এই ক্রিম সরাসরি গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ অণুজীব দ্বারা সংক্রমিত বাহ্যিক সংক্রমণ এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই ধরনের অনুজীব যে সমস্যাগুলো তৈরি করতে পারে এ সমস্যাগুলোর প্রত্যেকটির বিরুদ্ধে এই ক্রিম ব্যবহার উপযোগী একটি প্রেম। এখানেই শেষ নয় এই প্রিপারেশন ব্যবহার করা যায় পুড়ে যাওয়ায় স্থানে এবং আঘাত পাওয়ার মতো স্থানে। যাদের শরীরের বিভিন্ন অংশে হালকা ভাবে পুড়ে গেছে বা আঘাত পেয়ে ক্ষতস্থানের সৃষ্টি হয়েছে সেই সকল স্থানে Betamenson- n cream ব্যবহার করা যেতে পারে। এছাড়াও ক্ষতস্থান থেকে নতুন চর্মরোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলে বা সৃষ্টি হলে এই ক্রিম ব্যবহার করতে হবে।

আমরা আরো জানতে পেরেছি যে বহির কর্ণের প্রদাহ বা অস্ত্র পাচারের পরবর্তী বিভিন্ন ধরনের সংক্রমণ বা একজিমার সমস্যার সমাধানে Betamenson- n cream অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও বিভিন্ন ধরনের সিস্টেমিক ইস্টারয়েড থেরাপির সাথে সহ চিকিৎসা হিসাবে এর ব্যবহার আমরা লক্ষ্য করেছি তাই আপনাদের অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই একটা ক্রিম আমাদের জন্য বিভিন্ন ধরনের কাজে ব্যবহার করা যায়। যদি ডাক্তারেরা প্রেসক্রিপশনে এই ক্রিমের কথা লিখে থাকে তাহলে কোনভাবে অবহেলা না করে আপনাকে এই Betamenson- n cream সঠিক ব্যবহার করতে হবে।

Betamenson- n cream ব্যবহারের সঠিক নিয়ম

মাত্রা বা ব্যবহারবিধি সম্পর্কে বলতে গেলে সাধারণত চামড়ার ওপরের অংশে ব্যবহার করতে হবে এছাড়াও সংক্রমিত স্থানে পাতলা আস্তরণ রূপে প্রতিদিন তিন থেকে চার বার ব্যবহার করতে হবে। সাধারণত আপনি যদি দীর্ঘস্থায়ী চিকিৎসার জন্য এটা ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এর পরিমাণ কমিয়ে আনতে হবে এবং শেষমেষ কমাতে কমাতে প্রতি সাত দিনে একবার পর্যন্ত এই ওষুধের ব্যবহার করা যেতে পারে তবে এইগুলো সম্পূর্ণ ডাক্তারের পরিকল্পনা অনুযায়ী করতে হবে।

যারা শিশু আছে তাদের ক্ষেত্রে এক বছরের কম হলে এটি ব্যবহার করা যাবে না তবে এক বছরের ওপরে শিশুদের জন্য সাধারণ ক্ষেত্রে ৫ দিনের বেশি এই চিকিৎসা সময় হওয়া উচিত নয়। শিশুদের ক্ষেত্রে যাই করুন না কেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী করুন।

Betamenson- n cream দাম ও পার্শ্ব প্রতিক্রিয়া

পার্শ্বপ্রতিকা দিকে যদি আমরা লক্ষ্য করি এটা শরীরে ভালোভাবে সহনীয় একটি জিনিস তারপরও দীর্ঘদিন বা অতিমাত্রায় এই ওষুধে ব্যবহারের ফলে কুশিং সিনড্রোম বা মুখে লালচে ভাবের সৃষ্টি হতে পারে। এছাড়াও আরো অন্যান্য ধরনের চামড়ার ক্ষতি সাধন হতে পারে তবে অবশ্যই সেগুলো বেয়ে দীর্ঘদিন ব্যবহারের জন্য। এটা অত্যন্ত কার্যকরী একটি ক্রিম এবং স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেডের Betamenson- n cream এর ১৫ গ্রামের টিউবের দাম বর্তমানে 35 টাকা